বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
১ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১১ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১২ ঘণ্টা আগে