গত বছর মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’–এর টিজার। দুষ্টু-মিষ্টি প্রেমে ভরপুর টিজারটি শুরু থেকেই আলোচনার কেন্দ্রে। এবার প্রকাশ পেয়েছে প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার। টি–সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পর তিন ঘণ্টায় ৪২ লাখের বেশিবার দেখা হয়েছে ট্রেলারটি।
সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। পরিচালক লাভ রঞ্জনের সিনেমাটি রোমান্টিক–কমেডি ঘরানার। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারে রণবীর কাপুরকে লেডি কিলার হিসেবেই দেখানো হয়েছে। ট্রেলারে রণবীর–শ্রদ্ধাকে কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে। বেশ কয়েকবার শ্রদ্ধা কাপুরের ঠোঁটে ঠোঁট রেখেছেন রণবীর কাপুর।
‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রাখছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। ভক্তরা ট্রেলারটি দেখে একে পরিচালক লাভ রঞ্জনের ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতোই রোমান্টিক কমেডি বলে ধারণা করছেন।
রণবীর কাপুরের এই সিনেমা সম্ভবত তাঁর জীবনের শেষ রোমান্টিক-কমেডি হতে যাচ্ছে। গত ৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে এক কথোপকথনে এমনটাই জানিয়েছিলেন তিনি। রণবীর তখন জানিয়েছিলেন, তাঁর মনে হচ্ছে, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। এই ঘরানার ছবিতে নিজেকে আর উপযুক্ত মনে করছেন না!
২০১৯ সালে রণবীর ও শ্রদ্ধার এই ছবির ঘোষণা আসে। কিন্তু তখন ছবির নাম ঠিক হয়নি। পরে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ নামটি বেছে নেওয়া হয়। ২০২১ সালের ৮ জানুয়ারি গাজিয়াবাদে ছবির শুটিং শুরু হয়। এরপর দিল্লি, মুম্বাইয়ে শুটিংয়ের কাজ হয়। স্পেন ও মরিশাসেও ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির শুটিং হয়েছে।
মাঝে বিপত্তির খবর শোনা গিয়েছিল। পারিশ্রমিক না পাওয়ায় নাকি বিক্ষোভ দেখিয়েছিলেন ছবির কলাকুশলীরা। যদিও এই অভিযোগ নাকচ করে দেন পরিচালক লাভ রঞ্জন।
আগামী ৮ মার্চ অর্থাৎ হোলির দিন মুক্তি পাচ্ছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমা হলে মুক্তির পালা শেষ হওয়ার বেশ কিছুদিন পরে নেটফ্লিক্সেও দেখা যাবে ছবিটি।
গত বছর মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’–এর টিজার। দুষ্টু-মিষ্টি প্রেমে ভরপুর টিজারটি শুরু থেকেই আলোচনার কেন্দ্রে। এবার প্রকাশ পেয়েছে প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার। টি–সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পর তিন ঘণ্টায় ৪২ লাখের বেশিবার দেখা হয়েছে ট্রেলারটি।
সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। পরিচালক লাভ রঞ্জনের সিনেমাটি রোমান্টিক–কমেডি ঘরানার। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারে রণবীর কাপুরকে লেডি কিলার হিসেবেই দেখানো হয়েছে। ট্রেলারে রণবীর–শ্রদ্ধাকে কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে। বেশ কয়েকবার শ্রদ্ধা কাপুরের ঠোঁটে ঠোঁট রেখেছেন রণবীর কাপুর।
‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রাখছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। ভক্তরা ট্রেলারটি দেখে একে পরিচালক লাভ রঞ্জনের ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতোই রোমান্টিক কমেডি বলে ধারণা করছেন।
রণবীর কাপুরের এই সিনেমা সম্ভবত তাঁর জীবনের শেষ রোমান্টিক-কমেডি হতে যাচ্ছে। গত ৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে এক কথোপকথনে এমনটাই জানিয়েছিলেন তিনি। রণবীর তখন জানিয়েছিলেন, তাঁর মনে হচ্ছে, তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। এই ঘরানার ছবিতে নিজেকে আর উপযুক্ত মনে করছেন না!
২০১৯ সালে রণবীর ও শ্রদ্ধার এই ছবির ঘোষণা আসে। কিন্তু তখন ছবির নাম ঠিক হয়নি। পরে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ নামটি বেছে নেওয়া হয়। ২০২১ সালের ৮ জানুয়ারি গাজিয়াবাদে ছবির শুটিং শুরু হয়। এরপর দিল্লি, মুম্বাইয়ে শুটিংয়ের কাজ হয়। স্পেন ও মরিশাসেও ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির শুটিং হয়েছে।
মাঝে বিপত্তির খবর শোনা গিয়েছিল। পারিশ্রমিক না পাওয়ায় নাকি বিক্ষোভ দেখিয়েছিলেন ছবির কলাকুশলীরা। যদিও এই অভিযোগ নাকচ করে দেন পরিচালক লাভ রঞ্জন।
আগামী ৮ মার্চ অর্থাৎ হোলির দিন মুক্তি পাচ্ছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমা হলে মুক্তির পালা শেষ হওয়ার বেশ কিছুদিন পরে নেটফ্লিক্সেও দেখা যাবে ছবিটি।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১৮ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১৮ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১৮ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১৮ ঘণ্টা আগে