Ajker Patrika

ভালো সংগ্রহ ‘ভুল ভুলাইয়া টু’র, সুপার ফ্লপ ‘ধাকাড়’

ভালো সংগ্রহ ‘ভুল ভুলাইয়া টু’র, সুপার ফ্লপ ‘ধাকাড়’

দক্ষিণী সিনেমার জোয়ারে পথ হারাতে বসা বলিউড অনেকটা আগের রূপে ফিরেছে ‘ভুল ভুলাইয়া টু’ দিয়ে। অনীস বাজমী পরিচালিত রহস্য-রোমাঞ্চে ভরপুর ‘ভুলভুলাইয়া’র সিক্যুয়াল দর্শক মনে যে জায়গা করে নিয়েছে তা বলতেই হয়। 

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানা যায়, মুক্তির পর দুই দিনেই ছবিটির বক্স অফিস সংগ্রহ ৩৩ কোটি রুপি। কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, টাবু, রাজপাল যাদবের ছবিটিকে দর্শক যে সাদরে গ্রহণ করেছে, তার সুস্পষ্ট লক্ষণ এটি। 

সুপার-ডুপার ফ্লপের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কঙ্গনার ‘ধাকাড়’। ছবি: টুইটারগত ২০ মে একই দিনে মুক্তি পায় কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’ ও কঙ্গনা রানাউত অভিনীত ‘ধাকাড়’। ‘ভুল ভুলাইয়া টু’ ভালো সংগ্রহ করলেও ‘ধাকাড়’-এর বক্স অফিস অবস্থা খুবই বাজে বলতেই হয়। দুই দিনে ছবিটির সংগ্রহ মোটে এক কোটি রুপি। করোনা পরবর্তী সময়ে হিন্দি সিনেমার সুপার-ডুপার ফ্লপের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কঙ্গনার সিনেমা ‘ধাকাড়’। 

বক্স অফিস বিশ্লেষক তারাণ আদর্শ জানিয়েছেন, আয়ের দিক দিয়ে দুর্দান্ত শুরু হলো ‘ভুল ভুলাইয়া টু’র। প্রথম দিনেই ১৪ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি। এটিই কার্তিকের সবচেয়ে বড় বক্স অফিস ওপেনার ছবি বলা যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...