করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে ‘মহিসা’ তকমা পান সোনু সুদ। শুধুই তাই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সচেতন তিনি। নিয়ম মেনে খাওয়াদাওয়া ও নিয়মিত শরীরচর্চা করেন এই অভিনেতা। জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেননি তিনি। তবে সালমানের খানের কারণে নাকি একবার মদ পান করার মতো অবস্থা হয়েছিল অভিনেতার।
সালমানকে নিয়ে সম্প্রতি এক মজার অভিজ্ঞতা প্রকাশ করেন সনু সুদ। অভিনেতা বলেন, ‘সালমান ভাই একার এক কাণ্ড করেছিল। গোপনের কোমল পানীয়র মধ্যে মদ মিশিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আড্ডার ফাঁকে ফাঁকে নজরও রাখছিলেন আমি পান করেছি নাকি আমিও কৌশলে অন্যের দিকে এগিয়ে দিই কিনা। আমি আসলে কোনোটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরত দিয়ে দিয়েছিলাম।’
অভিনেতা এ-ও বলেন, ‘যাঁরা মদ্যপান করতে পছন্দ করেন, তাঁরা অন্যদের মধ্যেও বিষয়টা ছড়িয়ে দিতে চান। এর মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কিন্তু আমি কখনই মদ্যপান করি না। ইচ্ছেই করেনি কখনো।’
খাদ্যাভ্যাসে কড়া নিয়ম মেনে চলেন সোনু। তিনি বলেন, ‘আমি নিরামিষাশী। খুবই একঘেয়ে খাবার খাই। এমনকি কেউ আমার বাড়িতে এলে বলে, আমি হাসপাতালের মতো খাবার খাই। তবে অতিথিদের জন্য কিন্তু একই খাবার থাকে না। তাঁদের জন্য বাড়িতে ভালো খাবার রান্না করা হয়। আমাদের বাড়িতে সেরা রাঁধুনি রয়েছেন।’
করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে ‘মহিসা’ তকমা পান সোনু সুদ। শুধুই তাই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সচেতন তিনি। নিয়ম মেনে খাওয়াদাওয়া ও নিয়মিত শরীরচর্চা করেন এই অভিনেতা। জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেননি তিনি। তবে সালমানের খানের কারণে নাকি একবার মদ পান করার মতো অবস্থা হয়েছিল অভিনেতার।
সালমানকে নিয়ে সম্প্রতি এক মজার অভিজ্ঞতা প্রকাশ করেন সনু সুদ। অভিনেতা বলেন, ‘সালমান ভাই একার এক কাণ্ড করেছিল। গোপনের কোমল পানীয়র মধ্যে মদ মিশিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আড্ডার ফাঁকে ফাঁকে নজরও রাখছিলেন আমি পান করেছি নাকি আমিও কৌশলে অন্যের দিকে এগিয়ে দিই কিনা। আমি আসলে কোনোটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরত দিয়ে দিয়েছিলাম।’
অভিনেতা এ-ও বলেন, ‘যাঁরা মদ্যপান করতে পছন্দ করেন, তাঁরা অন্যদের মধ্যেও বিষয়টা ছড়িয়ে দিতে চান। এর মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কিন্তু আমি কখনই মদ্যপান করি না। ইচ্ছেই করেনি কখনো।’
খাদ্যাভ্যাসে কড়া নিয়ম মেনে চলেন সোনু। তিনি বলেন, ‘আমি নিরামিষাশী। খুবই একঘেয়ে খাবার খাই। এমনকি কেউ আমার বাড়িতে এলে বলে, আমি হাসপাতালের মতো খাবার খাই। তবে অতিথিদের জন্য কিন্তু একই খাবার থাকে না। তাঁদের জন্য বাড়িতে ভালো খাবার রান্না করা হয়। আমাদের বাড়িতে সেরা রাঁধুনি রয়েছেন।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। জানালেন, এখন গান গাওয়া অনেক সহজ, কোনো সাধনার প্রয়োজন হয় না। চাইলেই হওয়া যায় সংগীতশিল্পী। আরও জানালেন গান এখন হয়ে গেছে দেখার...
১১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেদর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
১ দিন আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
১ দিন আগে