Ajker Patrika

বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেল শাহরুখের ‘ডানকি’, লায়ন সিনেমাসে চলছে প্রথম শো

বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেল শাহরুখের ‘ডানকি’, লায়ন সিনেমাসে চলছে প্রথম শো

অবশেষে আনকাট সেন্সর পেয়ে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে রাত ৯টা ৩০ মিনিট থেকে চলছে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে বাংলাদেশে আমদানি করেছে কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

কিবরিয়া ফিল্মসের কামাল কিবরিয়া লিপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আনকাট সেন্সর পেয়েছি। আজ রাতে লায়ন সিনেমাসে প্রথম প্রদর্শনী হচ্ছে। আগামীকাল থেকে দেশব্যাপী চলবে।’ 

‘ডানকি’তে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ।

লায়ন সিনেমাসে চলছে ’ডানকি’র প্রথম শো। ছবি: সংগৃহীত সিনেমাটিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। কাহিনি এগিয়েছে হার্ডি ও তাঁর চার বন্ধুকে কেন্দ্র করে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ। 

প্রসঙ্গত, চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় এসেছেন শাহরুখ। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এবার মুক্তি পেল ‘ডানকি’। প্রথম দুটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে দারুণভাবে। এবার দেখার পালা সিনেমাটি বক্স অফিসে কেমন দাপট দেখাতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত