Ajker Patrika

মদ ছুঁয়েও দেখেন না সোনু, তবুও নাছোড়বান্দা সালমান

সালমান খান ও সোনু সুদ। ছবি: সংগৃহীত
সালমান খান ও সোনু সুদ। ছবি: সংগৃহীত

করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে ‘মহিসা’ তকমা পান সোনু সুদ। শুধুই তাই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সচেতন তিনি। নিয়ম মেনে খাওয়াদাওয়া ও নিয়মিত শরীরচর্চা করেন এই অভিনেতা। জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেননি তিনি। তবে সালমানের খানের কারণে নাকি একবার মদ পান করার মতো অবস্থা হয়েছিল অভিনেতার।

সালমানকে নিয়ে সম্প্রতি এক মজার অভিজ্ঞতা প্রকাশ করেন সনু সুদ। অভিনেতা বলেন, ‘সালমান ভাই একার এক কাণ্ড করেছিল। গোপনের কোমল পানীয়র মধ্যে মদ মিশিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আড্ডার ফাঁকে ফাঁকে নজরও রাখছিলেন আমি পান করেছি নাকি আমিও কৌশলে অন্যের দিকে এগিয়ে দিই কিনা। আমি আসলে কোনোটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরত দিয়ে দিয়েছিলাম।’

অভিনেতা এ-ও বলেন, ‘যাঁরা মদ্যপান করতে পছন্দ করেন, তাঁরা অন্যদের মধ্যেও বিষয়টা ছড়িয়ে দিতে চান। এর মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কিন্তু আমি কখনই মদ্যপান করি না। ইচ্ছেই করেনি কখনো।’

খাদ্যাভ্যাসে কড়া নিয়ম মেনে চলেন সোনু। তিনি বলেন, ‘আমি নিরামিষাশী। খুবই একঘেয়ে খাবার খাই। এমনকি কেউ আমার বাড়িতে এলে বলে, আমি হাসপাতালের মতো খাবার খাই। তবে অতিথিদের জন্য কিন্তু একই খাবার থাকে না। তাঁদের জন্য বাড়িতে ভালো খাবার রান্না করা হয়। আমাদের বাড়িতে সেরা রাঁধুনি রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত