Ajker Patrika

কংগ্রেসের নির্বাচনী প্রচারে রণবীর সিংয়ের ডিপফেক ভিডিও, থানায় অভিযোগ

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৭: ০৩
কংগ্রেসের নির্বাচনী প্রচারে রণবীর সিংয়ের ডিপফেক ভিডিও, থানায় অভিযোগ

প্রথমে আমির খান, তারপর রণবীর সিং—ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে আগে সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়াচ্ছে বলিউড অভিনেতাদের ডিপফেক ভিডিও। সেসব ভিডিওতে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে আমির-রণবীরদের। যে রণবীরকে কখনো দেখা যায়নি রাজনীতিতে, সেই অভিনেতাই কি না লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন! প্রথমে হতবাক হয়ে যান অনুরাগীরা। তবে এই ভিডিও যে ডিপফেক, তা বুঝতে খুব একটা সময় লাগেনি! সেই পরিপ্রেক্ষিতেই নাজেহাল রণবীর সিং এবার দ্বারস্থ হয়েছেন মুম্বাই পুলিশের।

অভিনেতার অভিযোগের পর আজ সোমবার মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। রণবীর সিংয়ের মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রণবীর সিংয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। ওই এআই জেনারেটেড ডিপফেক ভিডিও নিয়ে ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে।’

সম্প্রতি মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য বারাণসিতে গিয়েছিলেন রণবীর। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজাও দেন। আর গত বৃহস্পতিবার সেখান থেকেই তাঁর এক ভিডিও ভাইরাল হয়ে যায়।

নমো ঘাটে বসেই রণবীর সিংকে বলতে শোনা যায়, ‘মোদিজির একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদ্‌যাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।’

বলিউড অভিনেতা রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রামএ কথাগুলো রণবীর সিংয়ের নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বসানো হয়েছে অভিনেতার মুখে। তবে এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় সমালোচিতও হতে হয়েছে রণবীর সিংকে। এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘ডিপফেক ভিডিও থেকে সাবধান বন্ধুরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত