আসন্ন ঈদে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রায়হান রাফী পরিচালিত ছবি ‘সুড়ঙ্গ’ সিনেমাটি ইতিমধ্যে মুক্তির অনুমতিও পেয়েছে। গতকাল শনিবার প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার। ইতিমধ্যে চলচ্চিত্রটির টিজার ও গান নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে।
সাধারণ দর্শকদের সঙ্গে সঙ্গে ‘সুড়ঙ্গ’ নিয়ে উচ্ছ্বসিত শোবিজ অঙ্গনের তারকা অভিনেতা, অভিনেত্রীসহ অন্য কলাকুশলীরাও। এই ভালোবাসায় আপ্লুত অভিনেতা তাঁর সহকর্মীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। গতকাল দুপুরে আফরান নিশোর অফিশিয়াল পেজ থেকে ১৪ মিনিটের ভিডিও বার্তা শেয়ার করা হয়।
নিশোকে সেখানে বলতে শোনা যায়, ‘সবার অ্যাপ্রিসিয়েশনে আমি মুগ্ধ। ছোট করে হলেও আমার কাজ নিয়ে সবাই যেভাবে বলছেন, এ জন্য আমি আমার মনের ভেতর থেকে কৃতজ্ঞ। ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত ভালোবাসা আমি রাখব কোথায়? আমি অনেক কিছু ফ্ল্যাশব্যাকে দেখি। দেখতে পারি এখনো। অনেক কিছু আমার বলতে কোনো সমস্যা হয় না। যারা বলতে পারে বা স্বীকার করে নেয়—আমি মনে করি, তাদের মধ্যে ব্লেসিংস আছে। সব ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে শিকড় ভুলে যাওয়াটা উচিত না। শিকড়ের কথা বলা উচিত বারবার।’
নিজের শিকড়ের কথা বলতে গিয়ে এ সময় নিশো বলেন, ‘আমি হুট করে আসিনি, স্ট্রাগল করে এসেছি। অনেক বেশি স্ট্রাগল করে এসেছি। কারণ, আমি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি।’ কাজের প্রতিযোগিতা নিয়েও কথা বলেন নিশো। বলেন, ‘গুড কমপিটিশন থাকবে, কিন্তু একটা বন্ধুসুলভ আচরণও থাকবে। যেটা নাটকে আছে। দিন শেষে আমরা শোবিজ অঙ্গনের মানুষ।’
নিজেকে নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমি আমার লাইফে নিজেকে থ্রেট ফিল করেছি। অন্য কাউকে না। কারণ, এটা আমি শিখিই নাই। আমার সিস্টেমে এটা নাই। আমি জানি, আমাকে কষ্ট করতে হবে। আমি জানি, পথ এত সুন্দর না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। আমি জানি, আমার পরিবারে আমাকে উপার্জন করতে হবে। পৈতৃক সম্পত্তিতে খুব বেশি এনজয় করা মানুষ আমি না। আমার যে জার্নি, যে বেড়ে ওঠা, এটা কখনো আমি ভুলি না।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
আসন্ন ঈদে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রায়হান রাফী পরিচালিত ছবি ‘সুড়ঙ্গ’ সিনেমাটি ইতিমধ্যে মুক্তির অনুমতিও পেয়েছে। গতকাল শনিবার প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার। ইতিমধ্যে চলচ্চিত্রটির টিজার ও গান নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে।
সাধারণ দর্শকদের সঙ্গে সঙ্গে ‘সুড়ঙ্গ’ নিয়ে উচ্ছ্বসিত শোবিজ অঙ্গনের তারকা অভিনেতা, অভিনেত্রীসহ অন্য কলাকুশলীরাও। এই ভালোবাসায় আপ্লুত অভিনেতা তাঁর সহকর্মীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। গতকাল দুপুরে আফরান নিশোর অফিশিয়াল পেজ থেকে ১৪ মিনিটের ভিডিও বার্তা শেয়ার করা হয়।
নিশোকে সেখানে বলতে শোনা যায়, ‘সবার অ্যাপ্রিসিয়েশনে আমি মুগ্ধ। ছোট করে হলেও আমার কাজ নিয়ে সবাই যেভাবে বলছেন, এ জন্য আমি আমার মনের ভেতর থেকে কৃতজ্ঞ। ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত ভালোবাসা আমি রাখব কোথায়? আমি অনেক কিছু ফ্ল্যাশব্যাকে দেখি। দেখতে পারি এখনো। অনেক কিছু আমার বলতে কোনো সমস্যা হয় না। যারা বলতে পারে বা স্বীকার করে নেয়—আমি মনে করি, তাদের মধ্যে ব্লেসিংস আছে। সব ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে শিকড় ভুলে যাওয়াটা উচিত না। শিকড়ের কথা বলা উচিত বারবার।’
নিজের শিকড়ের কথা বলতে গিয়ে এ সময় নিশো বলেন, ‘আমি হুট করে আসিনি, স্ট্রাগল করে এসেছি। অনেক বেশি স্ট্রাগল করে এসেছি। কারণ, আমি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি।’ কাজের প্রতিযোগিতা নিয়েও কথা বলেন নিশো। বলেন, ‘গুড কমপিটিশন থাকবে, কিন্তু একটা বন্ধুসুলভ আচরণও থাকবে। যেটা নাটকে আছে। দিন শেষে আমরা শোবিজ অঙ্গনের মানুষ।’
নিজেকে নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমি আমার লাইফে নিজেকে থ্রেট ফিল করেছি। অন্য কাউকে না। কারণ, এটা আমি শিখিই নাই। আমার সিস্টেমে এটা নাই। আমি জানি, আমাকে কষ্ট করতে হবে। আমি জানি, পথ এত সুন্দর না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। আমি জানি, আমার পরিবারে আমাকে উপার্জন করতে হবে। পৈতৃক সম্পত্তিতে খুব বেশি এনজয় করা মানুষ আমি না। আমার যে জার্নি, যে বেড়ে ওঠা, এটা কখনো আমি ভুলি না।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে