বিনোদন ডেস্ক
মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের মধ্যে বিচ্ছেদ কি আদৌ হয়েছে? আজ বুধবার সকাল থেকেই বলিউডে এই কানাঘুষা চলছিল। এ যদি বলে ‘হ্যাঁ’, তো অন্যে বলে ‘না’। আবার এ দুইয়ের মধ্যে বসে অন্যরা দোল খাচ্ছিল বেশ। এই সবকিছুর উত্তরে অর্জুন শুধু একটি ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভ্যারিফায়েড ওই অ্যাকাউন্টের পোস্টে লেখা ক্যাপশনই সব উত্তর দিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শোনা যাচ্ছিল বিচ্ছেদের পথে হাঁটছেন অর্জুন ও মালাইকা। চলতি বছরে তারকা যুগল বিয়ে করতে পারেন বলে খবর রটেছিল আগেই। তারপরই এই বিচ্ছেদের ‘খবর’ বেশ সংশয়ে ফেলে দিয়েছিল মালাইকা-অর্জুন ভক্তদের। কিন্তু সব জল্পনায় ইতি টানলেন অর্জুন নিজেই। দেরি না করে বুধবার সন্ধ্যাতেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেমিকার সঙ্গে সাদা-কালো একটি ছবি পোস্ট করেন তিনি।
আয়নার সামনে দাঁড়িয়ে তোলা এই সেলফিতে বেশ স্টাইলিশ ভঙ্গিতেই দেখা গেল তারকা জুটিকে। ছবির সামনে দাঁড়িয়ে মালাইকা। ছবিটিই হয়তো অনেক কিছুর উত্তর দিয়ে দিতে পারত। তারপরও কানাঘুষা-প্রেমী লোকেরা হয়তো গপ্পো চালিয়ে যেতে পারে ভেবেই অর্জুন এর ক্যাপশনে লিখলেন—‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সকলের জন্য প্রার্থনা করি। সবাইকে ভালবাসা জানাই।’
২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন মালাইকা ও অর্জুন। অবশ্য তখনো বিষয়টি স্বীকার করেননি। গুঞ্জনই তখন ভরসা। কারণও ছিল। এর ঠিক আগের বছর ২০১৭ সালে পরিচালক আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সংসারের ইতি টানেন মালাইকা। এখন অবশ্য বিষয়টি আর গুঞ্জন নেই; প্রতিষ্ঠিত বিষয়।
বুধবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। চার থেকে ছয় দিন ধরে মালাইকা নাকি নিজের বাড়ির বাইরে পা রাখেননি। আশঙ্কা, বিচ্ছেদের পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা। এর মধ্যে অর্জুনও নাকি তাঁর ১১ বছরের বড় প্রেমিকার বাড়িতে যাননি একবারও। আর কী লাগে! শুরু হলো কানাঘুষা, যার ওপর অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট রীতিমতো জল ঢেলে দিল।
মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের মধ্যে বিচ্ছেদ কি আদৌ হয়েছে? আজ বুধবার সকাল থেকেই বলিউডে এই কানাঘুষা চলছিল। এ যদি বলে ‘হ্যাঁ’, তো অন্যে বলে ‘না’। আবার এ দুইয়ের মধ্যে বসে অন্যরা দোল খাচ্ছিল বেশ। এই সবকিছুর উত্তরে অর্জুন শুধু একটি ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভ্যারিফায়েড ওই অ্যাকাউন্টের পোস্টে লেখা ক্যাপশনই সব উত্তর দিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শোনা যাচ্ছিল বিচ্ছেদের পথে হাঁটছেন অর্জুন ও মালাইকা। চলতি বছরে তারকা যুগল বিয়ে করতে পারেন বলে খবর রটেছিল আগেই। তারপরই এই বিচ্ছেদের ‘খবর’ বেশ সংশয়ে ফেলে দিয়েছিল মালাইকা-অর্জুন ভক্তদের। কিন্তু সব জল্পনায় ইতি টানলেন অর্জুন নিজেই। দেরি না করে বুধবার সন্ধ্যাতেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেমিকার সঙ্গে সাদা-কালো একটি ছবি পোস্ট করেন তিনি।
আয়নার সামনে দাঁড়িয়ে তোলা এই সেলফিতে বেশ স্টাইলিশ ভঙ্গিতেই দেখা গেল তারকা জুটিকে। ছবির সামনে দাঁড়িয়ে মালাইকা। ছবিটিই হয়তো অনেক কিছুর উত্তর দিয়ে দিতে পারত। তারপরও কানাঘুষা-প্রেমী লোকেরা হয়তো গপ্পো চালিয়ে যেতে পারে ভেবেই অর্জুন এর ক্যাপশনে লিখলেন—‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সকলের জন্য প্রার্থনা করি। সবাইকে ভালবাসা জানাই।’
২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন মালাইকা ও অর্জুন। অবশ্য তখনো বিষয়টি স্বীকার করেননি। গুঞ্জনই তখন ভরসা। কারণও ছিল। এর ঠিক আগের বছর ২০১৭ সালে পরিচালক আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সংসারের ইতি টানেন মালাইকা। এখন অবশ্য বিষয়টি আর গুঞ্জন নেই; প্রতিষ্ঠিত বিষয়।
বুধবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। চার থেকে ছয় দিন ধরে মালাইকা নাকি নিজের বাড়ির বাইরে পা রাখেননি। আশঙ্কা, বিচ্ছেদের পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা। এর মধ্যে অর্জুনও নাকি তাঁর ১১ বছরের বড় প্রেমিকার বাড়িতে যাননি একবারও। আর কী লাগে! শুরু হলো কানাঘুষা, যার ওপর অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট রীতিমতো জল ঢেলে দিল।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
৩ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
৩ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে