Ajker Patrika

ক্যানসার-যুদ্ধে বিজয়ী মায়ের গল্প শোনালেন কার্তিক

আপডেট : ০৬ মে ২০২৩, ১৪: ০৫
ক্যানসার-যুদ্ধে বিজয়ী মায়ের গল্প শোনালেন কার্তিক

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পৃথিবী তাঁর মাকে কেন্দ্র করে। অভিনেতা নিজের সব সাফল্যের কৃতিত্ব মাকে দেন সব সময়। কিছুদিন আগেই মায়ের অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন কার্তিক। কিন্তু মা মালা তিওয়ারি ক্যানসারের সঙ্গে লড়েছেন এবং জয় করেছেন। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রামে সেই যুদ্ধজয়ের গল্প শোনালেন কার্তিক।

শুক্রবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘কিছুদিন আগে এই মাসে হঠাৎ মায়ের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল। পরিস্থিতির কাছে প্রায় নিরুপায় ছিলাম আমরা। ভীষণ অসহায় লাগছিল তখন। কিন্তু ইচ্ছাশক্তি, সহ্য করার ক্ষমতা আর কখনো হাল না ছাড়ার মনোভাব রয়েছে আমার মায়ের মধ্যে।’

মায়ের সঙ্গে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানক্যানসারের সঙ্গে অকুতোভয় যোদ্ধার মতো লড়াই করে জিতেছেন মা মালা তিওয়ারি। মায়ের সাহসিকতার জন্য গর্বিত কার্তিক আরও লিখেছেন, ‘একজন নির্ভীক সৈনিকের মতো লড়েছেন মা। ক্যানসারের ভয়ের থেকেও অনেক বড় বোধ হয় সাহস। এই সাহসের ওপর ভর করেই অনেক যুদ্ধ জয় করে ফেলা যায়। আমার মা সব সময় কিছু না কিছু শেখান। প্রতিদিন আমরা শিখি মায়ের কাছ থেকে। আমি, আমার পরিবার, মাকে দেখি আর এখনো বিশ্বাস করি, ভালোবাসার থেকে বড় শক্তি আর কোনো কিছু হয় না।’

মায়ের সঙ্গে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানপ্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তাঁর মা মালা তিওয়ারি। গত বছর জাতীয় ক্যানসার সচেতনতার অনুষ্ঠানে মুম্বাইয়ের এক হাসপাতালে ক্যানসার-বিজয়ীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন কার্তিক আরিয়ান। সেখানেই মায়ের ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে মুখ খুলেছিলেন কার্তিক।

কার্তিক আরিয়ানকে সামনে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায়। তাঁর বিপরীতে এতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এ ছাড়া পরিচালক কবির খানের একটি অ্যাকশন সিনেমায় অভিনয় করার কথা রয়েছে কার্তিক আরিয়ানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত