সোহেল রানা এবং এ বি এম সুমনের পর ঢালিউডের নতুন মাসুদ রানা হচ্ছেন অনন্ত জলিল। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে ‘চিতা’। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। নায়িকার চরিত্রে থাকছেন তাঁর স্ত্রী অভিনেত্রী বর্ষা।
নিজেদের প্রযোজনা সংস্থার বাইরে এটি অনন্ত জলিলের তৃতীয় সিনেমা। গত বছর প্রথমবার মোহাম্মদ ইকবালের ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেন অনন্ত জলিল ও বর্ষা। এর বাইরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় করছেন অনন্ত।
গতকাল ঢাকা ক্লাবে চিতা সিনেমার মহরত অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া নতুন মাসুদ রানাকে। অনন্ত-বর্ষা ছাড়া এতে আরও অভিনয় করবেন আলিশা ইসলাম, সাঞ্জু জন, নাদের চৌধুরী প্রমুখ। বাংলাদেশি অভিনয়শিল্পীর পাশাপাশি হলিউডের বিভিন্ন শিল্পীকেও দেখা যাবে চিতায়। জাজ মাল্টিমিডিয়ার ৫০তম সিনেমা চিতা পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের রাজীব কুমার বিশ্বাস। এটি রাজীব কুমারের দ্বিতীয় বাংলাদেশি সিনেমা। গত ডিসেম্বরে তিনি শুরু করেছেন অপারেশন জ্যাকপট সিনেমার কাজ।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা আমাদের দেশের সম্পদ। এই সিরিজের গল্প পর্দায় ফুটিয়ে তোলা আমাদের দায়িত্ব। এর আগে আমরা “এম আর নাইন” সিনেমায় সেই কাজটি করে দেখিয়েছি।’
এ বছর মোট ছয়টি সিনেমার শুটিং শেষ করবেন বলে জানান আব্দুল আজিজ। এ ছাড়া হলিউডের সঙ্গে যৌথভাবে আরও সাতটি সিনেমার চুক্তি হয়েছে বলেও জানান তিনি।
কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ চরিত্রটি নিয়ে বাংলাদেশে প্রথম সিনেমা হয়েছিল সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ অবলম্বনে। পর্দায় মাসুদ রানা হিসেবে অভিনয় করেন সোহেল রানা। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৪ সালে। এর ৪৯ বছর পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় গত বছর মুক্তি পায় ‘এম আর নাইন: ডু অর ডাই’। এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেন এ বি এম সুমন। পরিচালনা করেন হলিউডের আসিফ আকবর।
সোহেল রানা এবং এ বি এম সুমনের পর ঢালিউডের নতুন মাসুদ রানা হচ্ছেন অনন্ত জলিল। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে ‘চিতা’। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। নায়িকার চরিত্রে থাকছেন তাঁর স্ত্রী অভিনেত্রী বর্ষা।
নিজেদের প্রযোজনা সংস্থার বাইরে এটি অনন্ত জলিলের তৃতীয় সিনেমা। গত বছর প্রথমবার মোহাম্মদ ইকবালের ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেন অনন্ত জলিল ও বর্ষা। এর বাইরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় করছেন অনন্ত।
গতকাল ঢাকা ক্লাবে চিতা সিনেমার মহরত অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া নতুন মাসুদ রানাকে। অনন্ত-বর্ষা ছাড়া এতে আরও অভিনয় করবেন আলিশা ইসলাম, সাঞ্জু জন, নাদের চৌধুরী প্রমুখ। বাংলাদেশি অভিনয়শিল্পীর পাশাপাশি হলিউডের বিভিন্ন শিল্পীকেও দেখা যাবে চিতায়। জাজ মাল্টিমিডিয়ার ৫০তম সিনেমা চিতা পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের রাজীব কুমার বিশ্বাস। এটি রাজীব কুমারের দ্বিতীয় বাংলাদেশি সিনেমা। গত ডিসেম্বরে তিনি শুরু করেছেন অপারেশন জ্যাকপট সিনেমার কাজ।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা আমাদের দেশের সম্পদ। এই সিরিজের গল্প পর্দায় ফুটিয়ে তোলা আমাদের দায়িত্ব। এর আগে আমরা “এম আর নাইন” সিনেমায় সেই কাজটি করে দেখিয়েছি।’
এ বছর মোট ছয়টি সিনেমার শুটিং শেষ করবেন বলে জানান আব্দুল আজিজ। এ ছাড়া হলিউডের সঙ্গে যৌথভাবে আরও সাতটি সিনেমার চুক্তি হয়েছে বলেও জানান তিনি।
কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ চরিত্রটি নিয়ে বাংলাদেশে প্রথম সিনেমা হয়েছিল সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ অবলম্বনে। পর্দায় মাসুদ রানা হিসেবে অভিনয় করেন সোহেল রানা। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৪ সালে। এর ৪৯ বছর পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় গত বছর মুক্তি পায় ‘এম আর নাইন: ডু অর ডাই’। এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেন এ বি এম সুমন। পরিচালনা করেন হলিউডের আসিফ আকবর।
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
১ দিন আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
১ দিন আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
১ দিন আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
১ দিন আগে