Ajker Patrika

অভিনয় রেখে প্রযোজনায় মন আমিরের

বিশাল কুড়ি, ঢাকা
অভিনয় রেখে প্রযোজনায় মন আমিরের

বলিউড অভিনেতাদের নিয়ে আলোচনা উঠলেই আসে তিন খানের নাম। শাহরুখ খান, সালমান খান ও আমির খান। অভিনয় দিয়ে বছরের পর বছর মানুষের মন জয় করে আছেন তাঁরা তিনজন। চলতি বছরের শুরুটা হয়েছে শাহরুখ খানের হাত ধরে। রীতিমতো তলিয়ে যাওয়া বলিউডকে টেনে তুলেছেন ‘পাঠান’ সিনেমা দিয়ে। আগামী সেপ্টেম্বরেও মুক্তির অপেক্ষায় আছে বলিউড বাদশার আরেক ধামাকা সিনেমা ‘জাওয়ান’। সেদিক থেকে সালমানের ভাগ্যটা মন্দই বলতে হয়। কারণ, গত ঈদে মুক্তি পাওয়া সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রত্যাশিত ফল পায়নি। তাই নভেম্বরে সালমান আসছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। মুক্তি পাচ্ছে সালমান অভিনীত ‘টাইগার-থ্রি’। অথচ বছরের অর্ধেকটা সময় পার হয়ে গেলেও দেখা মেলেনি আমিরের। কারণটা কী? ভারতীয় গণমাধ্যমের সুবাদে জানা গেল নতুন খবর।

অভিনয়ে বিরতি দিয়ে প্রযোজনায় মন দিয়েছেন আমির। সবকিছু তাই নতুন করে সাজিয়ে নিচ্ছেন তিনি।

গত বছর মুক্তি পেয়েছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি। হলিউডের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। ক্ষতি কাটিয়ে উঠতে ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছিল সিনেমাটি। শুরুতে বেশ আশার আলো জাগালেও শেষ পর্যন্ত নিভে যায় সেই আলোটাও। সেই থেকে আর দেখা নেই মিস্টার পারফেকশনিস্টের।

সম্প্রতি একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে গিয়েছিলেন আমির খান। সেখানে গণমাধ্যমের সামনে বললেন নিজের নতুন পরিকল্পনার কথা। আমির বলেন, ‘আমি এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। বেশ আনন্দেই কাটছে সময়। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা নিয়ে ভাবছি। সেখানেই সময় দিচ্ছি বেশি। এর আগে কয়েকটি সিনেমার প্রযোজনা করেছি। তবে এবারের পরিকল্পনা একেবারেই ভিন্ন। আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, যেখানে নতুনরা কাজের সুযোগ পাবে।’

গুঞ্জন উঠেছে নিজের ছেলেকে ইন্ডাস্ট্রিতে আনতেই আমিরের এমন পরিকল্পনা। আমিরের প্রযোজনায় দুটি সিনেমার কাজ শুরু হচ্ছে, যার একটিতে থাকছেন আমিরের ছেলে জুনায়েদ খান। সত্য ঘটনানির্ভর সিনেমাটির শুটিং হবে জাপানে। পরিচালনা করবেন সুনীল পান্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত