পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। মা হওয়ার কথা ঘোষণা করার পর এই প্রথম প্রকাশ্যে এলেন দীপিকা পাড়ুকোন। আর এসেই সারোগেসির গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবিতে বা এয়ারপোর্টে নায়িকাকে কয়েকবার দেখা গেলেও প্রথমবারের মতো প্রকাশ্যে তাঁর বেবি বাম্প।
গতকাল সোমবার রণবীর সিংয়ের হাত ধরে লোকসভা নির্বাচনের ভোট দিতে এসেছিলেন তিনি। আর তখনই স্পষ্ট দেখা যায় তাঁর বেবি বাম্প। আর এতেই উড়ে গেল সারোগেসির গুঞ্জন।
কদিন আগেই ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং থেকে ভাইরাল হয় দীপিকার অ্যাকশন দৃশ্যের শুটিং। নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত হয় নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে প্রশ্নও তোলেন, দীপিকা কি সত্যিই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যায়নি। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবি বাম্প বোঝা যায়নি।
রণবীর হাত ধরে দীপিকাকে গাড়ি থেকে নামাচ্ছেন, নায়িকাও খুব সাবধানে হাঁটছেন—এমন একটা ভিডিও হয়েছে ভাইরাল। আর তাতেই খুশি অনুরাগীরা। দীপিকা-রণবীরের সন্তান হওয়ার কথা এ বছরের সেপ্টেম্বরে। দীপিকা পাড়ুকোনকে সামলে ভোটকেন্দ্রের পথে রণবীর সিংয়ের আগে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল সারোগেসি নিয়ে। অনেকেই বলেছিলেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন দীপিকা। সেই চর্চাও এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেমে যায়।
দীপিকা-রণবীর দুজনকে এদিন সাদা শার্ট আর জিনসে দেখা গেছে। স্টার কাপলকে দেখে এক নেটিজেন লেখেন, ‘দীপিকা আর পাঁচজন হবু মায়ের মতোই হিল পরা ছেড়ে দিয়েছেন। রিলেট করতে পারছি।’ অন্য একজন লেখেন, ‘খুব ভালো হোক এই দম্পতির। দীপিকার বেবি বাম্প দেখে মনটা ভালো হয়ে গেল।’
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। মা হওয়ার কথা ঘোষণা করার পর এই প্রথম প্রকাশ্যে এলেন দীপিকা পাড়ুকোন। আর এসেই সারোগেসির গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবিতে বা এয়ারপোর্টে নায়িকাকে কয়েকবার দেখা গেলেও প্রথমবারের মতো প্রকাশ্যে তাঁর বেবি বাম্প।
গতকাল সোমবার রণবীর সিংয়ের হাত ধরে লোকসভা নির্বাচনের ভোট দিতে এসেছিলেন তিনি। আর তখনই স্পষ্ট দেখা যায় তাঁর বেবি বাম্প। আর এতেই উড়ে গেল সারোগেসির গুঞ্জন।
কদিন আগেই ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিং থেকে ভাইরাল হয় দীপিকার অ্যাকশন দৃশ্যের শুটিং। নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত হয় নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে প্রশ্নও তোলেন, দীপিকা কি সত্যিই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যায়নি। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবি বাম্প বোঝা যায়নি।
রণবীর হাত ধরে দীপিকাকে গাড়ি থেকে নামাচ্ছেন, নায়িকাও খুব সাবধানে হাঁটছেন—এমন একটা ভিডিও হয়েছে ভাইরাল। আর তাতেই খুশি অনুরাগীরা। দীপিকা-রণবীরের সন্তান হওয়ার কথা এ বছরের সেপ্টেম্বরে। দীপিকা পাড়ুকোনকে সামলে ভোটকেন্দ্রের পথে রণবীর সিংয়ের আগে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল সারোগেসি নিয়ে। অনেকেই বলেছিলেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন দীপিকা। সেই চর্চাও এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেমে যায়।
দীপিকা-রণবীর দুজনকে এদিন সাদা শার্ট আর জিনসে দেখা গেছে। স্টার কাপলকে দেখে এক নেটিজেন লেখেন, ‘দীপিকা আর পাঁচজন হবু মায়ের মতোই হিল পরা ছেড়ে দিয়েছেন। রিলেট করতে পারছি।’ অন্য একজন লেখেন, ‘খুব ভালো হোক এই দম্পতির। দীপিকার বেবি বাম্প দেখে মনটা ভালো হয়ে গেল।’
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে