মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের মধ্যে বিচ্ছেদ কি আদৌ হয়েছে? আজ বুধবার সকাল থেকেই বলিউডে এই কানাঘুষা চলছিল। এ যদি বলে ‘হ্যাঁ’, তো অন্যে বলে ‘না’। আবার এ দুইয়ের মধ্যে বসে অন্যরা দোল খাচ্ছিল বেশ। এই সবকিছুর উত্তরে অর্জুন শুধু একটি ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভ্যারিফায়েড ওই অ্যাকাউন্টের পোস্টে লেখা ক্যাপশনই সব উত্তর দিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শোনা যাচ্ছিল বিচ্ছেদের পথে হাঁটছেন অর্জুন ও মালাইকা। চলতি বছরে তারকা যুগল বিয়ে করতে পারেন বলে খবর রটেছিল আগেই। তারপরই এই বিচ্ছেদের ‘খবর’ বেশ সংশয়ে ফেলে দিয়েছিল মালাইকা-অর্জুন ভক্তদের। কিন্তু সব জল্পনায় ইতি টানলেন অর্জুন নিজেই। দেরি না করে বুধবার সন্ধ্যাতেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেমিকার সঙ্গে সাদা-কালো একটি ছবি পোস্ট করেন তিনি।
আয়নার সামনে দাঁড়িয়ে তোলা এই সেলফিতে বেশ স্টাইলিশ ভঙ্গিতেই দেখা গেল তারকা জুটিকে। ছবির সামনে দাঁড়িয়ে মালাইকা। ছবিটিই হয়তো অনেক কিছুর উত্তর দিয়ে দিতে পারত। তারপরও কানাঘুষা-প্রেমী লোকেরা হয়তো গপ্পো চালিয়ে যেতে পারে ভেবেই অর্জুন এর ক্যাপশনে লিখলেন—‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সকলের জন্য প্রার্থনা করি। সবাইকে ভালবাসা জানাই।’
২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন মালাইকা ও অর্জুন। অবশ্য তখনো বিষয়টি স্বীকার করেননি। গুঞ্জনই তখন ভরসা। কারণও ছিল। এর ঠিক আগের বছর ২০১৭ সালে পরিচালক আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সংসারের ইতি টানেন মালাইকা। এখন অবশ্য বিষয়টি আর গুঞ্জন নেই; প্রতিষ্ঠিত বিষয়।
বুধবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। চার থেকে ছয় দিন ধরে মালাইকা নাকি নিজের বাড়ির বাইরে পা রাখেননি। আশঙ্কা, বিচ্ছেদের পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা। এর মধ্যে অর্জুনও নাকি তাঁর ১১ বছরের বড় প্রেমিকার বাড়িতে যাননি একবারও। আর কী লাগে! শুরু হলো কানাঘুষা, যার ওপর অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট রীতিমতো জল ঢেলে দিল।
মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের মধ্যে বিচ্ছেদ কি আদৌ হয়েছে? আজ বুধবার সকাল থেকেই বলিউডে এই কানাঘুষা চলছিল। এ যদি বলে ‘হ্যাঁ’, তো অন্যে বলে ‘না’। আবার এ দুইয়ের মধ্যে বসে অন্যরা দোল খাচ্ছিল বেশ। এই সবকিছুর উত্তরে অর্জুন শুধু একটি ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভ্যারিফায়েড ওই অ্যাকাউন্টের পোস্টে লেখা ক্যাপশনই সব উত্তর দিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শোনা যাচ্ছিল বিচ্ছেদের পথে হাঁটছেন অর্জুন ও মালাইকা। চলতি বছরে তারকা যুগল বিয়ে করতে পারেন বলে খবর রটেছিল আগেই। তারপরই এই বিচ্ছেদের ‘খবর’ বেশ সংশয়ে ফেলে দিয়েছিল মালাইকা-অর্জুন ভক্তদের। কিন্তু সব জল্পনায় ইতি টানলেন অর্জুন নিজেই। দেরি না করে বুধবার সন্ধ্যাতেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেমিকার সঙ্গে সাদা-কালো একটি ছবি পোস্ট করেন তিনি।
আয়নার সামনে দাঁড়িয়ে তোলা এই সেলফিতে বেশ স্টাইলিশ ভঙ্গিতেই দেখা গেল তারকা জুটিকে। ছবির সামনে দাঁড়িয়ে মালাইকা। ছবিটিই হয়তো অনেক কিছুর উত্তর দিয়ে দিতে পারত। তারপরও কানাঘুষা-প্রেমী লোকেরা হয়তো গপ্পো চালিয়ে যেতে পারে ভেবেই অর্জুন এর ক্যাপশনে লিখলেন—‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সকলের জন্য প্রার্থনা করি। সবাইকে ভালবাসা জানাই।’
২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন মালাইকা ও অর্জুন। অবশ্য তখনো বিষয়টি স্বীকার করেননি। গুঞ্জনই তখন ভরসা। কারণও ছিল। এর ঠিক আগের বছর ২০১৭ সালে পরিচালক আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সংসারের ইতি টানেন মালাইকা। এখন অবশ্য বিষয়টি আর গুঞ্জন নেই; প্রতিষ্ঠিত বিষয়।
বুধবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। চার থেকে ছয় দিন ধরে মালাইকা নাকি নিজের বাড়ির বাইরে পা রাখেননি। আশঙ্কা, বিচ্ছেদের পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা। এর মধ্যে অর্জুনও নাকি তাঁর ১১ বছরের বড় প্রেমিকার বাড়িতে যাননি একবারও। আর কী লাগে! শুরু হলো কানাঘুষা, যার ওপর অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট রীতিমতো জল ঢেলে দিল।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৯ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৮ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৯ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৯ ঘণ্টা আগে