Ajker Patrika

চার্লসের রাজ্যাভিষেক, টম ক্রুজদের সঙ্গে মঞ্চে থাকবেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক
Thumbnail image

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভারতীয় তারকা হিসেবে নিমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে হলিউড তারকা টম ক্রুজের পাশাপাশি হাজির হবেন সোনম কাপুরও। 

আগামী ৭ মে উইন্ডসর ক্যাসেলে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে সিনেমা ও সংগীত জগতের একাধিক তারকা উপস্থিত থাকবেন। সেখানে টম ক্রুজ ছাড়াও উপস্থিত থাকবেন কেটি পেরি, লিওনেল রিচি, গায়ক টম জোন্স ও টেলিভিশন উপস্থাপক বিয়ার গ্রিলসসহ একাধিক হলিউড তারকা। সে অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী হিসেবে মঞ্চে উঠবেন সোনম কাপুর। কমনওয়েলথ ভার্চুয়াল সংগীতশিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মঞ্চে উঠবেন তিনি। বর্তমানে স্বামী আনন্দ আহুজা ও ছেলে ভাইয়ুকে নিয়ে লন্ডনে আছেন সোনম। 

এই প্রথম ব্রিটিশ রাজপরিবারের কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সোনম কাপুর। যদিও হলিউড অভিনেতা টম ক্রুজ এর আগেও রাজপরিবারের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ১৯৯৭ সালে ডায়নার শেষকৃত্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টম ক্রুজ। 

চার্লস তাঁর মা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর ৬ মে আনুষ্ঠানিকভাবে রাজার মুকুট পরবেন। তিনি ‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসতে যাচ্ছেন। ১০৬৬ সালে রাজা উইলিয়াম এর পর থেকে কেন্দ্রীয় লন্ডনের চার্চে মুকুট পরা ৪০ তম রাজত্বকারী রাজা হবেন চার্লস। যুক্তরাজ্যের বাইরে, তিনি অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডসহ আরও ১৪টি কমনওয়েলথ দেশের রাজা। তার দ্বিতীয় স্ত্রী রাণী ক্যামিলাও মুকুট পরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত