বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে