লম্বা বিরতির পর ফের কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সদ্যই শেষ করেছেন সিনেমাটির শুটিং। শুটিং শেষ হতেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে জানালেন এটা তাঁর ক্যারিয়ারের সব থেকে কঠিনতম সময়। ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের।
এদিন প্রীতি জিনতা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার চিত্রনাট্যের ঝলক। তার পরই ফুটে ওঠে এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর কেক কাটার মুহূর্তের ছবি। এদিন অভিনেত্রীকে সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে একটি ফুলের তোড়াও দেখা গেছে।
এই ভিডিও পোস্ট করার পাশাপাশি একটি আবেগঘন পোস্টও লেখেন প্রীতি। তিনি তাঁর পোস্টে এদিন লিখেছেন, ‘শেষ হলো লাহোর ১৯৪৭ সিনেমার শুটিং। আমি সিনেমার পুরো কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ, এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবার সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি আপনারা বেশ উপভোগ করবেন, ঠিক যতটা আমরা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সব থেকে কঠিনতম সিনেমা।’
তিনি এদিন আরও লিখেছেন, ‘সবার কঠোর পরিশ্রমের জন্য একেবারে ফুল মার্কস। রাজজি, আমির, সানি, শাবানাজি, সন্তোষ শিভান, এ আর রহমানকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
‘লাহোর ১৯৪৭’-এর পর আবারও প্রীতি জিনতাকে বড় পর্দায় দেখা যাবে। এতে তাঁকে সানি দেওলের বিপরীতে দেখা যাবে। আমির খানের প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে এর ঘোষণা এসেছিল। এখানে সানি, প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল প্রমুখ।
লম্বা বিরতির পর ফের কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সদ্যই শেষ করেছেন সিনেমাটির শুটিং। শুটিং শেষ হতেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে জানালেন এটা তাঁর ক্যারিয়ারের সব থেকে কঠিনতম সময়। ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের।
এদিন প্রীতি জিনতা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার চিত্রনাট্যের ঝলক। তার পরই ফুটে ওঠে এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর কেক কাটার মুহূর্তের ছবি। এদিন অভিনেত্রীকে সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে একটি ফুলের তোড়াও দেখা গেছে।
এই ভিডিও পোস্ট করার পাশাপাশি একটি আবেগঘন পোস্টও লেখেন প্রীতি। তিনি তাঁর পোস্টে এদিন লিখেছেন, ‘শেষ হলো লাহোর ১৯৪৭ সিনেমার শুটিং। আমি সিনেমার পুরো কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ, এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবার সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি আপনারা বেশ উপভোগ করবেন, ঠিক যতটা আমরা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সব থেকে কঠিনতম সিনেমা।’
তিনি এদিন আরও লিখেছেন, ‘সবার কঠোর পরিশ্রমের জন্য একেবারে ফুল মার্কস। রাজজি, আমির, সানি, শাবানাজি, সন্তোষ শিভান, এ আর রহমানকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
‘লাহোর ১৯৪৭’-এর পর আবারও প্রীতি জিনতাকে বড় পর্দায় দেখা যাবে। এতে তাঁকে সানি দেওলের বিপরীতে দেখা যাবে। আমির খানের প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে এর ঘোষণা এসেছিল। এখানে সানি, প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল প্রমুখ।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে