বলিউড সুপারস্টার থেকে শুরু করে ভারতের সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ওপর যেন ‘শনির দশা’ চেপেছে। একের পর এক হত্যার হুমকি বা হামলার শিকার হচ্ছেন তাঁরা। এবার ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মাকে পাকিস্তান থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একই ধরনের হুমকির ইমেইল পেয়েছেন রাজপাল যাদব, সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজাও।
পুলিশ বলছে, হুমকির পর কপিল শর্মা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আমবোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ভারতীয় আইন ৩৫১(৩) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
যিনি ই-মেইলে পাঠিয়েছেন তিনি তাঁর নাম ‘বিষ্ণু’ ব্যবহার করেছেন। সেই সঙ্গে মেইল পাঠানো ৮ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।
ওই ই-মেইলে বলা হয়েছে, ‘আপনার কার্যকলাপ আমাদের নজরদারিতে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাকে জানানো হলো। এটা কোনো প্রচারণার কৌশল নয় বরং গুরুত্বপূর্ণ। আপনাকে এই বার্তার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’
ইমেইলে এই হুমকি পাওয়ার পর কপিল শর্মা থানায় অভিযোগ দায়ের করেন। গত মাসে একই ধরনের হুমকিতে ইমেইল পেয়েছিলেন সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজা। গত বছরের ডিসেম্বর মাসে রাজপাল যাদবও এই ধরনের একটি ইমেইল পেয়েছিলেন।
এ দিকে তারকাদের ওপর এ ধরনের হুমকির ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করছে করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সম্প্রতি, রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা এবং সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা শহরে আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, তারা দ্রুত এই ঘটনার তদন্ত সম্পন্ন করার চেষ্টা করছে এবং তারকাদের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে।
বলিউড সুপারস্টার থেকে শুরু করে ভারতের সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ওপর যেন ‘শনির দশা’ চেপেছে। একের পর এক হত্যার হুমকি বা হামলার শিকার হচ্ছেন তাঁরা। এবার ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মাকে পাকিস্তান থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একই ধরনের হুমকির ইমেইল পেয়েছেন রাজপাল যাদব, সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজাও।
পুলিশ বলছে, হুমকির পর কপিল শর্মা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আমবোলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ভারতীয় আইন ৩৫১(৩) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
যিনি ই-মেইলে পাঠিয়েছেন তিনি তাঁর নাম ‘বিষ্ণু’ ব্যবহার করেছেন। সেই সঙ্গে মেইল পাঠানো ৮ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুতর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।
ওই ই-মেইলে বলা হয়েছে, ‘আপনার কার্যকলাপ আমাদের নজরদারিতে রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাকে জানানো হলো। এটা কোনো প্রচারণার কৌশল নয় বরং গুরুত্বপূর্ণ। আপনাকে এই বার্তার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’
ইমেইলে এই হুমকি পাওয়ার পর কপিল শর্মা থানায় অভিযোগ দায়ের করেন। গত মাসে একই ধরনের হুমকিতে ইমেইল পেয়েছিলেন সুগন্ধা মিশরা এবং রেমো ডিসুজা। গত বছরের ডিসেম্বর মাসে রাজপাল যাদবও এই ধরনের একটি ইমেইল পেয়েছিলেন।
এ দিকে তারকাদের ওপর এ ধরনের হুমকির ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করছে করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সম্প্রতি, রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যা এবং সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা শহরে আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, তারা দ্রুত এই ঘটনার তদন্ত সম্পন্ন করার চেষ্টা করছে এবং তারকাদের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিচ্ছে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১ ঘণ্টা আগে