বিনোদন প্রতিবেদক, ঢাকা
মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিনটি ভিন্ন শর্টফিল্ম হিসেবে দেখা যাবে গল্পগুলো।
ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে শর্টফিল্ম তিনটি। শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি খোয়াব মুক্তি দিয়ে। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। ববি অভিনয় করেছেন একজন চিত্রনায়িকার চরিত্রে। আদর আজাদ অভিনয় করেছেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে খোয়াব। এতে আরও আছেন সুমন আনোয়ার, সাঞ্জু জন প্রমুখ।
খোয়াব নিয়ে আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। সেই স্বপ্নের গল্পই দেখা যাবে খোয়াব সিনেমায়।’
প্রিয় প্রাক্তন সিনেমায় জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি। জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে প্রিয় প্রাক্তন। পুরো সিনেমায় কেবল সুদীপ ও দীঘিই অভিনয় করেছেন, আর কোনো অভিনেতা নেই। বানিয়েছেন ইফতেখার আহমেদ ওশিন। সিনেমাটি নিয়ে নির্মাতা ওশিন বলেন, ‘প্রিয় প্রাক্তন আমার প্রথম সিনেমা। নির্মাণের জন্য একেবারে সহজ একটি গল্প বেছে নিয়েছি। তবে আমার বিশ্বাস, সিনেমার প্রতিটি দৃশ্য দেখলে দর্শক নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। মনে হবে, এ ঘটনাটা তো আমার জীবনে ঘটছে বা ঘটেছে।’
সিনেমাপাগল একজন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্মকানন। কিংকর আহসানের গল্পে এটি বানিয়েছেন আশুতোষ সুজন। গল্পে দেখা যাবে, বজলু আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার একমাত্র স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্ন পূরণের আশায় বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলু দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এফডিসির গেটে, একটি সুযোগের আশায়। নায়ক হওয়ার স্বপ্নে বিভোর বজলুর জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পই ফুটে উঠেছে ফিল্মকানন সিনেমায়। মূল চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ।
এই তিনটি শর্টফিল্ম ছাড়াও বেশ কিছু সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই তালিকায় আছে অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’ এবং চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’।
মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিনটি ভিন্ন শর্টফিল্ম হিসেবে দেখা যাবে গল্পগুলো।
ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে শর্টফিল্ম তিনটি। শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি খোয়াব মুক্তি দিয়ে। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। ববি অভিনয় করেছেন একজন চিত্রনায়িকার চরিত্রে। আদর আজাদ অভিনয় করেছেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে খোয়াব। এতে আরও আছেন সুমন আনোয়ার, সাঞ্জু জন প্রমুখ।
খোয়াব নিয়ে আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। সেই স্বপ্নের গল্পই দেখা যাবে খোয়াব সিনেমায়।’
প্রিয় প্রাক্তন সিনেমায় জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি। জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে প্রিয় প্রাক্তন। পুরো সিনেমায় কেবল সুদীপ ও দীঘিই অভিনয় করেছেন, আর কোনো অভিনেতা নেই। বানিয়েছেন ইফতেখার আহমেদ ওশিন। সিনেমাটি নিয়ে নির্মাতা ওশিন বলেন, ‘প্রিয় প্রাক্তন আমার প্রথম সিনেমা। নির্মাণের জন্য একেবারে সহজ একটি গল্প বেছে নিয়েছি। তবে আমার বিশ্বাস, সিনেমার প্রতিটি দৃশ্য দেখলে দর্শক নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। মনে হবে, এ ঘটনাটা তো আমার জীবনে ঘটছে বা ঘটেছে।’
সিনেমাপাগল একজন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্মকানন। কিংকর আহসানের গল্পে এটি বানিয়েছেন আশুতোষ সুজন। গল্পে দেখা যাবে, বজলু আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার একমাত্র স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্ন পূরণের আশায় বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলু দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এফডিসির গেটে, একটি সুযোগের আশায়। নায়ক হওয়ার স্বপ্নে বিভোর বজলুর জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পই ফুটে উঠেছে ফিল্মকানন সিনেমায়। মূল চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ।
এই তিনটি শর্টফিল্ম ছাড়াও বেশ কিছু সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই তালিকায় আছে অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’ এবং চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’।
বছর দুয়েক আগে সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের ৮০তম জন্মদিন উপলক্ষে গত রোববার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত হয় একক বংশীবাদন অনুষ্ঠান। বাংলাদেশ বাঁশরী ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করে একটি মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আলোচনা পর্বের সভাপতিত্
৩ ঘণ্টা আগেমঞ্চে তখন টেলর সুইফট। ‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করবেন তিনি। হাতে থাকা ধূসর খাম খুলে বিজয়ীর নামটি পড়েই একরাশ হাসি ছড়িয়ে পড়ল তাঁর চোখমুখে। উচ্ছ্বাস নিয়ে জানিয়ে দিলেন, ‘অ্যান্ড দ্য গ্র্যামি গোজ টু... কাউবয় কার্টার।’ মঞ্চের সামনে যেখানে শিল্পীদের বসার জায়গা, মেয়েকে নিয়ে সেখানে ব
৩ ঘণ্টা আগেমার্কিন পপ তারকা বিয়ন্সে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই গুণী তারকা আরও একবার নতুন ইতিহাস গড়লেন। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী...
২১ ঘণ্টা আগে