Ajker Patrika

মালাইকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন অর্জুন

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২২: ৩৯
মালাইকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন অর্জুন

মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের মধ্যে বিচ্ছেদ কি আদৌ হয়েছে? আজ বুধবার সকাল থেকেই বলিউডে এই কানাঘুষা চলছিল। এ যদি বলে ‘হ্যাঁ’, তো অন্যে বলে ‘না’। আবার এ দুইয়ের মধ্যে বসে অন্যরা দোল খাচ্ছিল বেশ। এই সবকিছুর উত্তরে অর্জুন শুধু একটি ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভ্যারিফায়েড ওই অ্যাকাউন্টের পোস্টে লেখা ক্যাপশনই সব উত্তর দিয়ে দিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শোনা যাচ্ছিল বিচ্ছেদের পথে হাঁটছেন অর্জুন ও মালাইকা। চলতি বছরে তারকা যুগল বিয়ে করতে পারেন বলে খবর রটেছিল আগেই। তারপরই এই বিচ্ছেদের ‘খবর’ বেশ সংশয়ে ফেলে দিয়েছিল মালাইকা-অর্জুন ভক্তদের। কিন্তু সব জল্পনায় ইতি টানলেন অর্জুন নিজেই। দেরি না করে বুধবার সন্ধ্যাতেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেমিকার সঙ্গে সাদা-কালো একটি ছবি পোস্ট করেন তিনি। 

আয়নার সামনে দাঁড়িয়ে তোলা এই সেলফিতে বেশ স্টাইলিশ ভঙ্গিতেই দেখা গেল তারকা জুটিকে। ছবির সামনে দাঁড়িয়ে মালাইকা। ছবিটিই হয়তো অনেক কিছুর উত্তর দিয়ে দিতে পারত। তারপরও কানাঘুষা-প্রেমী লোকেরা হয়তো গপ্পো চালিয়ে যেতে পারে ভেবেই অর্জুন এর ক্যাপশনে লিখলেন—‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সকলের জন্য প্রার্থনা করি। সবাইকে ভালবাসা জানাই।’

২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন মালাইকা ও অর্জুন। অবশ্য তখনো বিষয়টি স্বীকার করেননি। গুঞ্জনই তখন ভরসা। কারণও ছিল। এর ঠিক আগের বছর ২০১৭ সালে পরিচালক আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সংসারের ইতি টানেন মালাইকা। এখন অবশ্য বিষয়টি আর গুঞ্জন নেই; প্রতিষ্ঠিত বিষয়। 

বুধবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। চার থেকে ছয় দিন ধরে মালাইকা নাকি নিজের বাড়ির বাইরে পা রাখেননি। আশঙ্কা, বিচ্ছেদের পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা। এর মধ্যে অর্জুনও নাকি তাঁর ১১ বছরের বড় প্রেমিকার বাড়িতে যাননি একবারও। আর কী লাগে! শুরু হলো কানাঘুষা, যার ওপর অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট রীতিমতো জল ঢেলে দিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত