বিনোদন ডেস্ক
গুজবের কাটতি সব সময় বেশি। সোশ্যাল মিডিয়ার এই মহামারির সময়ে আসলের চেয়ে মেকির গুরুত্ব যেমন বেশি, তেমনি সত্যের চেয়ে মিথ্যারও। গতকাল শাহরুখ খানকে নিয়ে এমনই এক গুজব সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল।
গুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। চিকিৎসক তাঁকে নাকি এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে কিং সিনেমার শুটিং শিডিউল অনেকটা পিছিয়ে গেছে।
তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহরুখ খানের আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়।
শাহরুখ খান যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশে গিয়েছেন, এটা সত্যি। তবে সেটা কিং সিনেমার শুটিংয়ে আহত হয়ে নয়। শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে একাধিক চোট পেয়েছেন অভিনেতা। সে সব চোট মাঝেমধ্যেই যন্ত্রণা দেয় অভিনেতাকে। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে যান। তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফর তাঁর নিয়মিত চিকিৎসার একটি অংশ।
এনডিটিভি আরও জানিয়েছে, গতকাল নয়, শাহরুখ যুক্তরাষ্ট্রে গেছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। এ মাসের শেষের দিকে তাঁর ফেরার কথা রয়েছে। এরপরই কিং সিনেমার শুটিংয়ে আবার যোগ দেবেন।
শাহরুখের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। আগেও একাধিকবার এমন গুজব ছড়িয়েছে। একবার খবর রটেছিল, শুটিং করতে গিয়ে তিনি নাকি নাকে গুরুতর আঘাত পেয়েছেন। তড়িঘড়ি নেওয়া হয়েছে হাসপাতালে। তবে পরে জানা যায়, ওটা তাঁর নাকে ছোটখাটো অস্ত্রোপচার ছিল, শুটিংয়ের আঘাত ছিল না।
গুজবের কাটতি সব সময় বেশি। সোশ্যাল মিডিয়ার এই মহামারির সময়ে আসলের চেয়ে মেকির গুরুত্ব যেমন বেশি, তেমনি সত্যের চেয়ে মিথ্যারও। গতকাল শাহরুখ খানকে নিয়ে এমনই এক গুজব সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল।
গুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। চিকিৎসক তাঁকে নাকি এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে কিং সিনেমার শুটিং শিডিউল অনেকটা পিছিয়ে গেছে।
তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহরুখ খানের আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়।
শাহরুখ খান যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশে গিয়েছেন, এটা সত্যি। তবে সেটা কিং সিনেমার শুটিংয়ে আহত হয়ে নয়। শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে একাধিক চোট পেয়েছেন অভিনেতা। সে সব চোট মাঝেমধ্যেই যন্ত্রণা দেয় অভিনেতাকে। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে যান। তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফর তাঁর নিয়মিত চিকিৎসার একটি অংশ।
এনডিটিভি আরও জানিয়েছে, গতকাল নয়, শাহরুখ যুক্তরাষ্ট্রে গেছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। এ মাসের শেষের দিকে তাঁর ফেরার কথা রয়েছে। এরপরই কিং সিনেমার শুটিংয়ে আবার যোগ দেবেন।
শাহরুখের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। আগেও একাধিকবার এমন গুজব ছড়িয়েছে। একবার খবর রটেছিল, শুটিং করতে গিয়ে তিনি নাকি নাকে গুরুতর আঘাত পেয়েছেন। তড়িঘড়ি নেওয়া হয়েছে হাসপাতালে। তবে পরে জানা যায়, ওটা তাঁর নাকে ছোটখাটো অস্ত্রোপচার ছিল, শুটিংয়ের আঘাত ছিল না।
কোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৫ মিনিট আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৩ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
৭ ঘণ্টা আগেহাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস।
৭ ঘণ্টা আগে