বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পৃথিবী তাঁর মাকে কেন্দ্র করে। অভিনেতা নিজের সব সাফল্যের কৃতিত্ব মাকে দেন সব সময়। কিছুদিন আগেই মায়ের অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন কার্তিক। কিন্তু মা মালা তিওয়ারি ক্যানসারের সঙ্গে লড়েছেন এবং জয় করেছেন। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই যুদ্ধজয়ের গল্প শোনালেন কার্তিক।
শুক্রবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘কিছুদিন আগে এই মাসে হঠাৎ মায়ের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল। পরিস্থিতির কাছে প্রায় নিরুপায় ছিলাম আমরা। ভীষণ অসহায় লাগছিল তখন। কিন্তু ইচ্ছাশক্তি, সহ্য করার ক্ষমতা আর কখনো হাল না ছাড়ার মনোভাব রয়েছে আমার মায়ের মধ্যে।’
ক্যানসারের সঙ্গে অকুতোভয় যোদ্ধার মতো লড়াই করে জিতেছেন মা মালা তিওয়ারি। মায়ের সাহসিকতার জন্য গর্বিত কার্তিক আরও লিখেছেন, ‘একজন নির্ভীক সৈনিকের মতো লড়েছেন মা। ক্যানসারের ভয়ের থেকেও অনেক বড় বোধ হয় সাহস। এই সাহসের ওপর ভর করেই অনেক যুদ্ধ জয় করে ফেলা যায়। আমার মা সব সময় কিছু না কিছু শেখান। প্রতিদিন আমরা শিখি মায়ের কাছ থেকে। আমি, আমার পরিবার, মাকে দেখি আর এখনো বিশ্বাস করি, ভালোবাসার থেকে বড় শক্তি আর কোনো কিছু হয় না।’
প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তাঁর মা মালা তিওয়ারি। গত বছর জাতীয় ক্যানসার সচেতনতার অনুষ্ঠানে মুম্বাইয়ের এক হাসপাতালে ক্যানসার-বিজয়ীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই মায়ের ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে মুখ খুলেছিলেন কার্তিক।
কার্তিক আরিয়ানকে সামনে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। তাঁর বিপরীতে এতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এ ছাড়া পরিচালক কবির খানের একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করার কথা রয়েছে কার্তিক আরিয়ানের।
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পৃথিবী তাঁর মাকে কেন্দ্র করে। অভিনেতা নিজের সব সাফল্যের কৃতিত্ব মাকে দেন সব সময়। কিছুদিন আগেই মায়ের অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন কার্তিক। কিন্তু মা মালা তিওয়ারি ক্যানসারের সঙ্গে লড়েছেন এবং জয় করেছেন। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই যুদ্ধজয়ের গল্প শোনালেন কার্তিক।
শুক্রবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘কিছুদিন আগে এই মাসে হঠাৎ মায়ের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল। পরিস্থিতির কাছে প্রায় নিরুপায় ছিলাম আমরা। ভীষণ অসহায় লাগছিল তখন। কিন্তু ইচ্ছাশক্তি, সহ্য করার ক্ষমতা আর কখনো হাল না ছাড়ার মনোভাব রয়েছে আমার মায়ের মধ্যে।’
ক্যানসারের সঙ্গে অকুতোভয় যোদ্ধার মতো লড়াই করে জিতেছেন মা মালা তিওয়ারি। মায়ের সাহসিকতার জন্য গর্বিত কার্তিক আরও লিখেছেন, ‘একজন নির্ভীক সৈনিকের মতো লড়েছেন মা। ক্যানসারের ভয়ের থেকেও অনেক বড় বোধ হয় সাহস। এই সাহসের ওপর ভর করেই অনেক যুদ্ধ জয় করে ফেলা যায়। আমার মা সব সময় কিছু না কিছু শেখান। প্রতিদিন আমরা শিখি মায়ের কাছ থেকে। আমি, আমার পরিবার, মাকে দেখি আর এখনো বিশ্বাস করি, ভালোবাসার থেকে বড় শক্তি আর কোনো কিছু হয় না।’
প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তাঁর মা মালা তিওয়ারি। গত বছর জাতীয় ক্যানসার সচেতনতার অনুষ্ঠানে মুম্বাইয়ের এক হাসপাতালে ক্যানসার-বিজয়ীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই মায়ের ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে মুখ খুলেছিলেন কার্তিক।
কার্তিক আরিয়ানকে সামনে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। তাঁর বিপরীতে এতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এ ছাড়া পরিচালক কবির খানের একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করার কথা রয়েছে কার্তিক আরিয়ানের।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা...
৪ ঘণ্টা আগেগত ঈদুল ফিতরের ‘ইত্যাদি’র শুটিং সেটে অতিরিক্ত দর্শক আগমনের কারণে হয়েছিল হট্টগোল, বিপাকে পড়তে হয়েছিল ইত্যাদির টিমকে। এবার কোরবানির ঈদে ইত্যাদির টিম পড়েছে ঝড়ের কবলে। পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত জানিয়েছেন, ইত্যাদি অনুষ্ঠানের ৩৭ বছরে এই প্রথম এত বিপর্যয়ের মুখে পড়েছিল টিম। এবারও সব বাধা পেরিয়ে...
৪ ঘণ্টা আগেঅনুষ্ঠিত হলো ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। ১৯ মে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ এই আসরে আজীবন সম্মাননা পেলেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ..
৪ ঘণ্টা আগেমা-বাবা বাড়িতে না থাকার সুযোগে পার্টি করার সিদ্ধান্ত নেয় কয়েকজন তরুণ। সেই পার্টিতে হাজির হয় অজ্ঞাত এক ব্যক্তি। সেই ব্যক্তি পার্টির আমেজটাই বদলে দেয়। ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পার্টি’। ডার্ক কমেডি থ্রিলার ঘরানায় এটি রচনা ও পরিচালনা করেছেন রিয়াদ মাহমুদ।
৪ ঘণ্টা আগে