বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। সিনেমায় ব্যস্ততার বাইরেও ফ্যাশন নিয়ে বেশ সচেতন এই অভিনেত্রী। ওয়েস্টার্ন পোশাক থেকে শুরু করে বাঙালিয়ানা—সব পোশাকেই মিম দ্যুতি ছড়ান তাঁর সৌন্দর্যে।
আজ নিজের ফেসবুকে ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিম। ভক্তরা তাঁকে ভাসাচ্ছেন প্রশংসায়, ছবিগুলো রীতিমতো ভাইরাল।
একজন মন্তব্য করেছেন, ‘আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।’ আরেকজন লিখেছেন, ‘সৌন্দর্যের দেবী’। এ ছাড়া বেশির ভাগ ভক্ত মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।
‘পরাণ’ ও ‘দামাল’-এর পর বিদ্যা সিনহা মিম হাজির হচ্ছেন তাঁর নতুন সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। অভিনেত্রী তাঁর ফেসবুকে জানিয়েছেন, পাঁচ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’।
সিনেমাটি নিয়ে এক অনুষ্ঠানে মিম বলেছিলেন, ‘এমন গল্পের সিনেমা এর আগে কখনো হয়নি। আমি যখন চরিত্রটি পাই তখন ভাবছিলাম কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব! এই ছবিতে এক অন্য মিমকে পাবেন সবাই।’
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।
বিদ্যা সিনহা মিম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।
ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হাজির হন বিভিন্ন অবতারে। সিনেমায় ব্যস্ততার বাইরেও ফ্যাশন নিয়ে বেশ সচেতন এই অভিনেত্রী। ওয়েস্টার্ন পোশাক থেকে শুরু করে বাঙালিয়ানা—সব পোশাকেই মিম দ্যুতি ছড়ান তাঁর সৌন্দর্যে।
আজ নিজের ফেসবুকে ধূসর শাড়িতে সাদা গোলাপ হাতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিম। ভক্তরা তাঁকে ভাসাচ্ছেন প্রশংসায়, ছবিগুলো রীতিমতো ভাইরাল।
একজন মন্তব্য করেছেন, ‘আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।’ আরেকজন লিখেছেন, ‘সৌন্দর্যের দেবী’। এ ছাড়া বেশির ভাগ ভক্ত মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।
‘পরাণ’ ও ‘দামাল’-এর পর বিদ্যা সিনহা মিম হাজির হচ্ছেন তাঁর নতুন সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। অভিনেত্রী তাঁর ফেসবুকে জানিয়েছেন, পাঁচ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’।
সিনেমাটি নিয়ে এক অনুষ্ঠানে মিম বলেছিলেন, ‘এমন গল্পের সিনেমা এর আগে কখনো হয়নি। আমি যখন চরিত্রটি পাই তখন ভাবছিলাম কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব! এই ছবিতে এক অন্য মিমকে পাবেন সবাই।’
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।
বিদ্যা সিনহা মিম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১০ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১২ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৫ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৫ ঘণ্টা আগে