একজন শিল্পী হিসেবে অরিজিতের খ্যাতি যেমন রয়েছে তেমনই তাঁর ব্যবহার বারবার মন জয় করেছে ভক্তদের। গায়কের চরিত্রের এই দিকটার জন্যই ভক্তরা তাঁকে ভালোবাসে, শুধু ভক্তরাই নয় ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালকও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। টালিউডের ‘চাঁদের পাহাড়’ নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায় গায়ক অরিজিৎ সিংকে নিয়ে একটা আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেছেন। তাঁর কথায়, ‘গায়ক হিসেবে যত বড়, অরিজিৎ মানুষ হিসেবে তার চেয়েও বড়’।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘একটু সরে বসুন’। এর সূত্রেই অরিজিতের সঙ্গে আরও একবার যোগাযোগ হয় তাঁর। এর আগে ‘চাঁদের পাহাড়’ সিনেমাতে গান গেয়েছিলেন অরিজিৎ সিং। ফোনের ওপারে দ্বিতীয়বার গায়কের সঙ্গে যোগাযোগ হতেই তাঁর প্রশংসা না করে আর পারলেন না পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ফেসবুক পেজে একটা লম্বা পোস্টে অরিজিতের গুন মুগ্ধতার কথা লিখলেন তিনি।
কমলেশ্বর লিখেছেন, ‘আমার নতুন সিনেমা একটু সরে বসুন এর জন্য নতুন গান করাতে গিয়ে রণজয় ভট্টাচার্যের (কথা ও সুর) সূত্রে আমার আবার যোগাযোগ হল অরিজিৎ সিংয়ের সঙ্গে। তাও টেলিফোনে। অনেক দিন আগে আমার ছবি ‘‘চাঁদের পাহাড়ে’’-র জন্য একটি গান গেয়েছিলেন তিনি। সেই সূত্রে হয়তো মনে রেখেছিলেন আমাকে। এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী। আমার মতে অবশ্যই আন্তর্জাতিক মানের প্রথম সারির গায়ক। তাঁর সম্বন্ধে দুটো কথা আমি না বলে পারছি না।’
নির্মাতা আরও বলেন, ‘আমি আমার কর্মজীবনে এমন বিরাট মাপের মানুষের কাছ থেকে এত সমাদর আর সহযোগিতা আশা করতে ভয় পাই আজকাল। কিন্তু অবাক কাণ্ড। লোকটা যে মাটির কাছাকাছির মানুষ। মনটাও মাটির মতোই নরম। এই অনন্যসাধারণ মানুষের উদারতা বা সাধারণ জীবনযাত্রার ব্যাপারে আমরা অনেক শুনেছি দূর থেকে। কিন্তু ওঁর কাজ করার ধরন, ব্যবহার আর কাজের প্রতি আদর দেখে এটা বুঝলাম গায়ক হিসেবে তিনি যত বড় মানুষ হিসেবে তার চেয়েও।’
অরিজিতের প্রশংসা করতে গিয়ে কমলেশ্বরের আরও বলেন, ‘আমার থেকে বয়সে অনেক ছোট এই বিরল প্রতিভাবান ও মানবিক শিল্পীর কাছ থেকে আমার জীবনের অনেক শিক্ষা পাওয়া বাকি ছিল সেটা বুঝলাম। এ আমার অশেষ প্রাপ্তি। আমি ঋদ্ধ হলাম। ভালো থাকবেন অরিজিৎ সিং। আপনি মানুষের পাশে আছেন। আপনি নিজের মনকে জিতে নিয়েছেন। অন্যের মন তো জিতবেনই।’
একজন শিল্পী হিসেবে অরিজিতের খ্যাতি যেমন রয়েছে তেমনই তাঁর ব্যবহার বারবার মন জয় করেছে ভক্তদের। গায়কের চরিত্রের এই দিকটার জন্যই ভক্তরা তাঁকে ভালোবাসে, শুধু ভক্তরাই নয় ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালকও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। টালিউডের ‘চাঁদের পাহাড়’ নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায় গায়ক অরিজিৎ সিংকে নিয়ে একটা আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেছেন। তাঁর কথায়, ‘গায়ক হিসেবে যত বড়, অরিজিৎ মানুষ হিসেবে তার চেয়েও বড়’।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘একটু সরে বসুন’। এর সূত্রেই অরিজিতের সঙ্গে আরও একবার যোগাযোগ হয় তাঁর। এর আগে ‘চাঁদের পাহাড়’ সিনেমাতে গান গেয়েছিলেন অরিজিৎ সিং। ফোনের ওপারে দ্বিতীয়বার গায়কের সঙ্গে যোগাযোগ হতেই তাঁর প্রশংসা না করে আর পারলেন না পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ফেসবুক পেজে একটা লম্বা পোস্টে অরিজিতের গুন মুগ্ধতার কথা লিখলেন তিনি।
কমলেশ্বর লিখেছেন, ‘আমার নতুন সিনেমা একটু সরে বসুন এর জন্য নতুন গান করাতে গিয়ে রণজয় ভট্টাচার্যের (কথা ও সুর) সূত্রে আমার আবার যোগাযোগ হল অরিজিৎ সিংয়ের সঙ্গে। তাও টেলিফোনে। অনেক দিন আগে আমার ছবি ‘‘চাঁদের পাহাড়ে’’-র জন্য একটি গান গেয়েছিলেন তিনি। সেই সূত্রে হয়তো মনে রেখেছিলেন আমাকে। এই মুহূর্তে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী। আমার মতে অবশ্যই আন্তর্জাতিক মানের প্রথম সারির গায়ক। তাঁর সম্বন্ধে দুটো কথা আমি না বলে পারছি না।’
নির্মাতা আরও বলেন, ‘আমি আমার কর্মজীবনে এমন বিরাট মাপের মানুষের কাছ থেকে এত সমাদর আর সহযোগিতা আশা করতে ভয় পাই আজকাল। কিন্তু অবাক কাণ্ড। লোকটা যে মাটির কাছাকাছির মানুষ। মনটাও মাটির মতোই নরম। এই অনন্যসাধারণ মানুষের উদারতা বা সাধারণ জীবনযাত্রার ব্যাপারে আমরা অনেক শুনেছি দূর থেকে। কিন্তু ওঁর কাজ করার ধরন, ব্যবহার আর কাজের প্রতি আদর দেখে এটা বুঝলাম গায়ক হিসেবে তিনি যত বড় মানুষ হিসেবে তার চেয়েও।’
অরিজিতের প্রশংসা করতে গিয়ে কমলেশ্বরের আরও বলেন, ‘আমার থেকে বয়সে অনেক ছোট এই বিরল প্রতিভাবান ও মানবিক শিল্পীর কাছ থেকে আমার জীবনের অনেক শিক্ষা পাওয়া বাকি ছিল সেটা বুঝলাম। এ আমার অশেষ প্রাপ্তি। আমি ঋদ্ধ হলাম। ভালো থাকবেন অরিজিৎ সিং। আপনি মানুষের পাশে আছেন। আপনি নিজের মনকে জিতে নিয়েছেন। অন্যের মন তো জিতবেনই।’
নতুন নাটক ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’-এর প্রদর্শনী এবং অনুস্বর সংলাপ নামের একটা অনুষ্ঠানের আয়োজন করছি। প্রতিবছর এই সংলাপে একজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আসা হয় নাট্যকর্মী ও দর্শকদের সামনে। নির্দিষ্ট বিষয়ের ওপর তিনি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে শুরু হয় সংলাপ। দর্শকেরা অতিথিকে প্রশ্ন করেন।
২ ঘণ্টা আগেপারিবারিক গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আ খ ম হাসান, জয়রাজ, তারিক স্বপন, সমাপ্তি মাসুক প্রমুখ।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেউত্তরার লাবণী শুটিং হাউসে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। নোটিশটি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
১১ ঘণ্টা আগে