Ajker Patrika

এক ছবিতে জাভেদ-আশুতোষ-ফারহান

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১২: ০২
Thumbnail image

ঐতিহাসিক পটভূমিতে ছবি নির্মাণ থেকে আপাতত বিরতী নিয়েছেন আশুতোষ গোয়ারিকর। ফারহান আখতারকে ‘ফরেস্ট রেঞ্জার’ হিসেবে তৈরী করছেন ‘লগান’ ছবি খ্যাত এই পরিচালক। আশুতোষ বলিউড ছবির অন্যতম আলোচিত পরিচালক। আশুতোষের পরবর্তী ছবিতে অভিনয় করছেন ফারহান আখতার। অ্যাকশনধর্মী এই ছবিতে ফারহানের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিং-কে। ‘পুকার’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাভেদ আখতার। প্রায় ১৫ বছর পর কোনও ছবির গল্পকার ও চিত্রনাট্যকারের আসনে দেখা যাবে এই কিংবদন্তি ব্যক্তিত্বকে।

জানা গেছে, আশুতোষের এই নতুন ছবির নাম রাখা হয়েছে ‘পুকার’। জঙ্গলকে ঘিরে গল্প। টানটান এক অ্যাকশনধর্মী ছবি হবে ‘পুকার’। ছবিতে এক ফরেস্ট রেঞ্জারের চরিত্রে দেখা যাবে ফারহানকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই মুম্বাইয়ে শুটিং শুরু হবে এই ছবির। আপাতত চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। অন্যদিকে, ‘ছত্রীওয়ালি’ ছবির কাজ শেষ করে ফারহানের সঙ্গে এই ছবির সেটে হাজির হবেন রাকুল।

ভারতীয় গণমাধ্যম বলছে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জগপতি বাবুকে নাকি ছবির প্রধান ভিলেনের চরিত্রে দেখা যাবে। ‘পুকার’ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখছেন এই এই দক্ষিণী তারকা।

ছবিটি প্রযোজনা করছে ফারহানের ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’। এখন পর্যন্ত এই প্রযোজনা সংস্থার অন্যতম বিগ বাজেট ছবি হতে চলেছে ‘পুকার’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত