বলিউড সুপারস্টার থেকে শুরু করে ভারতের সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ওপর যেন ‘শনির দশা’ চেপেছে। একের পর এক হত্যার হুমকি বা হামলার শিকার হচ্ছেন তাঁরা। এবার ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মাকে পাকিস্তান থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একই ধরনের হুমকির ইমেইল পেয়েছেন রাজপাল যাদব, সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজাও।
পুলিশ বলছে, হুমকির পর কপিল শর্মা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আমবোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ভারতীয় আইন ৩৫১(৩) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
যিনি ই-মেইলে পাঠিয়েছেন তিনি তাঁর নাম ‘বিষ্ণু’ ব্যবহার করেছেন। সেই সঙ্গে মেইল পাঠানো ৮ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।
ওই ই-মেইলে বলা হয়েছে, ‘আপনার কার্যকলাপ আমাদের নজরদারিতে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাকে জানানো হলো। এটা কোনো প্রচারণার কৌশল নয় বরং গুরুত্বপূর্ণ। আপনাকে এই বার্তার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’
ইমেইলে এই হুমকি পাওয়ার পর কপিল শর্মা থানায় অভিযোগ দায়ের করেন। গত মাসে একই ধরনের হুমকিতে ইমেইল পেয়েছিলেন সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজা। গত বছরের ডিসেম্বর মাসে রাজপাল যাদবও এই ধরনের একটি ইমেইল পেয়েছিলেন।
এ দিকে তারকাদের ওপর এ ধরনের হুমকির ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করছে করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সম্প্রতি, রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা এবং সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা শহরে আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, তারা দ্রুত এই ঘটনার তদন্ত সম্পন্ন করার চেষ্টা করছে এবং তারকাদের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে।
বলিউড সুপারস্টার থেকে শুরু করে ভারতের সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ওপর যেন ‘শনির দশা’ চেপেছে। একের পর এক হত্যার হুমকি বা হামলার শিকার হচ্ছেন তাঁরা। এবার ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মাকে পাকিস্তান থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একই ধরনের হুমকির ইমেইল পেয়েছেন রাজপাল যাদব, সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজাও।
পুলিশ বলছে, হুমকির পর কপিল শর্মা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আমবোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ভারতীয় আইন ৩৫১(৩) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
যিনি ই-মেইলে পাঠিয়েছেন তিনি তাঁর নাম ‘বিষ্ণু’ ব্যবহার করেছেন। সেই সঙ্গে মেইল পাঠানো ৮ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।
ওই ই-মেইলে বলা হয়েছে, ‘আপনার কার্যকলাপ আমাদের নজরদারিতে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাকে জানানো হলো। এটা কোনো প্রচারণার কৌশল নয় বরং গুরুত্বপূর্ণ। আপনাকে এই বার্তার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’
ইমেইলে এই হুমকি পাওয়ার পর কপিল শর্মা থানায় অভিযোগ দায়ের করেন। গত মাসে একই ধরনের হুমকিতে ইমেইল পেয়েছিলেন সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজা। গত বছরের ডিসেম্বর মাসে রাজপাল যাদবও এই ধরনের একটি ইমেইল পেয়েছিলেন।
এ দিকে তারকাদের ওপর এ ধরনের হুমকির ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করছে করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সম্প্রতি, রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা এবং সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা শহরে আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, তারা দ্রুত এই ঘটনার তদন্ত সম্পন্ন করার চেষ্টা করছে এবং তারকাদের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে।
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৩ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৫ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৭ ঘণ্টা আগে