বিনোদন প্রতিবেদক, ঢাকা
কেউ বলছেন, তিনি মনোরোগ বিশেষজ্ঞ। কেউ বলছেন, পুলিশ কর্মকর্তা। ‘দশম অবতার’ সিনেমায় জয়া আহসানের ফার্স্টলুক দেখে আন্দাজ করা যাচ্ছে না, ঠিক কোনটা হতে পারেন তিনি। গতকাল সকালে প্রকাশ্যে এসেছে দশম অবতার সিনেমার চরিত্রদের প্রথম ঝলক। জয়ার দুটি ছবি প্রকাশ করা হয়েছে। একটিতে চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি। তীক্ষ্ণ দৃষ্টি খুঁজে ফিরছে কোনো কিছু।
অন্য ছবিতে মেরুন রঙের জ্যাকেটে জয়া, কাউকে জেরা করছেন ঠান্ডা মাথায়। দশম অবতারের অন্য তিন অবতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও অনির্বাণ চট্টোপাধ্যায়ের চরিত্রের ধরন প্রকাশ করা হলেও গোপন রাখা হয়েছে জয়ার চরিত্র। বলা হয়েছে, এতে তিনি আছেন এক রহস্যময়ী নারীর চরিত্রে।
সৃজিত মুখার্জি পরিচালিত দশম অবতার তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দীর্ঘ ১১ বছর পর ফের পর্দায় দেখা যাবে পুলিশ কর্মকর্তা থেকে সিরিয়াল কিলার বনে যাওয়া প্রবীর রায় চৌধুরীকে, যে চরিত্রে আছেন প্রসেনজিৎ। আর চার বছর পর দেখা মিলবে ভিঞ্চি দা সিনেমার বিজয় পোদ্দারের, এ চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। দশম অবতারে দুই পুলিশ কর্মকর্তা প্রবীর ও বিজয় হাতে হাত মিলিয়ে কাজ করবে। আর এই দুইজনের তদন্তের গল্পে নতুন মাত্রা যোগ করবেন জয়া আহসান।
সিনেমার গল্পের সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে ভারতীয় পুরাণের। ফার্স্টলুকের সঙ্গে জন্মাষ্টমী উপলক্ষে গতকাল দশম অবতারের পোস্টারও প্রকাশ করা হয়েছে। পোস্টারে কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদানের উল্লেখ রয়েছে। তির-ধনুক, মাছ, নরসিংহ, কুঠার, বৌদ্ধদের জপযন্ত্র, দাবার সাদা ঘোড়া, বনসাই, বন্য শূকরের দাঁত, কচ্ছপ ও ময়ূরের পালক—প্রতিটিরই যোগসূত্র রয়েছে কাহিনিতে। এবার পুজোয় মুক্তি পাবে সিনেমাটি।
কেউ বলছেন, তিনি মনোরোগ বিশেষজ্ঞ। কেউ বলছেন, পুলিশ কর্মকর্তা। ‘দশম অবতার’ সিনেমায় জয়া আহসানের ফার্স্টলুক দেখে আন্দাজ করা যাচ্ছে না, ঠিক কোনটা হতে পারেন তিনি। গতকাল সকালে প্রকাশ্যে এসেছে দশম অবতার সিনেমার চরিত্রদের প্রথম ঝলক। জয়ার দুটি ছবি প্রকাশ করা হয়েছে। একটিতে চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি। তীক্ষ্ণ দৃষ্টি খুঁজে ফিরছে কোনো কিছু।
অন্য ছবিতে মেরুন রঙের জ্যাকেটে জয়া, কাউকে জেরা করছেন ঠান্ডা মাথায়। দশম অবতারের অন্য তিন অবতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও অনির্বাণ চট্টোপাধ্যায়ের চরিত্রের ধরন প্রকাশ করা হলেও গোপন রাখা হয়েছে জয়ার চরিত্র। বলা হয়েছে, এতে তিনি আছেন এক রহস্যময়ী নারীর চরিত্রে।
সৃজিত মুখার্জি পরিচালিত দশম অবতার তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দীর্ঘ ১১ বছর পর ফের পর্দায় দেখা যাবে পুলিশ কর্মকর্তা থেকে সিরিয়াল কিলার বনে যাওয়া প্রবীর রায় চৌধুরীকে, যে চরিত্রে আছেন প্রসেনজিৎ। আর চার বছর পর দেখা মিলবে ভিঞ্চি দা সিনেমার বিজয় পোদ্দারের, এ চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। দশম অবতারে দুই পুলিশ কর্মকর্তা প্রবীর ও বিজয় হাতে হাত মিলিয়ে কাজ করবে। আর এই দুইজনের তদন্তের গল্পে নতুন মাত্রা যোগ করবেন জয়া আহসান।
সিনেমার গল্পের সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে ভারতীয় পুরাণের। ফার্স্টলুকের সঙ্গে জন্মাষ্টমী উপলক্ষে গতকাল দশম অবতারের পোস্টারও প্রকাশ করা হয়েছে। পোস্টারে কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদানের উল্লেখ রয়েছে। তির-ধনুক, মাছ, নরসিংহ, কুঠার, বৌদ্ধদের জপযন্ত্র, দাবার সাদা ঘোড়া, বনসাই, বন্য শূকরের দাঁত, কচ্ছপ ও ময়ূরের পালক—প্রতিটিরই যোগসূত্র রয়েছে কাহিনিতে। এবার পুজোয় মুক্তি পাবে সিনেমাটি।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৬ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১০ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১০ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
১১ ঘণ্টা আগে