২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হক। হত্যার আগমুহূর্তে মেয়ের সঙ্গে একরামুল হকের একটি ফোনালাপ ফাঁস হয়। সেখানে শোনা যায়, ফোনের এক প্রান্ত থেকে মেয়ে বলছে, ‘আব্বু, তুমি কান্না করতেছ যে...’। ঠিক ওই সময় ফোনের অপর প্রান্ত থেকে শোনা যায় গুলির শব্দ এবং সঙ্গে একজনের চিৎকারের আওয়াজ।
সেই ফোনালাপ ফিরে এসেছে রায়হান রাফীর ‘আমলনামা’ ওয়েব ফিল্মে। নির্মাতা কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও একরামুল হকের ঘটনা থেকে আমলনামা নির্মিত হয়েছে বলে মন্তব্য করছেন অনেকে। বিভিন্ন সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এতে বিব্রত একরামুল হকের পরিবার।
ফোনালাপের মিল থাকলেও একরামুলের জীবনের সঙ্গে মিল নেই আমলনামার গল্পের। সিনেমার গল্প এগিয়েছে হাসান নামের এক ব্যক্তিকে ঘিরে। স্ত্রী-সন্তানের কথা ভেবে মাদক কারবার থেকে সরে আসে হাসান। নতুন করে শুরু করে ব্যবসা। এক মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় হাসানকে। পুলিশ কর্মকর্তা ইমরান জামান আগে থেকে জানে, দুই বছর আগে মাদকের কারবার ছেড়েছে হাসান। তবু তাকে মাদকের সঙ্গে জড়িত লোকদের ধরিয়ে দিতে বলে। সারা দিন তাকে নিয়ে মাদকবিরোধী অভিযানে নামে।
শেষ রাতে হাসান বুঝতে পারে, তাকে ক্রসফায়ারে দেওয়া হবে। সেই সময়ে পুলিশ কর্মকর্তাকে অনুরোধ করে বাড়িতে ফোন দেয় হাসান। কথা বলে তার মেয়ের সঙ্গে। একসময় কাঁদতে থাকে হাসান। তার মেয়ে জিজ্ঞেস করে, ‘বাবা, তুমি কাঁদতেছ কেন?’ এরপর ফোন চলাকালে গুলি করে হত্যা করা হয় হাসানকে।
আমলনামা মুক্তির পর থেকে সামাজিকভাবে হেয় হচ্ছেন বলে জানান একরামুলের স্ত্রী আয়েশা বেগম। আজ রোববার ফেসবুকে আয়েশা বেগম লেখেন, ‘পরিচালক রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটির কোনো সত্যি ঘটনার সঙ্গে মিল নেই। অথচ এই মুভি দেখে অনেকেই আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ করছেন। রায়হান রাফী যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এ ছাড়া মুভিটি একরামুল হকের আসল ঘটনার সঙ্গে কোনো মিল নেই, এই কথাটা সবার সামনে বলার জন্য রায়হান রাফীকে অনুরোধ করছি।’
আয়েশা বেগমের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাফী। ফেসবুকে এই নির্মাতা লেখেন, ‘আমলনামা কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি। আমলনামা অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই সিনেমা।’
২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হক। হত্যার আগমুহূর্তে মেয়ের সঙ্গে একরামুল হকের একটি ফোনালাপ ফাঁস হয়। সেখানে শোনা যায়, ফোনের এক প্রান্ত থেকে মেয়ে বলছে, ‘আব্বু, তুমি কান্না করতেছ যে...’। ঠিক ওই সময় ফোনের অপর প্রান্ত থেকে শোনা যায় গুলির শব্দ এবং সঙ্গে একজনের চিৎকারের আওয়াজ।
সেই ফোনালাপ ফিরে এসেছে রায়হান রাফীর ‘আমলনামা’ ওয়েব ফিল্মে। নির্মাতা কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও একরামুল হকের ঘটনা থেকে আমলনামা নির্মিত হয়েছে বলে মন্তব্য করছেন অনেকে। বিভিন্ন সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এতে বিব্রত একরামুল হকের পরিবার।
ফোনালাপের মিল থাকলেও একরামুলের জীবনের সঙ্গে মিল নেই আমলনামার গল্পের। সিনেমার গল্প এগিয়েছে হাসান নামের এক ব্যক্তিকে ঘিরে। স্ত্রী-সন্তানের কথা ভেবে মাদক কারবার থেকে সরে আসে হাসান। নতুন করে শুরু করে ব্যবসা। এক মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় হাসানকে। পুলিশ কর্মকর্তা ইমরান জামান আগে থেকে জানে, দুই বছর আগে মাদকের কারবার ছেড়েছে হাসান। তবু তাকে মাদকের সঙ্গে জড়িত লোকদের ধরিয়ে দিতে বলে। সারা দিন তাকে নিয়ে মাদকবিরোধী অভিযানে নামে।
শেষ রাতে হাসান বুঝতে পারে, তাকে ক্রসফায়ারে দেওয়া হবে। সেই সময়ে পুলিশ কর্মকর্তাকে অনুরোধ করে বাড়িতে ফোন দেয় হাসান। কথা বলে তার মেয়ের সঙ্গে। একসময় কাঁদতে থাকে হাসান। তার মেয়ে জিজ্ঞেস করে, ‘বাবা, তুমি কাঁদতেছ কেন?’ এরপর ফোন চলাকালে গুলি করে হত্যা করা হয় হাসানকে।
আমলনামা মুক্তির পর থেকে সামাজিকভাবে হেয় হচ্ছেন বলে জানান একরামুলের স্ত্রী আয়েশা বেগম। আজ রোববার ফেসবুকে আয়েশা বেগম লেখেন, ‘পরিচালক রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটির কোনো সত্যি ঘটনার সঙ্গে মিল নেই। অথচ এই মুভি দেখে অনেকেই আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ করছেন। রায়হান রাফী যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এ ছাড়া মুভিটি একরামুল হকের আসল ঘটনার সঙ্গে কোনো মিল নেই, এই কথাটা সবার সামনে বলার জন্য রায়হান রাফীকে অনুরোধ করছি।’
আয়েশা বেগমের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাফী। ফেসবুকে এই নির্মাতা লেখেন, ‘আমলনামা কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি। আমলনামা অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই সিনেমা।’
নাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
১ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১২ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১২ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১২ ঘণ্টা আগে