প্রথমে আমির খান, তারপর রণবীর সিং—ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আগে সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়াচ্ছে বলিউড অভিনেতাদের ডিপফেক ভিডিও। সেসব ভিডিওতে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে আমির-রণবীরদের। যে রণবীরকে কখনো দেখা যায়নি রাজনীতিতে, সেই অভিনেতাই কি না লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন! প্রথমে হতবাক হয়ে যান অনুরাগীরা। তবে এই ভিডিও যে ডিপফেক, তা বুঝতে খুব একটা সময় লাগেনি! সেই পরিপ্রেক্ষিতেই নাজেহাল রণবীর সিং এবার দ্বারস্থ হয়েছেন মুম্বাই পুলিশের।
অভিনেতার অভিযোগের পর আজ সোমবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। রণবীর সিংয়ের মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রণবীর সিংয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। ওই এআই জেনারেটেড ডিপফেক ভিডিও নিয়ে ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে।’
সম্প্রতি মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য বারাণসিতে গিয়েছিলেন রণবীর। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজাও দেন। আর গত বৃহস্পতিবার সেখান থেকেই তাঁর এক ভিডিও ভাইরাল হয়ে যায়।
নমো ঘাটে বসেই রণবীর সিংকে বলতে শোনা যায়, ‘মোদিজির একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদ্যাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।’
এ কথাগুলো রণবীর সিংয়ের নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বসানো হয়েছে অভিনেতার মুখে। তবে এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় সমালোচিতও হতে হয়েছে রণবীর সিংকে। এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘ডিপফেক ভিডিও থেকে সাবধান বন্ধুরা।’
প্রথমে আমির খান, তারপর রণবীর সিং—ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আগে সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়াচ্ছে বলিউড অভিনেতাদের ডিপফেক ভিডিও। সেসব ভিডিওতে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে আমির-রণবীরদের। যে রণবীরকে কখনো দেখা যায়নি রাজনীতিতে, সেই অভিনেতাই কি না লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন! প্রথমে হতবাক হয়ে যান অনুরাগীরা। তবে এই ভিডিও যে ডিপফেক, তা বুঝতে খুব একটা সময় লাগেনি! সেই পরিপ্রেক্ষিতেই নাজেহাল রণবীর সিং এবার দ্বারস্থ হয়েছেন মুম্বাই পুলিশের।
অভিনেতার অভিযোগের পর আজ সোমবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। রণবীর সিংয়ের মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রণবীর সিংয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। ওই এআই জেনারেটেড ডিপফেক ভিডিও নিয়ে ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে।’
সম্প্রতি মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য বারাণসিতে গিয়েছিলেন রণবীর। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজাও দেন। আর গত বৃহস্পতিবার সেখান থেকেই তাঁর এক ভিডিও ভাইরাল হয়ে যায়।
নমো ঘাটে বসেই রণবীর সিংকে বলতে শোনা যায়, ‘মোদিজির একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদ্যাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।’
এ কথাগুলো রণবীর সিংয়ের নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বসানো হয়েছে অভিনেতার মুখে। তবে এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় সমালোচিতও হতে হয়েছে রণবীর সিংকে। এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘ডিপফেক ভিডিও থেকে সাবধান বন্ধুরা।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে