অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। আজ দুপুরে তাঁর ফেসবুকে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে পোস্ট করেছেন তিনি।
ওমর সানী লিখেছেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে, প্রায় ৮০% অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাই নি যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তারপরও বলব অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’
এ বিষয়ে আজকের পত্রিকা ওমর সানী বলেন, ‘ইদানীং অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখি। যেখানে আবার দেশের বাইরের অনেক তারকাদের হাত থেকেও পুরস্কার নিতে দেখি। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই আমার আর মৌসুমীর দাওয়াত ছিল, অনেকগুলোতে সরাসরি টাকার অফারও ছিল। কিন্তু আমরা দুজনের কেউই যাইনি। কারণ এসব অনুষ্ঠানে টাকার বিনিময়ে লাইন ধরে পুরস্কার বিতরণ করা হয়।’
ওমর সানী আরও বলেন, ‘যোগ্যতার বিচার না করে অ্যাওয়ার্ড বিতরণের সংস্কৃতি আমাদের নবাগত অভিনেতা–অভিনেত্রীদের অহংকারী করে তুলছে। আমাদের এটা থেকে বের হতে হবে। সম্মাননা আমি কেন নিচ্ছি, আমার অবদান বা অংশগ্রহণ এতে কি বিষয়টি তারকাদের মাথায় রাখতে হবে।’
অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। আজ দুপুরে তাঁর ফেসবুকে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে পোস্ট করেছেন তিনি।
ওমর সানী লিখেছেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে, প্রায় ৮০% অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাই নি যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তারপরও বলব অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’
এ বিষয়ে আজকের পত্রিকা ওমর সানী বলেন, ‘ইদানীং অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখি। যেখানে আবার দেশের বাইরের অনেক তারকাদের হাত থেকেও পুরস্কার নিতে দেখি। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই আমার আর মৌসুমীর দাওয়াত ছিল, অনেকগুলোতে সরাসরি টাকার অফারও ছিল। কিন্তু আমরা দুজনের কেউই যাইনি। কারণ এসব অনুষ্ঠানে টাকার বিনিময়ে লাইন ধরে পুরস্কার বিতরণ করা হয়।’
ওমর সানী আরও বলেন, ‘যোগ্যতার বিচার না করে অ্যাওয়ার্ড বিতরণের সংস্কৃতি আমাদের নবাগত অভিনেতা–অভিনেত্রীদের অহংকারী করে তুলছে। আমাদের এটা থেকে বের হতে হবে। সম্মাননা আমি কেন নিচ্ছি, আমার অবদান বা অংশগ্রহণ এতে কি বিষয়টি তারকাদের মাথায় রাখতে হবে।’
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়।
১ ঘণ্টা আগেশিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির নতুন উদ্যোগ ‘ইচ্ছেতলা’। উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক।
১ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার।
১ ঘণ্টা আগেশারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৬ ঘণ্টা আগে