Ajker Patrika

‘অপলাপ’ নিয়ে এলেন নিপুণ

‘অপলাপ’ নিয়ে এলেন নিপুণ

মনোবিদ অর্ক রহমানকে গ্রেপ্তার করা হয় স্ত্রী সুমিকে হত্যার অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। তবে অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষার বিশ্বাস, খুনটা অর্ক করেনি। সাহায্যের আশায় অর্কর বাল্যবন্ধু এডিসি সাইফ হাসানের শরণাপন্ন হয় বর্ষা। এমন গল্প নিয়ে গতকাল ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্ম ‘অপলাপ’। বানিয়েছেন মুহাম্মদ আলী মুন্না। এতে সুমি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। নাজিম উদ দৌলার রচনায় অপলাপ সিনেমায় আরও আছেন জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী ঊর্বি প্রমুখ।

গতকাল সন্ধ্যায় হয়ে গেল ‘অপলাপ’-এর প্রিমিয়ার শো। সেখানে নিপুণ বলেন, ‘পরিচালক মুন্না ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব গোছানো কাজ হয়েছে। ওয়েব সিরিজ কাইজারে ইমতিয়াজ বর্ষণের অভিনয় দেখেছিলাম, দারুণ লেগেছিল তাঁকে। অপলাপে আমি বর্ষণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। একদিকে যেমন প্রেম-ভালোবাসা আছে, অন্যদিকে আছে মিথ্যা ভালোবাসার অভিনয়ও।’ এ ওয়েব ফিল্মে নিপুণের অভিনয়ের আরেকটা উদ্দেশ্য আছে—ছোট পর্দা ও বড় পর্দার শিল্পীদের মেলবন্ধন। নিপুণ বলেন, ‘আমি সব সময় চেয়েছি চলচ্চিত্রের শিল্পীদের সঙ্গে ছোট পর্দার শিল্পীদের মেলবন্ধন তৈরি হোক। এ সিনেমায় সেটা হয়েছে।’

অপলাপ ছাড়াও ইমতিয়াজ বর্ষণের সঙ্গে আরেকটি সিনেমার শুটিং শেষ করেছেন নিপুণ, নাম ‘ফু’। এ ছাড়া শতাব্দী ওয়াদুদের সঙ্গে করেছেন ‘মুক্তির ছোটগল্প’ এবং গাজী আব্দুন নুরের সঙ্গে ‘ভাষার জন্য মমতাজ’ সিনেমায়।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিপুণ। সমিতির কার্যক্রম কেমন চলছে, জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘নির্বাচনের সময় কথা দিয়েছিলাম, এফডিসিকে আবার কর্মমুখর করার চেষ্টা করব। সেটা সম্ভব হয়েছে। অনেক সিনেমা তৈরি হচ্ছে। বেশির ভাগ পরিচালক ও শিল্পী ব্যস্ত সময় পার করছেন। এখন আমাদের টার্গেট হলের সংখ্যা বাড়ানো। সেটা নিয়েও কাজ শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত