বিনোদন ডেস্ক
নিজের বাড়িতে দুষ্কৃতকারীর হামলায় আহত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন সাইফ আলী খান। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’। গত সোমবার মুম্বাইয়ে সিনেমার টিজার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন সাইফ। অনুষ্ঠানে এসে তিনি জানান, এই মঞ্চে ফিরতে পেরে খুশি।
গত মাসে গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে যেভাবে হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র, তাতে তাঁর বড়সড় শারীরিক সমস্যা হতে পারত। অল্পের জন্য বেঁচেছেন। মেরুদণ্ডের কাছে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরদিনই তাঁর জটিল অস্ত্রোপচার হয়। আঘাতের মোকাবিলা করে দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয় ছোট নবাবের। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।
একটি মূল্যবান হীরা চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘জুয়েল থিফ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন সাইফ। গত সোমবার সিনেমার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। নীল ডেনিম জিনসের সঙ্গে ডেনিম শার্ট ছিল পরনে। বাঁ হাতে ও ঘাড়ের কাছে ছিল ব্যান্ডেজ। হাত নেড়ে সবাইকে অভিবাদন জানান তিনি। থাম্বস আপও দেখান। তবে হামলার ঘটনা নিয়ে একের পর এক প্রশ্ন করা হলেও হাসিমুখে সেগুলো এড়িয়ে যান সাইফ।
অনুষ্ঠানে সাইফ জানান, অনেক দিন ধরে ডাকাতির গল্পের সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। এত দিনে তা পূরণ হয়েছে। সিনেমার অন্যতম অভিনেতা জয়দীপ আহলাওয়াতের প্রশংসাও করেন সাইফ। তবে টিজার প্রকাশ অনুষ্ঠানে সাইফের আশপাশে তেমন সুরক্ষাবলয় ছিল না। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতেই তাঁর সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন অনেকে। সেখানে সাইফের সঙ্গে মাত্র দুজন বডিগার্ড ছিলেন। এত বড় হামলার পরেও কি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন অভিনেতা? প্রশ্ন তুলেছেন অনেকে।
নিজের বাড়িতে দুষ্কৃতকারীর হামলায় আহত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন সাইফ আলী খান। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’। গত সোমবার মুম্বাইয়ে সিনেমার টিজার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন সাইফ। অনুষ্ঠানে এসে তিনি জানান, এই মঞ্চে ফিরতে পেরে খুশি।
গত মাসে গভীর রাতে নিজের বাড়িতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে যেভাবে হামলার মুখে পড়েছিলেন শর্মিলাপুত্র, তাতে তাঁর বড়সড় শারীরিক সমস্যা হতে পারত। অল্পের জন্য বেঁচেছেন। মেরুদণ্ডের কাছে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরদিনই তাঁর জটিল অস্ত্রোপচার হয়। আঘাতের মোকাবিলা করে দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয় ছোট নবাবের। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।
একটি মূল্যবান হীরা চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘জুয়েল থিফ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন সাইফ। গত সোমবার সিনেমার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। নীল ডেনিম জিনসের সঙ্গে ডেনিম শার্ট ছিল পরনে। বাঁ হাতে ও ঘাড়ের কাছে ছিল ব্যান্ডেজ। হাত নেড়ে সবাইকে অভিবাদন জানান তিনি। থাম্বস আপও দেখান। তবে হামলার ঘটনা নিয়ে একের পর এক প্রশ্ন করা হলেও হাসিমুখে সেগুলো এড়িয়ে যান সাইফ।
অনুষ্ঠানে সাইফ জানান, অনেক দিন ধরে ডাকাতির গল্পের সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল। এত দিনে তা পূরণ হয়েছে। সিনেমার অন্যতম অভিনেতা জয়দীপ আহলাওয়াতের প্রশংসাও করেন সাইফ। তবে টিজার প্রকাশ অনুষ্ঠানে সাইফের আশপাশে তেমন সুরক্ষাবলয় ছিল না। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতেই তাঁর সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন অনেকে। সেখানে সাইফের সঙ্গে মাত্র দুজন বডিগার্ড ছিলেন। এত বড় হামলার পরেও কি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন অভিনেতা? প্রশ্ন তুলেছেন অনেকে।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১১ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১১ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১১ ঘণ্টা আগে