বক্স অফিসে রাজ করার পর আগামী ১৮ জুন ছোট পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এর আগেই কিং খানের বাড়ির সামনে ভক্তরা করে বসলেন এক রেকর্ড। প্রায় ৩০০ জন ভক্ত মিলে দুই হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোজ দেন। সবচেয়ে বেশিসংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনো সুপারস্টারের পোজ পারফর্ম করার গিনেস রেকর্ড গড়েন তাঁরা। এ সময়ে ভক্তদের অভিনন্দন জানাতে সবাইকে চমকে দিয়ে শাহরুখ তাঁর বাড়ি মান্নাতের ছাদে ওঠেন।
সাধারণত বিভিন্ন উৎসব কিংবা জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ। তবে এবার তাঁর দাঁড়ানোটা একদম হঠাৎ করেই। অপ্রত্যাশিত সময়ে তখন শাহরুখকে পেয়ে ভক্তদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
এদিন শাহরুখের পরনে ছিল তাঁর ছেলে আরিয়ানের ব্র্যান্ডের একটি সাদা হুডি ও নীল জিনস। তিনি আসেন, দাঁড়ান এবং নিমেষেই ভক্তদের মন জয় করেন। এমনকি তিনি নিজেও তাঁদের উৎসাহ দিতে ‘ঝুমে জো পাঠান’ গানটিতে নাচ করেন। সেটা দেখেই আনন্দ, চিৎকার, উল্লাসে ফেটে পড়েন ভক্তরা।
উল্লেখ্য, ১৮ জুন স্টার গোল্ডে ‘পাঠান’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এই ঘোষণার পরই ভক্তরা ঠিক করেন যে এই রেকর্ড ভাঙা ছবিটির টিভি প্রিমিয়ার হওয়ার আগে তাঁরা এমন কিছু করবেন, যা স্মরণীয় হয়ে থাকে। সে জন্যই তারা শাহরুখের বাড়ির সামনে জড়ো হন এবং সেই পোজ দিয়ে রেকর্ড গড়েন।
বক্স অফিসে রাজ করার পর আগামী ১৮ জুন ছোট পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এর আগেই কিং খানের বাড়ির সামনে ভক্তরা করে বসলেন এক রেকর্ড। প্রায় ৩০০ জন ভক্ত মিলে দুই হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোজ দেন। সবচেয়ে বেশিসংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনো সুপারস্টারের পোজ পারফর্ম করার গিনেস রেকর্ড গড়েন তাঁরা। এ সময়ে ভক্তদের অভিনন্দন জানাতে সবাইকে চমকে দিয়ে শাহরুখ তাঁর বাড়ি মান্নাতের ছাদে ওঠেন।
সাধারণত বিভিন্ন উৎসব কিংবা জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ। তবে এবার তাঁর দাঁড়ানোটা একদম হঠাৎ করেই। অপ্রত্যাশিত সময়ে তখন শাহরুখকে পেয়ে ভক্তদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
এদিন শাহরুখের পরনে ছিল তাঁর ছেলে আরিয়ানের ব্র্যান্ডের একটি সাদা হুডি ও নীল জিনস। তিনি আসেন, দাঁড়ান এবং নিমেষেই ভক্তদের মন জয় করেন। এমনকি তিনি নিজেও তাঁদের উৎসাহ দিতে ‘ঝুমে জো পাঠান’ গানটিতে নাচ করেন। সেটা দেখেই আনন্দ, চিৎকার, উল্লাসে ফেটে পড়েন ভক্তরা।
উল্লেখ্য, ১৮ জুন স্টার গোল্ডে ‘পাঠান’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এই ঘোষণার পরই ভক্তরা ঠিক করেন যে এই রেকর্ড ভাঙা ছবিটির টিভি প্রিমিয়ার হওয়ার আগে তাঁরা এমন কিছু করবেন, যা স্মরণীয় হয়ে থাকে। সে জন্যই তারা শাহরুখের বাড়ির সামনে জড়ো হন এবং সেই পোজ দিয়ে রেকর্ড গড়েন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে