দেশের একঝাঁক নায়িকাদের নিয়ে র্যাম্পে হেঁটেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ফ্যাশন শোতে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হয়েছিলেন তিনি। ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ নামের এ ফ্যাশন শোতে শাকিবের কসমেটিকস উৎপাদনকারী ব্র্যান্ড রিমার্কের হয়ে র্যাম্পে দেখা গেছে— বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, পরীমণি, তানজিন তিশা ও সাবিলা নূর’কে। তবে এদিন সেখানে দেখা যায়নি, প্রতিষ্ঠানটির অন্যতম শুভেচ্ছাদূত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।
আগে থেকেই শাকিব খানের এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত তাঁর সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। বলা যায়, অপুর মাধ্যমেই দেশব্যাপী পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি। গত এক বছর যাবৎ বরিশাল, ময়মনসিংহ, ফেনী, সাতক্ষীরা, জামালপুর, কুমিল্লা, ভোলাসহ দেশের আরও বেশ কিছু জায়গায় প্রতিষ্ঠানটির স্টোর উদ্বোধন করেছেন তিনি। গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান স্টোরের মালিকানাও নেন অপু।
অপু বিশ্বাসের অনুপস্থিতির বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় রিমার্কের হারল্যানের সঙ্গে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা জানান, অপু বিশ্বাসসহ আরও আটজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এতে অংশ নেননি। শিডিউল জটিলতায় এমনটা হতেই পারে।
অপু বিশ্বাস আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম। আয়োজকেরা হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে দেশে আসার পর তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমন্ত্রণও পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই তো শিডিউল মেলানো যায় না। তবে ওই অনুষ্ঠানে আমাকে না দেখে অনেকেই ফোন করেছেন, এ ভালোবাসায় আমি মুগ্ধ।’
‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ সিনেমার লুকে দেখা গেছে শাকিব খানকে। সেখানে সিনেমাটির ‘লাগে উরাধুরা’ গানের সঙ্গে শাকিবের সঙ্গে নাচতে দেখা যায় পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূরকে। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন। আর তাঁদের এই নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
দেশের একঝাঁক নায়িকাদের নিয়ে র্যাম্পে হেঁটেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ফ্যাশন শোতে সম্পূর্ণ ভিন্নরূপে হাজির হয়েছিলেন তিনি। ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ নামের এ ফ্যাশন শোতে শাকিবের কসমেটিকস উৎপাদনকারী ব্র্যান্ড রিমার্কের হয়ে র্যাম্পে দেখা গেছে— বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, পরীমণি, তানজিন তিশা ও সাবিলা নূর’কে। তবে এদিন সেখানে দেখা যায়নি, প্রতিষ্ঠানটির অন্যতম শুভেচ্ছাদূত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।
আগে থেকেই শাকিব খানের এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত তাঁর সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। বলা যায়, অপুর মাধ্যমেই দেশব্যাপী পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি। গত এক বছর যাবৎ বরিশাল, ময়মনসিংহ, ফেনী, সাতক্ষীরা, জামালপুর, কুমিল্লা, ভোলাসহ দেশের আরও বেশ কিছু জায়গায় প্রতিষ্ঠানটির স্টোর উদ্বোধন করেছেন তিনি। গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান স্টোরের মালিকানাও নেন অপু।
অপু বিশ্বাসের অনুপস্থিতির বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় রিমার্কের হারল্যানের সঙ্গে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা জানান, অপু বিশ্বাসসহ আরও আটজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এতে অংশ নেননি। শিডিউল জটিলতায় এমনটা হতেই পারে।
অপু বিশ্বাস আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম। আয়োজকেরা হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে দেশে আসার পর তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমন্ত্রণও পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই তো শিডিউল মেলানো যায় না। তবে ওই অনুষ্ঠানে আমাকে না দেখে অনেকেই ফোন করেছেন, এ ভালোবাসায় আমি মুগ্ধ।’
‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে মুক্তি প্রতীক্ষিত ‘তুফান’ সিনেমার লুকে দেখা গেছে শাকিব খানকে। সেখানে সিনেমাটির ‘লাগে উরাধুরা’ গানের সঙ্গে শাকিবের সঙ্গে নাচতে দেখা যায় পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূরকে। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন। আর তাঁদের এই নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
৭ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৯ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
১০ ঘণ্টা আগে