শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে কাল মঙ্গলবার প্রকাশিত হবে চলচ্চিত্রটির দ্বিতীয় গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’।
প্রয়াত গীতিকার দেওয়ান লালন আহমেদ বাপ্পির কথায় ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। কাল বিকেল পাঁচটায় গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
পরিচালক আবু রায়হান জুয়েলের পরিচালনায় চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলোচিত নায়িকা পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ।
গানটি সম্পর্কে পরিচালক আবু রায়হান জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি ফোক ঘরানার গান। আমাদের নদীমাতৃক দেশ, জালের মতো ছড়িয়ে আছে আমাদের নদীগুলো। নদী নিয়ে অনেক গানই হয়েছে এ দেশে। এই গানও আমাদের নদীমাতৃক দেশকে প্রতিনিধিত্ব করবে।’
এর আগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের আরেকটি গান মুক্তি পেয়েছে। মুহম্মদ জাফর ইকবালের কথায়, ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়িতা দত্ত। আর গানের সঙ্গে নেচে-গেয়ে মাত করেছে একঝাঁক শিশু ও সিয়াম-পরীমণি জুটি।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, কচি খন্দকার, আশিস খন্দকার এবং ২০ জনের বেশি শিশুশিল্পী। চলচ্চিত্রটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায়।
শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে কাল মঙ্গলবার প্রকাশিত হবে চলচ্চিত্রটির দ্বিতীয় গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’।
প্রয়াত গীতিকার দেওয়ান লালন আহমেদ বাপ্পির কথায় ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। কাল বিকেল পাঁচটায় গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
পরিচালক আবু রায়হান জুয়েলের পরিচালনায় চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলোচিত নায়িকা পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ।
গানটি সম্পর্কে পরিচালক আবু রায়হান জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি ফোক ঘরানার গান। আমাদের নদীমাতৃক দেশ, জালের মতো ছড়িয়ে আছে আমাদের নদীগুলো। নদী নিয়ে অনেক গানই হয়েছে এ দেশে। এই গানও আমাদের নদীমাতৃক দেশকে প্রতিনিধিত্ব করবে।’
এর আগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের আরেকটি গান মুক্তি পেয়েছে। মুহম্মদ জাফর ইকবালের কথায়, ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়িতা দত্ত। আর গানের সঙ্গে নেচে-গেয়ে মাত করেছে একঝাঁক শিশু ও সিয়াম-পরীমণি জুটি।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, কচি খন্দকার, আশিস খন্দকার এবং ২০ জনের বেশি শিশুশিল্পী। চলচ্চিত্রটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৭ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১১ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১২ ঘণ্টা আগে