Ajker Patrika

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এ আর রাহমান

বিনোদন ডেস্ক
এ আর রাহমান। ছবি: সংগৃহীত
এ আর রাহমান। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান। এ আর রাহমানের ছেলে এ আর আমিন জানান, তাঁর বাবা এখন ভালো আছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এ আর রাহমান। জানা যায়, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছেন এ আর রাহমান। তখনই অস্বস্তির কথা জানাচ্ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।

এ আর রাহমানের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে তাঁর ছেলে এ আর আমিন ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমাদের সকল প্রিয় ভক্ত, পরিবার এবং শুভাকাঙ্ক্ষী, আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার বাবা ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই আমরা কিছু নিয়মিত পরীক্ষা করিয়েছি। তবে তিনি এখন ভালো আছেন।’

দক্ষিণ ভারতের গণমাধ্যম নিউজ তামিলকে এ আর রাহমানের বোন ফাতিমা বলেন, ‘বিভিন্ন কনসার্টের কারণে এ আর রাহমান ভীষণ ক্লান্ত ছিল। তাই চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

প্রাথমিকভাবে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

রাজধানীর কারওয়ান বাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

আজকের রাশিফল: অতিরিক্ত রাগ লজ্জায় ফেলবে, ঘরে শান্তি চাইলে রান্না নিয়ে চুপ থাকুন

এলাকার খবর
Loading...