Ajker Patrika

জয়ার আরও এক সিনেমা মুক্তির ঘোষণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায় ও কুসুম চরিত্রে জয়া আহসান। ছবি: সংগৃহীত
‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায় ও কুসুম চরিত্রে জয়া আহসান। ছবি: সংগৃহীত

সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটছে জয়া আহসানের। কখনো দেশের প্রেক্ষাগৃহে ঘুরছেন, কখনো কলকাতায়। একেবারে দম ফেলারও সুযোগ নেই যেন! গত মাসে কোরবানির ঈদ উপলক্ষে দেশে মুক্তি পেয়েছে তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। সেই রেশ না কাটতেই ডাক পড়েছে পশ্চিমবঙ্গে। ১৮ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরীর এই সিনেমা মুক্তির আগেই এল জয়ার আরও এক টালিউড সিনেমার মুক্তির ঘোষণা। আগামী ১ আগস্ট আলোর মুখ দেখছে ‘পুতুলনাচের ইতিকথা’।

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। পুতুলনাচের ইতিকথা উপন্যাসের ৯০ বছর পূর্তি উপলক্ষে শশী, কুসুম ও কুমুদের জীবন এবার উঠে আসবে বড় পর্দায়।

বাবা অরুণ মুখোপাধ্যায়কে পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি মঞ্চে নাট্যরূপ দিতে দেখেছিলেন সুমন মুখোপাধ্যায়। তাই মনে মনে স্বপ্ন দেখতেন, একদিন তিনিও এই কালজয়ী উপন্যাস নিয়ে কাজ করবেন। গত রোববার সোশ্যাল মিডিয়ায় সিনেমা মুক্তির খবর জানিয়ে নির্মাতা জানান, সেই স্বপ্নের দিকে যাত্রার শুরুটা হয়েছিল ২০০৮ সালে। অবশেষে ১৭ বছর পর তাঁর সেই চেষ্টা সার্থক হচ্ছে।

ফেসবুকে সুমন মুখোপাধ্যায় লেখেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিকভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫ সালে। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের সিনেমা। এটা বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে, কিন্তু নানা কারণে আটকে গেছে। ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি, তখন হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার চাগিয়ে তুলল—“... হতাশ আর ভগ্নোদ্যম সেই সব মানুষ পুতুলের যান্ত্রিক জীবনের অপরূপ কাহিনী পুতুলনাচের ইতিকথা।” মনে হলো এ তো আমাদের সময়ের কথা। আবার উঠেপড়ে লাগলাম।’ নানা জটিলতা পেরিয়ে ২০২২ সালে পুতুলনাচের ইতিকথা সিনেমার শুটিং শুরু করেন সুমন। তিন বছর পর এবার মুক্তির পালা। এর আগে গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়।

ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।

অন্যদিকে প্রচার ব্যস্ততার মাঝেই জয়া আহসান সম্প্রতি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এটি দুই বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিকুয়েল। এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। চলতি বছরেই সিনেমাটির মুক্তির সম্ভাবনা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত