তারকা মা-বাবার সন্তানেরাও যেন তারকা হয়ে ওঠেন অনিবার্যভাবে। মা–বাবার সঙ্গে সঙ্গে তাঁদের পিছু পিছুও ঘোরে ক্যামেরা। তারকা মা–বাবার সন্তানেরা যা–ই করেন, তা–ই হয়ে যায় সংবাদের শিরোনাম। আর তাই অনেকের চেয়ে সহজেই বলিউডে জায়গা করে নেন তাঁরা। এই বছরও একঝাঁক স্টারকিডের দেখা মিলবে বলিউডে।
গত কয়েক মাসে কয়েকজন তারকা-সন্তান বিভিন্ন সিনেমা ও সিরিজে নাম লিখিয়েছেন। এর মধ্যে জয়া আখতারের হাত ধরে বলিউডে পা রাখছেন শাহরুখের কন্যা সুহানা। কয়েক দিন ধরে এমন খবরেই সয়লাব হয়ে গেছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। কমিক গল্প ‘আর্চি’কে পর্দায় রূপ দিতে চান জয়া আখতার। যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুহানা। তবে শোনা যাচ্ছে, সুহানা ছাড়াও আরও দুজনের অভিষেক ঘটবে এই সিরিজে। সেই তালিকায় নাম এসেছে শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। এই সিরিজে অভিনয় করার কথা ছিল সাইফ আলী খান-অমৃতার ছেলে ইব্রাহিমেরও। কিন্তু ইব্রাহিম আলী খান পর্দার সামনে নয়, পর্দার পেছনেই আপাতত কাজ করতে ইচ্ছুক। করণ জোহরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে সহপরিচালক হিসেবে কাজ করছেন তিনি।
অন্যদিকে সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে সানায়া কাপুরের অভিষেক হচ্ছে করণ জোহরের হাত ধরে। জুলাই মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা যায়। তবে সানায়ার বিপরীতে নায়ক কে, বা ছবির নাম কী, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
আদিত্য চোপড়ার হাত ধরে যশরাজ ফিল্মসের একটি ছবিতে অভিষিক্ত হচ্ছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান পান্ডে। রাজ কাপুরের নাতি, কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুরের অভিষেক হচ্ছে ‘ফারাজ’ ছবি দিয়ে।
মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তী বলিউডে অভিষেক করতে চলেছেন, এ আর নতুন খবর নয়। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’ ছবিতে এ বছরই দেখা যাবে তাঁকে। বলিউডে অভিষেক হচ্ছে সুনীল শেঠির ছেলে আহানেরও। সাজিদ নারিয়েদওয়ালার নতুন ছবি ‘তাড়াপ’-এ তাঁরা সুতারিয়ার সঙ্গে জুটি বেঁধে প্রথম কাজ করছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার তেলুগু ছবি ‘আর এক্স’ ছবির হিন্দি রিমেক এ ছবি।
জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী শ্বেতা তেওয়ারির মেয়ে পলকের অভিষেক হচ্ছে ‘রোজি’ ছবির মাধ্যমে। এ ছবিটি প্রযোজনা করছেন বিবেক ওবেরয়।
সানি দেওলের বড় ছেলে করণের আগেই অভিষেক হয়েছে। এ বছর অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর ছোট ছেলে রাজবীর দেওলের। ববি দেওলের ছেলে আর্যমানকে নিয়ে বলিউডে অনেক দিন ধরে আলোচনা চলছে। শিগগির তাঁকেও দেখা যেতে পারে বলিউডে।
বলিউডের অনেক তারকা-সন্তানই আজ স্বপ্রতিভায় প্রতিষ্ঠিত। উত্তরসূরি হয়ে কখনো ছাড়িয়ে গেছেন পিতা-মাতার অবস্থান। এতটাই যে পিতা-মাতার পরিচয়ের আগে সন্তানের নাম চলে আসে! বলা হয়, ‘তিনি সালমান, আমির, অজয়, হৃতিক কিংবা কারিশমার বাবা’ অথবা ‘কাজল, টুইঙ্কেল, শ্রদ্ধা, শ্রুতি কিংবা আলিয়ার মা’।
আবার বর্তমানের অনেক তারকা বাবা-মাকে ছাড়িয়ে নিজের পরিচয়ে এখনো থিতু হতে পারেননি। মাথার ওপর এখনো আলো ছড়াচ্ছেন তাঁদের তারকা বাবা-মা। অভিষেক, বরুণ, সোনম ও সোনাক্ষির এখনো প্রচ্ছন্নভাবে পাশে থাকেন বাবা-মা।
তারকা মা-বাবার সন্তানেরাও যেন তারকা হয়ে ওঠেন অনিবার্যভাবে। মা–বাবার সঙ্গে সঙ্গে তাঁদের পিছু পিছুও ঘোরে ক্যামেরা। তারকা মা–বাবার সন্তানেরা যা–ই করেন, তা–ই হয়ে যায় সংবাদের শিরোনাম। আর তাই অনেকের চেয়ে সহজেই বলিউডে জায়গা করে নেন তাঁরা। এই বছরও একঝাঁক স্টারকিডের দেখা মিলবে বলিউডে।
গত কয়েক মাসে কয়েকজন তারকা-সন্তান বিভিন্ন সিনেমা ও সিরিজে নাম লিখিয়েছেন। এর মধ্যে জয়া আখতারের হাত ধরে বলিউডে পা রাখছেন শাহরুখের কন্যা সুহানা। কয়েক দিন ধরে এমন খবরেই সয়লাব হয়ে গেছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। কমিক গল্প ‘আর্চি’কে পর্দায় রূপ দিতে চান জয়া আখতার। যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুহানা। তবে শোনা যাচ্ছে, সুহানা ছাড়াও আরও দুজনের অভিষেক ঘটবে এই সিরিজে। সেই তালিকায় নাম এসেছে শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। এই সিরিজে অভিনয় করার কথা ছিল সাইফ আলী খান-অমৃতার ছেলে ইব্রাহিমেরও। কিন্তু ইব্রাহিম আলী খান পর্দার সামনে নয়, পর্দার পেছনেই আপাতত কাজ করতে ইচ্ছুক। করণ জোহরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে সহপরিচালক হিসেবে কাজ করছেন তিনি।
অন্যদিকে সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে সানায়া কাপুরের অভিষেক হচ্ছে করণ জোহরের হাত ধরে। জুলাই মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা যায়। তবে সানায়ার বিপরীতে নায়ক কে, বা ছবির নাম কী, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
আদিত্য চোপড়ার হাত ধরে যশরাজ ফিল্মসের একটি ছবিতে অভিষিক্ত হচ্ছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান পান্ডে। রাজ কাপুরের নাতি, কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুরের অভিষেক হচ্ছে ‘ফারাজ’ ছবি দিয়ে।
মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তী বলিউডে অভিষেক করতে চলেছেন, এ আর নতুন খবর নয়। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’ ছবিতে এ বছরই দেখা যাবে তাঁকে। বলিউডে অভিষেক হচ্ছে সুনীল শেঠির ছেলে আহানেরও। সাজিদ নারিয়েদওয়ালার নতুন ছবি ‘তাড়াপ’-এ তাঁরা সুতারিয়ার সঙ্গে জুটি বেঁধে প্রথম কাজ করছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার তেলুগু ছবি ‘আর এক্স’ ছবির হিন্দি রিমেক এ ছবি।
জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী শ্বেতা তেওয়ারির মেয়ে পলকের অভিষেক হচ্ছে ‘রোজি’ ছবির মাধ্যমে। এ ছবিটি প্রযোজনা করছেন বিবেক ওবেরয়।
সানি দেওলের বড় ছেলে করণের আগেই অভিষেক হয়েছে। এ বছর অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর ছোট ছেলে রাজবীর দেওলের। ববি দেওলের ছেলে আর্যমানকে নিয়ে বলিউডে অনেক দিন ধরে আলোচনা চলছে। শিগগির তাঁকেও দেখা যেতে পারে বলিউডে।
বলিউডের অনেক তারকা-সন্তানই আজ স্বপ্রতিভায় প্রতিষ্ঠিত। উত্তরসূরি হয়ে কখনো ছাড়িয়ে গেছেন পিতা-মাতার অবস্থান। এতটাই যে পিতা-মাতার পরিচয়ের আগে সন্তানের নাম চলে আসে! বলা হয়, ‘তিনি সালমান, আমির, অজয়, হৃতিক কিংবা কারিশমার বাবা’ অথবা ‘কাজল, টুইঙ্কেল, শ্রদ্ধা, শ্রুতি কিংবা আলিয়ার মা’।
আবার বর্তমানের অনেক তারকা বাবা-মাকে ছাড়িয়ে নিজের পরিচয়ে এখনো থিতু হতে পারেননি। মাথার ওপর এখনো আলো ছড়াচ্ছেন তাঁদের তারকা বাবা-মা। অভিষেক, বরুণ, সোনম ও সোনাক্ষির এখনো প্রচ্ছন্নভাবে পাশে থাকেন বাবা-মা।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে