করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে ‘মহিসা’ তকমা পান সোনু সুদ। শুধুই তাই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সচেতন তিনি। নিয়ম মেনে খাওয়াদাওয়া ও নিয়মিত শরীরচর্চা করেন এই অভিনেতা। জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেননি তিনি। তবে সালমানের খানের কারণে নাকি একবার মদ পান করার মতো অবস্থা হয়েছিল অভিনেতার।
সালমানকে নিয়ে সম্প্রতি এক মজার অভিজ্ঞতা প্রকাশ করেন সনু সুদ। অভিনেতা বলেন, ‘সালমান ভাই একার এক কাণ্ড করেছিল। গোপনের কোমল পানীয়র মধ্যে মদ মিশিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আড্ডার ফাঁকে ফাঁকে নজরও রাখছিলেন আমি পান করেছি নাকি আমিও কৌশলে অন্যের দিকে এগিয়ে দিই কিনা। আমি আসলে কোনোটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরত দিয়ে দিয়েছিলাম।’
অভিনেতা এ-ও বলেন, ‘যাঁরা মদ্যপান করতে পছন্দ করেন, তাঁরা অন্যদের মধ্যেও বিষয়টা ছড়িয়ে দিতে চান। এর মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কিন্তু আমি কখনই মদ্যপান করি না। ইচ্ছেই করেনি কখনো।’
খাদ্যাভ্যাসে কড়া নিয়ম মেনে চলেন সোনু। তিনি বলেন, ‘আমি নিরামিষাশী। খুবই একঘেয়ে খাবার খাই। এমনকি কেউ আমার বাড়িতে এলে বলে, আমি হাসপাতালের মতো খাবার খাই। তবে অতিথিদের জন্য কিন্তু একই খাবার থাকে না। তাঁদের জন্য বাড়িতে ভালো খাবার রান্না করা হয়। আমাদের বাড়িতে সেরা রাঁধুনি রয়েছেন।’
করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে ‘মহিসা’ তকমা পান সোনু সুদ। শুধুই তাই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সচেতন তিনি। নিয়ম মেনে খাওয়াদাওয়া ও নিয়মিত শরীরচর্চা করেন এই অভিনেতা। জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেননি তিনি। তবে সালমানের খানের কারণে নাকি একবার মদ পান করার মতো অবস্থা হয়েছিল অভিনেতার।
সালমানকে নিয়ে সম্প্রতি এক মজার অভিজ্ঞতা প্রকাশ করেন সনু সুদ। অভিনেতা বলেন, ‘সালমান ভাই একার এক কাণ্ড করেছিল। গোপনের কোমল পানীয়র মধ্যে মদ মিশিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আড্ডার ফাঁকে ফাঁকে নজরও রাখছিলেন আমি পান করেছি নাকি আমিও কৌশলে অন্যের দিকে এগিয়ে দিই কিনা। আমি আসলে কোনোটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরত দিয়ে দিয়েছিলাম।’
অভিনেতা এ-ও বলেন, ‘যাঁরা মদ্যপান করতে পছন্দ করেন, তাঁরা অন্যদের মধ্যেও বিষয়টা ছড়িয়ে দিতে চান। এর মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কিন্তু আমি কখনই মদ্যপান করি না। ইচ্ছেই করেনি কখনো।’
খাদ্যাভ্যাসে কড়া নিয়ম মেনে চলেন সোনু। তিনি বলেন, ‘আমি নিরামিষাশী। খুবই একঘেয়ে খাবার খাই। এমনকি কেউ আমার বাড়িতে এলে বলে, আমি হাসপাতালের মতো খাবার খাই। তবে অতিথিদের জন্য কিন্তু একই খাবার থাকে না। তাঁদের জন্য বাড়িতে ভালো খাবার রান্না করা হয়। আমাদের বাড়িতে সেরা রাঁধুনি রয়েছেন।’
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
২ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৬ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে