ইনস্টাগ্রামে শুধু পদবি বদলেছিলেন। তাতেই এত কাণ্ড ঘটে যাবে, ভুলেও আঁচ করতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদি বুঝতেন তাহলে হয়তো নিজের নামের পাশ থেকে জোনাস শব্দটা সরাতেনই না।
সোমবার রাতে হঠাৎ রটে গিয়েছিল, প্রিয়াংকার নাকি ঘর ভাঙছে! জীবনসঙ্গী নিক জোনাসকে ডিভোর্স দিতে চলেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
আগ বাড়িয়ে অনেকে এটাও বলছিলেন, দীর্ঘদিন ধরে অশান্তির জন্যই নাকি প্রিয়াংকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন!
ঘটনার সূত্রপাত প্রিয়াংকার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে আগে তাঁর নামের পদবী লেখা ছিল ‘প্রিয়াংকা জোনাস’। সম্প্রতি ‘জোনাস’ সরিয়ে ফিরেছেন আগের পদবি ‘চোপড়া’য়। আর তাতেই এত কাণ্ড!
ঘটনা গড়িয়েছে প্রিয়াংকার ঘর পর্যন্ত। বিচ্ছেদের খবর রটতেই অভিনেত্রীর মা মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ খবর একেবারেই মিথ্যে। প্রিয়াংকা ও নিক সুখেই আছেন।
এবার প্রিয়াংকা নিজেই দিলেন সুখের সংসারের প্রমাণ। ইনস্টাগ্রামে নিক জোনাসকে লিখে পাঠালেন ভালবাসার বার্তা।
সম্প্রতি নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রিয়াংকা লিখেছেন, ‘তোমার বাহুডোরেই আমি মরতে চাই!’
হয়তো কমেন্টটি প্রিয়াংকা ইচ্ছা করেই লিখেছেন এতসব গুঞ্জনের জবাব দিতে। যে উদ্দেশেই হোক, এই কমেন্ট নিন্দুকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াংকা চোপড়া। তিনি এখন ব্যস্ত আছেন ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবির প্রচারে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
ইনস্টাগ্রামে শুধু পদবি বদলেছিলেন। তাতেই এত কাণ্ড ঘটে যাবে, ভুলেও আঁচ করতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদি বুঝতেন তাহলে হয়তো নিজের নামের পাশ থেকে জোনাস শব্দটা সরাতেনই না।
সোমবার রাতে হঠাৎ রটে গিয়েছিল, প্রিয়াংকার নাকি ঘর ভাঙছে! জীবনসঙ্গী নিক জোনাসকে ডিভোর্স দিতে চলেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
আগ বাড়িয়ে অনেকে এটাও বলছিলেন, দীর্ঘদিন ধরে অশান্তির জন্যই নাকি প্রিয়াংকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন!
ঘটনার সূত্রপাত প্রিয়াংকার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানে আগে তাঁর নামের পদবী লেখা ছিল ‘প্রিয়াংকা জোনাস’। সম্প্রতি ‘জোনাস’ সরিয়ে ফিরেছেন আগের পদবি ‘চোপড়া’য়। আর তাতেই এত কাণ্ড!
ঘটনা গড়িয়েছে প্রিয়াংকার ঘর পর্যন্ত। বিচ্ছেদের খবর রটতেই অভিনেত্রীর মা মধু চোপড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ খবর একেবারেই মিথ্যে। প্রিয়াংকা ও নিক সুখেই আছেন।
এবার প্রিয়াংকা নিজেই দিলেন সুখের সংসারের প্রমাণ। ইনস্টাগ্রামে নিক জোনাসকে লিখে পাঠালেন ভালবাসার বার্তা।
সম্প্রতি নিক জোনাস তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শরীরচর্চার ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রিয়াংকা লিখেছেন, ‘তোমার বাহুডোরেই আমি মরতে চাই!’
হয়তো কমেন্টটি প্রিয়াংকা ইচ্ছা করেই লিখেছেন এতসব গুঞ্জনের জবাব দিতে। যে উদ্দেশেই হোক, এই কমেন্ট নিন্দুকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
২০১৮ সালের ডিসেম্বরে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াংকা চোপড়া। তিনি এখন ব্যস্ত আছেন ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ছবির প্রচারে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১৮ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১৮ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১৮ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে