অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।
অনেক নায়িকাই এখন জিতের বিপরীতে কাজ করতে অনিচ্ছুক। এর কারণ নায়কপ্রধান ছবি, যেখানে নায়িকার কিছুই করার থাকে না। গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, কিছুই যদি করার না থাকে, তাহলে নায়িকার প্রয়োজন কী? প্রসঙ্গতই উঠে এসেছে জিতের নতুন ছবি ‘রাবণ’-এর উদাহরণ।
সম্প্রতি জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ থেকে শুটিং শুরু হয়েছে নতুন ছবি ‘রাবণ’। এরই মধ্যে ছবির কাস্টিং ঘোষণা হয়েছে। জিতের বিপরীতে আছেন তনুশ্রী চক্রবর্তী ও লহমা ভট্টাচার্য। ছবির পরিচালক এম এন
রাজ জানিয়েছেন এটাই নাকি পারফেক্ট কাস্টিং।
ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আর এই নামটা শুনেই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে জিতের ক্যাম্পে কীভাবে ঢুকে পড়লেন তনুশ্রী? জিৎ সাধারণত জনপ্রিয় নায়িকা কিংবা একেবারেই নতুন কারও সঙ্গে কাজ করতে পছন্দ করেন। সেখানে তনুশ্রী এখন সেভাবে কোনো কাজ করছেন না। তনুশ্রী কলকাতা ইন্ডাস্ট্রির বড় নায়িকাও নন। তবে কেন তনুশ্রী? এর উত্তর খুঁজতে জানতে হবে পেছনের গল্প।
এ ছবির জন্য নাকি জিতের ভাবনায় চারজন নায়িকা ছিলেন। তাঁরা সবাই নানা অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাধ্য হয়েই তনুশ্রীকে নেওয়া। নায়িকারা কেন ফিরিয়ে দিয়েছেন জিতের প্রস্তাব—সেই রহস্য ঘাঁটতে গিয়ে জানা গেল, জিতের ছবিতে নায়িকাদের শুধুই প্রপ হিসেবে ব্যবহার করা হয়। এমনকি শুটিংয়ের পর সম্পাদনার টেবিলে নায়িকাদের দৃশ্যও নাকি কেটে দেওয়া হয়, যাতে ছবিজুড়ে শুধুই জিৎ থাকেন। আর এ কারণেই জিতের ছবির নায়িকা হওয়ার আগ্রহ হারিয়েছেন নায়িকারা।
জিতের শেষ ছবি ‘বাজি’-তেও দেখা গেছে, মিমির প্রায় কিছুই করার ছিল না। তাই এককালে যে নায়িকারা জিতের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন, তাঁরাই জিতের সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছেন।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে