জাভেদ আখতারের কোনো ছবি এ দেশে দেখানো যাবে না—এমন হুমকি দিয়েছেন ভারতে মহারাষ্ট্র রাজ্যের বিজেপি বিধায়ক এবং দলীয় মুখপাত্র রাম কদম। গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় জাভেদ আখতারের কঠোর সমালোচনা করেন ওই বিজেপি নেতা। এরপরই ভারতে জাভেদের ছবির প্রদর্শন বন্ধের হুমকি দেন তিনি। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডের প্রখ্যাত গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেন, ‘তালেবান যেমন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমনি আরেক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু—যেই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও তালেবানের চেয়ে আলাদা নয়।’
জাভেদ আখতারের এ মন্তব্যের পর তুমুল শোরগোল পড়ে যায় অনলাইন-অফলাইনে। এমন সাহসী উচ্চারণের জন্য অনেকেই জাভেদের প্রশংসা করলেও, তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন অনেকে। এবার আসরে নেমে পড়ল বিজেপি। এই মন্তব্যের জন্য জাভেদকে ক্ষমা চাইতে হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাম কদম।
হাতজোড় করে জাভেদ ক্ষমা না চাইলে তাঁর ছবি মুক্তি আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করে জাভেদ অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ তাঁর।
ক্ষুব্ধ রাম কদম বলেন, ‘আরএসএসের যেসব কর্মী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের কাছে তিনি ক্ষমা না চাইলে ভারতের মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না।’
জাভেদ আখতারের কোনো ছবি এ দেশে দেখানো যাবে না—এমন হুমকি দিয়েছেন ভারতে মহারাষ্ট্র রাজ্যের বিজেপি বিধায়ক এবং দলীয় মুখপাত্র রাম কদম। গতকাল শনিবার রাতে এক ভিডিও বার্তায় জাভেদ আখতারের কঠোর সমালোচনা করেন ওই বিজেপি নেতা। এরপরই ভারতে জাভেদের ছবির প্রদর্শন বন্ধের হুমকি দেন তিনি। স্বাভাবিকভাবেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডের প্রখ্যাত গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেন, ‘তালেবান যেমন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমনি আরেক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু—যেই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও তালেবানের চেয়ে আলাদা নয়।’
জাভেদ আখতারের এ মন্তব্যের পর তুমুল শোরগোল পড়ে যায় অনলাইন-অফলাইনে। এমন সাহসী উচ্চারণের জন্য অনেকেই জাভেদের প্রশংসা করলেও, তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন অনেকে। এবার আসরে নেমে পড়ল বিজেপি। এই মন্তব্যের জন্য জাভেদকে ক্ষমা চাইতে হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাম কদম।
হাতজোড় করে জাভেদ ক্ষমা না চাইলে তাঁর ছবি মুক্তি আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করে জাভেদ অসংখ্য মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ তাঁর।
ক্ষুব্ধ রাম কদম বলেন, ‘আরএসএসের যেসব কর্মী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের কাছে তিনি ক্ষমা না চাইলে ভারতের মাটিতে তাঁর একটি ছবিও মুক্তি পাবে না।’
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
২১ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
২১ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
২১ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে