Ajker Patrika

জীবনের সবচেয়ে কঠিন সিনেমার নাম জানালেন প্রীতি

বিনোদন ডেস্ক
আপডেট : ০২ জুন ২০২৪, ১৩: ৫৫
জীবনের সবচেয়ে কঠিন সিনেমার নাম জানালেন প্রীতি

লম্বা বিরতির পর ফের কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সদ্যই শেষ করেছেন সিনেমাটির শুটিং। শুটিং শেষ হতেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে জানালেন এটা তাঁর ক্যারিয়ারের সব থেকে কঠিনতম সময়। ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের।

এদিন প্রীতি জিনতা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার চিত্রনাট্যের ঝলক। তার পরই ফুটে ওঠে এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর কেক কাটার মুহূর্তের ছবি। এদিন অভিনেত্রীকে সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে একটি ফুলের তোড়াও দেখা গেছে।

এই ভিডিও পোস্ট করার পাশাপাশি একটি আবেগঘন পোস্টও লেখেন প্রীতি। তিনি তাঁর পোস্টে এদিন লিখেছেন, ‘শেষ হলো লাহোর ১৯৪৭ সিনেমার শুটিং। আমি সিনেমার পুরো কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ, এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবার সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি আপনারা বেশ উপভোগ করবেন, ঠিক যতটা আমরা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সব থেকে কঠিনতম সিনেমা।’

প্রীতি জিনতা। ছবি: ইনস্টাগ্রামতিনি এদিন আরও লিখেছেন, ‘সবার কঠোর পরিশ্রমের জন্য একেবারে ফুল মার্কস। রাজজি, আমির, সানি, শাবানাজি, সন্তোষ শিভান, এ আর রহমানকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

‘লাহোর ১৯৪৭’-এর পর আবারও প্রীতি জিনতাকে বড় পর্দায় দেখা যাবে। এতে তাঁকে সানি দেওলের বিপরীতে দেখা যাবে। আমির খানের প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে এর ঘোষণা এসেছিল। এখানে সানি, প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত