Ajker Patrika

সকালটা পরিবারের, সন্ধ্যাটা ‘রিভেঞ্জ’ সিনেমার দর্শকের: রোশান

আপডেট : ১৭ জুন ২০২৪, ১৩: ২৬
সকালটা পরিবারের, সন্ধ্যাটা ‘রিভেঞ্জ’ সিনেমার দর্শকের: রোশান

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর একটি ‘রিভেঞ্জ’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। অ্যাকশন ঘরানার সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল রোশান ও শবনম বুবলী। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী রোশান। ঈদের সকালে আজকের পত্রিকার কথা হয় অভিনেতার সঙ্গে। ঈদের দিনের পরিকল্পনার সঙ্গে অভিনেতা জানিয়েছেন ‘রিভেঞ্জ’ নিয়ে আশার কথা।

ঈদের দিনের পরিকল্পনা

ঈদের দিনটি বরাবরের মতো পরিবারের সঙ্গে কাটাব। বিকেলে গাড়িতে করে সবাইকে নিয়ে ঘুরতে যাব। রাতে ‘রিভেঞ্জ’ দেখার প্ল্যান আছে পরিবারসহ।

জিয়াউল রোশান। ছবি: সংগৃহীত‘রিভেঞ্জ’ নিয়ে কতটা আশাবাদী

এখন পর্যন্ত যতগুলো অ্যাকশন ঘরানার সিনেমায় দেখা গেছে আমাকে, এর মধ্যে সবচেয়ে বেশি আশা ‘রিভেঞ্জ’ নিয়ে। সিনেমাটির গল্প বেশ ভালো। কোয়ালিটির দিকে কোনো ছাড় দেওয়া হয়নি। দর্শক হল থেকে একটা মুগ্ধতা নিয়ে বের হবেন। আর এই পজিটিভ রিভিউ আমাদের দর্শকের সংখ্যা বাড়াবে।

এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। নিজের সিনেমা বাদে আর কোন সিনেমা দেখার ইচ্ছে আছে?

অবশ্যই ‘তুফান’। রায়হান রাফী পরীক্ষিত নির্মাতা, আর শাকিব খান ভাইকে নিয়ে কী বলব। যা বলব তা-ই কম হয়ে যাবে। পরিবার নিয়ে সিনেমাটি দেখব। এরপর বাকি সিনেমাগুলো দেখারও পরিকল্পনা আছে।

‘রিভেঞ্জ’ সিনেমার পোস্টারে জিয়াউল রোশান। ছবি: সংগৃহীতদর্শকরে প্রতি আহ্বান

আপনারাই আমাদের প্রাণ। আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমাদের এই পরিশ্রম। আশা করি প্রেক্ষাগৃহে এসে সবগুলো সিনেমা দেখে আমাদের সমর্থন দেবেন। সবার প্রতি ভালোবাসা, ঈদ মোবারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত