বিনোদন প্রতিবেদক
ঢাকা: ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর ছোট পর্দায় অভিনয়ের অনেক প্রস্তাব পান জান্নাতুল ফেরদৌস ঐশী। কিন্তু ফিরিয়ে দেন সেসব প্রস্তাব। অপেক্ষা করতে থাকেন উপযুক্ত গল্প, কাঙ্ক্ষিত চিত্রনাট্য আর মনের মতো একটা সিনেমার জন্য। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়ে যান।
একটা–দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করছেন তিনি। ২০২০ সালে এই ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
অনেক দিন হলো প্রথম ছবি মিশন এক্সট্রিম-এর কাজ শেষ। গত বছর মুক্তির কথা ছিল। এরপর শুটিং শেষ করেন ‘আদম’ ও ‘রাতজাগা ফুল’ নামের দুটি সিনেমায়। এই তিন সিনেমা ঐশীর দুই বছরের অপেক্ষার ফসল। তিন ছবি তিন ভিন্ন রূপে দেখা যাবে ঐশীকে। তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে পরীক্ষা দিতে হয়েছে।
সিনেমার বাইরে ঐশী কাজ করেছেন কিছু বিজ্ঞাপনচিত্রে। এর বাইরে নাটক বা টেলিছবিতে অভিনয়ের আগ্রহ নেই ঐশীর। তবে ওয়েব সিরিজের প্রতি একটা আকর্ষণ আছে তাঁর। তিনি জানান- ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে ওয়েব সিরিজ করার ইচ্ছা তাঁর। এর মধ্যে দেশের বাইরে থেকে জনপ্রিয় এক তারকার বিপরীতে একটি ওয়েব প্রযোজনার কাজের প্রস্তাব এসেছে। কাজটি করার ইচ্ছাও আছে তাঁর।
ঐশী বলেন, ‘এখন তো দেশের, বলিউড, টালিউডের তারকারা ওয়েব সিরিজ করছেন। ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে আমিও ওয়েবের জন্য কাজ করতে চাই। দেশের বাইরে থেকে ওয়েব সিরিজের একটি কাজ এসেছিল। কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।’
করোনাকালীন শুটিং চলছে? ‘করোনার মধ্যে হিসাব করে কাজ করছি। আমি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত। সেগুলোর প্রমেশনাল কাজ ছাড়া আর তেমন কিছু করিনি। তা ছাড়া আমি এখন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্ট সায়েন্সে পড়ছি। নিয়মিত পরীক্ষা নিয়ে ব্যস্ত। অবসর খুব একটা পাই না।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগে ঐশীর কাজ ছিল পড়াশোনা আর ঘোরাঘুরি। কোনো দায়িত্ব ছিল না। পরিবার, স্বজন, বন্ধুবান্ধবের বাইরে আলাদা জগৎ ছিল না। কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর পাল্টে যায় তাঁর জীবন। পরিবারের গণ্ডি পেরিয়ে এখন ঐশী বিশ্বমঞ্চে বাংলাদেশের একজন প্রতিনিধি। জীবনে এখন যেমন খ্যাতি আছে, তেমনই আছে সীমাবদ্ধতা।
ঐশী জানান, এ জীবনটা আনন্দের, উপভোগ্যেরও। তবে মাঝেমধ্যে লজ্জায়ও পড়েন তিনি।
ঐশী বলেন,
‘আগের ঐশীকে তো সবাই চিনত না। এখন সবাই চেনে। একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। অনেকেই যখন আমার সঙ্গে ছবি তুলতে চায়, আনন্দ লাগে। তবে মাঝেমধ্যে যখন বেশি করে কাজের প্রশংসা করেন, তখন লজ্জা লাগে।’
ঢাকা: ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর ছোট পর্দায় অভিনয়ের অনেক প্রস্তাব পান জান্নাতুল ফেরদৌস ঐশী। কিন্তু ফিরিয়ে দেন সেসব প্রস্তাব। অপেক্ষা করতে থাকেন উপযুক্ত গল্প, কাঙ্ক্ষিত চিত্রনাট্য আর মনের মতো একটা সিনেমার জন্য। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়ে যান।
একটা–দুটো নয়, পরপর তিনটি ছবিতে অভিনয় করছেন তিনি। ২০২০ সালে এই ছবিগুলো মুক্তি পাবে, পর্দায় অভিষেক হবে নায়িকা ঐশীর। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
অনেক দিন হলো প্রথম ছবি মিশন এক্সট্রিম-এর কাজ শেষ। গত বছর মুক্তির কথা ছিল। এরপর শুটিং শেষ করেন ‘আদম’ ও ‘রাতজাগা ফুল’ নামের দুটি সিনেমায়। এই তিন সিনেমা ঐশীর দুই বছরের অপেক্ষার ফসল। তিন ছবি তিন ভিন্ন রূপে দেখা যাবে ঐশীকে। তিনটি ছবিতে তিন ধরনের চরিত্রে পরীক্ষা দিতে হয়েছে।
সিনেমার বাইরে ঐশী কাজ করেছেন কিছু বিজ্ঞাপনচিত্রে। এর বাইরে নাটক বা টেলিছবিতে অভিনয়ের আগ্রহ নেই ঐশীর। তবে ওয়েব সিরিজের প্রতি একটা আকর্ষণ আছে তাঁর। তিনি জানান- ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে ওয়েব সিরিজ করার ইচ্ছা তাঁর। এর মধ্যে দেশের বাইরে থেকে জনপ্রিয় এক তারকার বিপরীতে একটি ওয়েব প্রযোজনার কাজের প্রস্তাব এসেছে। কাজটি করার ইচ্ছাও আছে তাঁর।
ঐশী বলেন, ‘এখন তো দেশের, বলিউড, টালিউডের তারকারা ওয়েব সিরিজ করছেন। ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে আমিও ওয়েবের জন্য কাজ করতে চাই। দেশের বাইরে থেকে ওয়েব সিরিজের একটি কাজ এসেছিল। কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।’
করোনাকালীন শুটিং চলছে? ‘করোনার মধ্যে হিসাব করে কাজ করছি। আমি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত। সেগুলোর প্রমেশনাল কাজ ছাড়া আর তেমন কিছু করিনি। তা ছাড়া আমি এখন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্ট সায়েন্সে পড়ছি। নিয়মিত পরীক্ষা নিয়ে ব্যস্ত। অবসর খুব একটা পাই না।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগে ঐশীর কাজ ছিল পড়াশোনা আর ঘোরাঘুরি। কোনো দায়িত্ব ছিল না। পরিবার, স্বজন, বন্ধুবান্ধবের বাইরে আলাদা জগৎ ছিল না। কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর পাল্টে যায় তাঁর জীবন। পরিবারের গণ্ডি পেরিয়ে এখন ঐশী বিশ্বমঞ্চে বাংলাদেশের একজন প্রতিনিধি। জীবনে এখন যেমন খ্যাতি আছে, তেমনই আছে সীমাবদ্ধতা।
ঐশী জানান, এ জীবনটা আনন্দের, উপভোগ্যেরও। তবে মাঝেমধ্যে লজ্জায়ও পড়েন তিনি।
ঐশী বলেন,
‘আগের ঐশীকে তো সবাই চিনত না। এখন সবাই চেনে। একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। অনেকেই যখন আমার সঙ্গে ছবি তুলতে চায়, আনন্দ লাগে। তবে মাঝেমধ্যে যখন বেশি করে কাজের প্রশংসা করেন, তখন লজ্জা লাগে।’
ঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
২০ মিনিট আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
৩০ মিনিট আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
২ ঘণ্টা আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
৬ ঘণ্টা আগে