ঐতিহাসিক পটভূমিতে ছবি নির্মাণ থেকে আপাতত বিরতী নিয়েছেন আশুতোষ গোয়ারিকর। ফারহান আখতারকে ‘ফরেস্ট রেঞ্জার’ হিসেবে তৈরী করছেন ‘লগান’ ছবি খ্যাত এই পরিচালক। আশুতোষ বলিউড ছবির অন্যতম আলোচিত পরিচালক। আশুতোষের পরবর্তী ছবিতে অভিনয় করছেন ফারহান আখতার। অ্যাকশনধর্মী এই ছবিতে ফারহানের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিং-কে। ‘পুকার’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাভেদ আখতার। প্রায় ১৫ বছর পর কোনও ছবির গল্পকার ও চিত্রনাট্যকারের আসনে দেখা যাবে এই কিংবদন্তি ব্যক্তিত্বকে।
জানা গেছে, আশুতোষের এই নতুন ছবির নাম রাখা হয়েছে ‘পুকার’। জঙ্গলকে ঘিরে গল্প। টানটান এক অ্যাকশনধর্মী ছবি হবে ‘পুকার’। ছবিতে এক ফরেস্ট রেঞ্জারের চরিত্রে দেখা যাবে ফারহানকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই মুম্বাইয়ে শুটিং শুরু হবে এই ছবির। আপাতত চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। অন্যদিকে, ‘ছত্রীওয়ালি’ ছবির কাজ শেষ করে ফারহানের সঙ্গে এই ছবির সেটে হাজির হবেন রাকুল।
ভারতীয় গণমাধ্যম বলছে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জগপতি বাবুকে নাকি ছবির প্রধান ভিলেনের চরিত্রে দেখা যাবে। ‘পুকার’ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন এই এই দক্ষিণী তারকা।
ছবিটি প্রযোজনা করছে ফারহানের ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’। এখন পর্যন্ত এই প্রযোজনা সংস্থার অন্যতম বিগ বাজেট ছবি হতে চলেছে ‘পুকার’।
ঐতিহাসিক পটভূমিতে ছবি নির্মাণ থেকে আপাতত বিরতী নিয়েছেন আশুতোষ গোয়ারিকর। ফারহান আখতারকে ‘ফরেস্ট রেঞ্জার’ হিসেবে তৈরী করছেন ‘লগান’ ছবি খ্যাত এই পরিচালক। আশুতোষ বলিউড ছবির অন্যতম আলোচিত পরিচালক। আশুতোষের পরবর্তী ছবিতে অভিনয় করছেন ফারহান আখতার। অ্যাকশনধর্মী এই ছবিতে ফারহানের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিং-কে। ‘পুকার’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাভেদ আখতার। প্রায় ১৫ বছর পর কোনও ছবির গল্পকার ও চিত্রনাট্যকারের আসনে দেখা যাবে এই কিংবদন্তি ব্যক্তিত্বকে।
জানা গেছে, আশুতোষের এই নতুন ছবির নাম রাখা হয়েছে ‘পুকার’। জঙ্গলকে ঘিরে গল্প। টানটান এক অ্যাকশনধর্মী ছবি হবে ‘পুকার’। ছবিতে এক ফরেস্ট রেঞ্জারের চরিত্রে দেখা যাবে ফারহানকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই মুম্বাইয়ে শুটিং শুরু হবে এই ছবির। আপাতত চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। অন্যদিকে, ‘ছত্রীওয়ালি’ ছবির কাজ শেষ করে ফারহানের সঙ্গে এই ছবির সেটে হাজির হবেন রাকুল।
ভারতীয় গণমাধ্যম বলছে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জগপতি বাবুকে নাকি ছবির প্রধান ভিলেনের চরিত্রে দেখা যাবে। ‘পুকার’ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন এই এই দক্ষিণী তারকা।
ছবিটি প্রযোজনা করছে ফারহানের ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’। এখন পর্যন্ত এই প্রযোজনা সংস্থার অন্যতম বিগ বাজেট ছবি হতে চলেছে ‘পুকার’।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
২ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৬ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে