বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে একলব্য সিংয়ের অভিযোগ, অভিনেত্রী তাপসী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে বড় গলার পোশাক দেখা যায় তাপসীকে। তখন তার আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস। এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফ্যাশন শোয়ের ছবি-ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে।’
এই ছবি ও ভিডিওতে অভিনেত্রীর গলায় দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস দেখা যায়। এই ছবি ও ভিডিও দেখেই নেটিজনদের একটি অংশ আপত্তি তুলেছেন। সেই পরিপ্রেক্ষিতেই সনাতন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা করেছেন বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড়।
গত সোমবার হিন্দু রক্ষক সংগঠন অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলাটি দায়ের করে। অভিযোগকারী একলব্য সিং গৌড়ে জানান, খোলামেলা পোশাক পরে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ঝুলিতে রয়েছে ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’র মতো একাধিক সফল ছবি আছে। ‘মনমর্জিয়া’, ‘সান্ড কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’সহ আরও অনেক ছবিতেও নজর কেড়েছেন তিনি। সামনে তাঁকে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। এই প্রথম বলিউড বাদশার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে একলব্য সিংয়ের অভিযোগ, অভিনেত্রী তাপসী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে বড় গলার পোশাক দেখা যায় তাপসীকে। তখন তার আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস। এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফ্যাশন শোয়ের ছবি-ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে।’
এই ছবি ও ভিডিওতে অভিনেত্রীর গলায় দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস দেখা যায়। এই ছবি ও ভিডিও দেখেই নেটিজনদের একটি অংশ আপত্তি তুলেছেন। সেই পরিপ্রেক্ষিতেই সনাতন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে তাপসী পান্নুর বিরুদ্ধে মামলা করেছেন বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড়।
গত সোমবার হিন্দু রক্ষক সংগঠন অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলাটি দায়ের করে। অভিযোগকারী একলব্য সিং গৌড়ে জানান, খোলামেলা পোশাক পরে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
তাপসী পান্নুর ঝুলিতে রয়েছে ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’র মতো একাধিক সফল ছবি আছে। ‘মনমর্জিয়া’, ‘সান্ড কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’সহ আরও অনেক ছবিতেও নজর কেড়েছেন তিনি। সামনে তাঁকে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। এই প্রথম বলিউড বাদশার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগরবাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৪ মিনিট আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৫ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৫ ঘণ্টা আগে