জাভেদ আখতারের কোনো ছবি এ দেশে দেখানো যাবে না—এমন হুমকি দিয়েছেন ভারতে মহারাষ্ট্র রাজ্যের বিজেপি বিধায়ক এবং দলীয় মুখপাত্র রাম কদম। গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় জাভেদ আখতারের কঠোর সমালোচনা করেন ওই বিজেপি নেতা। এরপরই ভারতে জাভেদের ছবির প্রদর্শন বন্ধের হুমকি দেন তিনি। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডের প্রখ্যাত গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেন, ‘তালেবান যেমন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমনি আরেক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু—যেই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও তালেবানের চেয়ে আলাদা নয়।’
জাভেদ আখতারের এ মন্তব্যের পর তুমুল শোরগোল পড়ে যায় অনলাইন-অফলাইনে। এমন সাহসী উচ্চারণের জন্য অনেকেই জাভেদের প্রশংসা করলেও, তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন অনেকে। এবার আসরে নেমে পড়ল বিজেপি। এই মন্তব্যের জন্য জাভেদকে ক্ষমা চাইতে হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাম কদম।
হাতজোড় করে জাভেদ ক্ষমা না চাইলে তাঁর ছবি মুক্তি আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করে জাভেদ অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ তাঁর।
ক্ষুব্ধ রাম কদম বলেন, ‘আরএসএসের যেসব কর্মী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের কাছে তিনি ক্ষমা না চাইলে ভারতের মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না।’
জাভেদ আখতারের কোনো ছবি এ দেশে দেখানো যাবে না—এমন হুমকি দিয়েছেন ভারতে মহারাষ্ট্র রাজ্যের বিজেপি বিধায়ক এবং দলীয় মুখপাত্র রাম কদম। গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় জাভেদ আখতারের কঠোর সমালোচনা করেন ওই বিজেপি নেতা। এরপরই ভারতে জাভেদের ছবির প্রদর্শন বন্ধের হুমকি দেন তিনি। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডের প্রখ্যাত গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেন, ‘তালেবান যেমন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমনি আরেক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু—যেই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও তালেবানের চেয়ে আলাদা নয়।’
জাভেদ আখতারের এ মন্তব্যের পর তুমুল শোরগোল পড়ে যায় অনলাইন-অফলাইনে। এমন সাহসী উচ্চারণের জন্য অনেকেই জাভেদের প্রশংসা করলেও, তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন অনেকে। এবার আসরে নেমে পড়ল বিজেপি। এই মন্তব্যের জন্য জাভেদকে ক্ষমা চাইতে হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাম কদম।
হাতজোড় করে জাভেদ ক্ষমা না চাইলে তাঁর ছবি মুক্তি আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করে জাভেদ অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ তাঁর।
ক্ষুব্ধ রাম কদম বলেন, ‘আরএসএসের যেসব কর্মী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের কাছে তিনি ক্ষমা না চাইলে ভারতের মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না।’
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
২১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
২১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
২১ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
২১ ঘণ্টা আগে