ইনস্টাগ্রামে শুধু পদবি বদলেছিলেন। তাতেই এত কাণ্ড ঘটে যাবে, ভুলেও আঁচ করতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদি বুঝতেন তাহলে হয়তো নিজের নামের পাশ থেকে জোনাস শব্দটা সরাতেনই না।
সোমবার রাতে হঠাৎ রটে গিয়েছিল, প্রিয়াংকার নাকি ঘর ভাঙছে! জীবনসঙ্গী নিক জোনাসকে ডিভোর্স দিতে চলেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
আগ বাড়িয়ে অনেকে এটাও বলছিলেন, দীর্ঘদিন ধরে অশান্তির জন্যই নাকি প্রিয়াংকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন!
ঘটনার সূত্রপাত প্রিয়াংকার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে আগে তাঁর নামের পদবী লেখা ছিল ‘প্রিয়াংকা জোনাস’। সম্প্রতি ‘জোনাস’ সরিয়ে ফিরেছেন আগের পদবি ‘চোপড়া’য়। আর তাতেই এত কাণ্ড!
ঘটনা গড়িয়েছে প্রিয়াংকার ঘর পর্যন্ত। বিচ্ছেদের খবর রটতেই অভিনেত্রীর মা মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ খবর একেবারেই মিথ্যে। প্রিয়াংকা ও নিক সুখেই আছেন।
এবার প্রিয়াংকা নিজেই দিলেন সুখের সংসারের প্রমাণ। ইনস্টাগ্রামে নিক জোনাসকে লিখে পাঠালেন ভালবাসার বার্তা।
সম্প্রতি নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রিয়াংকা লিখেছেন, ‘তোমার বাহুডোরেই আমি মরতে চাই!’
হয়তো কমেন্টটি প্রিয়াংকা ইচ্ছা করেই লিখেছেন এতসব গুঞ্জনের জবাব দিতে। যে উদ্দেশেই হোক, এই কমেন্ট নিন্দুকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াংকা চোপড়া। তিনি এখন ব্যস্ত আছেন ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবির প্রচারে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
ইনস্টাগ্রামে শুধু পদবি বদলেছিলেন। তাতেই এত কাণ্ড ঘটে যাবে, ভুলেও আঁচ করতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদি বুঝতেন তাহলে হয়তো নিজের নামের পাশ থেকে জোনাস শব্দটা সরাতেনই না।
সোমবার রাতে হঠাৎ রটে গিয়েছিল, প্রিয়াংকার নাকি ঘর ভাঙছে! জীবনসঙ্গী নিক জোনাসকে ডিভোর্স দিতে চলেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
আগ বাড়িয়ে অনেকে এটাও বলছিলেন, দীর্ঘদিন ধরে অশান্তির জন্যই নাকি প্রিয়াংকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন!
ঘটনার সূত্রপাত প্রিয়াংকার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে আগে তাঁর নামের পদবী লেখা ছিল ‘প্রিয়াংকা জোনাস’। সম্প্রতি ‘জোনাস’ সরিয়ে ফিরেছেন আগের পদবি ‘চোপড়া’য়। আর তাতেই এত কাণ্ড!
ঘটনা গড়িয়েছে প্রিয়াংকার ঘর পর্যন্ত। বিচ্ছেদের খবর রটতেই অভিনেত্রীর মা মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ খবর একেবারেই মিথ্যে। প্রিয়াংকা ও নিক সুখেই আছেন।
এবার প্রিয়াংকা নিজেই দিলেন সুখের সংসারের প্রমাণ। ইনস্টাগ্রামে নিক জোনাসকে লিখে পাঠালেন ভালবাসার বার্তা।
সম্প্রতি নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রিয়াংকা লিখেছেন, ‘তোমার বাহুডোরেই আমি মরতে চাই!’
হয়তো কমেন্টটি প্রিয়াংকা ইচ্ছা করেই লিখেছেন এতসব গুঞ্জনের জবাব দিতে। যে উদ্দেশেই হোক, এই কমেন্ট নিন্দুকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াংকা চোপড়া। তিনি এখন ব্যস্ত আছেন ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবির প্রচারে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৫ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২১ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২১ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে