আসন্ন ঈদে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রায়হান রাফী পরিচালিত ছবি ‘সুড়ঙ্গ’ সিনেমাটি ইতিমধ্যে মুক্তির অনুমতিও পেয়েছে। গতকাল শনিবার প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার। ইতিমধ্যে চলচ্চিত্রটির টিজার ও গান নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে।
সাধারণ দর্শকদের সঙ্গে সঙ্গে ‘সুড়ঙ্গ’ নিয়ে উচ্ছ্বসিত শোবিজ অঙ্গনের তারকা অভিনেতা, অভিনেত্রীসহ অন্য কলাকুশলীরাও। এই ভালোবাসায় আপ্লুত অভিনেতা তাঁর সহকর্মীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। গতকাল দুপুরে আফরান নিশোর অফিশিয়াল পেজ থেকে ১৪ মিনিটের ভিডিও বার্তা শেয়ার করা হয়।
নিশোকে সেখানে বলতে শোনা যায়, ‘সবার অ্যাপ্রিসিয়েশনে আমি মুগ্ধ। ছোট করে হলেও আমার কাজ নিয়ে সবাই যেভাবে বলছেন, এ জন্য আমি আমার মনের ভেতর থেকে কৃতজ্ঞ। ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত ভালোবাসা আমি রাখব কোথায়? আমি অনেক কিছু ফ্ল্যাশব্যাকে দেখি। দেখতে পারি এখনো। অনেক কিছু আমার বলতে কোনো সমস্যা হয় না। যারা বলতে পারে বা স্বীকার করে নেয়—আমি মনে করি, তাদের মধ্যে ব্লেসিংস আছে। সব ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে শিকড় ভুলে যাওয়াটা উচিত না। শিকড়ের কথা বলা উচিত বারবার।’
নিজের শিকড়ের কথা বলতে গিয়ে এ সময় নিশো বলেন, ‘আমি হুট করে আসিনি, স্ট্রাগল করে এসেছি। অনেক বেশি স্ট্রাগল করে এসেছি। কারণ, আমি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি।’ কাজের প্রতিযোগিতা নিয়েও কথা বলেন নিশো। বলেন, ‘গুড কমপিটিশন থাকবে, কিন্তু একটা বন্ধুসুলভ আচরণও থাকবে। যেটা নাটকে আছে। দিন শেষে আমরা শোবিজ অঙ্গনের মানুষ।’
নিজেকে নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমি আমার লাইফে নিজেকে থ্রেট ফিল করেছি। অন্য কাউকে না। কারণ, এটা আমি শিখিই নাই। আমার সিস্টেমে এটা নাই। আমি জানি, আমাকে কষ্ট করতে হবে। আমি জানি, পথ এত সুন্দর না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। আমি জানি, আমার পরিবারে আমাকে উপার্জন করতে হবে। পৈতৃক সম্পত্তিতে খুব বেশি এনজয় করা মানুষ আমি না। আমার যে জার্নি, যে বেড়ে ওঠা, এটা কখনো আমি ভুলি না।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
আসন্ন ঈদে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রায়হান রাফী পরিচালিত ছবি ‘সুড়ঙ্গ’ সিনেমাটি ইতিমধ্যে মুক্তির অনুমতিও পেয়েছে। গতকাল শনিবার প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার। ইতিমধ্যে চলচ্চিত্রটির টিজার ও গান নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে।
সাধারণ দর্শকদের সঙ্গে সঙ্গে ‘সুড়ঙ্গ’ নিয়ে উচ্ছ্বসিত শোবিজ অঙ্গনের তারকা অভিনেতা, অভিনেত্রীসহ অন্য কলাকুশলীরাও। এই ভালোবাসায় আপ্লুত অভিনেতা তাঁর সহকর্মীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। গতকাল দুপুরে আফরান নিশোর অফিশিয়াল পেজ থেকে ১৪ মিনিটের ভিডিও বার্তা শেয়ার করা হয়।
নিশোকে সেখানে বলতে শোনা যায়, ‘সবার অ্যাপ্রিসিয়েশনে আমি মুগ্ধ। ছোট করে হলেও আমার কাজ নিয়ে সবাই যেভাবে বলছেন, এ জন্য আমি আমার মনের ভেতর থেকে কৃতজ্ঞ। ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত ভালোবাসা আমি রাখব কোথায়? আমি অনেক কিছু ফ্ল্যাশব্যাকে দেখি। দেখতে পারি এখনো। অনেক কিছু আমার বলতে কোনো সমস্যা হয় না। যারা বলতে পারে বা স্বীকার করে নেয়—আমি মনে করি, তাদের মধ্যে ব্লেসিংস আছে। সব ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে শিকড় ভুলে যাওয়াটা উচিত না। শিকড়ের কথা বলা উচিত বারবার।’
নিজের শিকড়ের কথা বলতে গিয়ে এ সময় নিশো বলেন, ‘আমি হুট করে আসিনি, স্ট্রাগল করে এসেছি। অনেক বেশি স্ট্রাগল করে এসেছি। কারণ, আমি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি।’ কাজের প্রতিযোগিতা নিয়েও কথা বলেন নিশো। বলেন, ‘গুড কমপিটিশন থাকবে, কিন্তু একটা বন্ধুসুলভ আচরণও থাকবে। যেটা নাটকে আছে। দিন শেষে আমরা শোবিজ অঙ্গনের মানুষ।’
নিজেকে নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমি আমার লাইফে নিজেকে থ্রেট ফিল করেছি। অন্য কাউকে না। কারণ, এটা আমি শিখিই নাই। আমার সিস্টেমে এটা নাই। আমি জানি, আমাকে কষ্ট করতে হবে। আমি জানি, পথ এত সুন্দর না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। আমি জানি, আমার পরিবারে আমাকে উপার্জন করতে হবে। পৈতৃক সম্পত্তিতে খুব বেশি এনজয় করা মানুষ আমি না। আমার যে জার্নি, যে বেড়ে ওঠা, এটা কখনো আমি ভুলি না।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে