বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
২ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৪ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৫ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৬ ঘণ্টা আগে