বিনোদন ডেস্ক
বিয়ের পর থেকে নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাংলোতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার হয়েছে ভাইরাল। যার অন্দরমহল দেখে এক কথায় চমকে যেতে হয়। কিন্তু কিছু সমস্যায় রাতারাতি বাংলোটি ছেড়েছিলেন তাঁরা। কী এমন হয়েছিল যে বাংলো ছাড়তে হয়েছিল নিক-প্রিয়াঙ্কাকে, সে খবর নিয়ে বেশ হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার প্রিয়াঙ্কা জানিয়েছেন, সেই বাংলোকেই নতুন করে সাজিয়ে মনের মতো এক রাজপ্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা। মেয়ে মালতীকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের সেই ম্যানসনে এবার থেকে থাকবেন তাঁরা।
বিলাসবহুল এই বাংলোটির মূল্য ২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২১৯ কোটি টাকা (১ ডলার সমান ১০৯.৫১ টাকা ধরে)। সম্প্রতি বিলাসবহুল এই বাংলোটির বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান। যা দেখে যে কারও চোখ কপালে উঠবে। যেমন তার অন্দরসজ্জা, তেমনই প্রাসাদের চারপাশের প্রকৃতি সবুজে সবুজে ঘেরা। সম্প্রতি এই প্রাসাদেই দীপাবলি সেলিব্রেশনের ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় বিয়ে সেরে লস অ্যাঞ্জেলেসের ওই বিলাসবহুল বাংলো কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেই বাংলোর ছবি বহুবার তিনি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। গোটা বাড়ির দেয়াল দুধ সাদা নয়তো হালকা ক্রিম রঙের। বসার ঘরে তার সঙ্গে মেলানো ক্রিম রঙেরই সোফা। সঙ্গে কাঠের কফি টেবিল। পাথুরে দেয়াল। আর হালকা হলুদ আলো।
যে কারণে বাংলোটি ছেড়েছিলেন প্রিয়াঙ্কা-নিক
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বাড়িটি কেনার পর থেকেই সেখানে পানির সমস্যা ছিল। যা নিয়ে বিক্রেতার সঙ্গে একাধিকবার কথাও হয়েছিল তাঁদের। বাড়িতে পানি জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বাড়ির অন্দরমহলের সাজসজ্জাও নষ্ট হতে বসেছিল। কোথাও পানি চুঁইয়ে পড়ছিল। সুইমিং পুলের পাশ থেকে মূলত লিকেজ হচ্ছিল। যার বারণে বারবিকিউ এরিয়া পুরো নষ্ট হয়ে গিয়েছিল।
সেসময় যে মালিক লস অ্যাঞ্জেলেসের ওই বাংলো নিক-প্রিয়াঙ্কাকে বিক্রি করেছিলেন তাঁর বিরুদ্ধে মামলাও করেন জোনাস দম্পতি। বাধ্য হয়েই গত ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের সেই বিলাসবহুল বাংলো ছেড়ে অন্যত্র চলে যান নিক-প্রিয়াঙ্কা।
যা আছে এই বিলাসবহুল প্রাসাদে
২০ হাজার বর্গ ফুটের সে প্রাসাদে রয়েছে সাতটা বেডরুম, ১১ টা গোসলখানা। পোষ্যদের জন্য আলাদা ঘর ও বাথরুম। বাড়ির পেছন দিকে বিশাল সুইমিং পুল, বারবিকিউ প্লেস। পুলের লাগোয়া বিশাল বসার জায়গা। এটি প্রিয়াঙ্কার রোদ পোহানোর জায়গা। মাঝে মধ্যে এখানে বসেই প্রাতরাশও সেরে নেন তিনি। বাড়িতে নিজস্ব জিমও আছে তাঁর। সেই জিমে শারীরিক কসরতের ছবি প্রায় আসে ইনস্টাগ্রামে।
নিকের জন্য আলাদা ঘর তো রয়েছেই। নাম নিকস ডেন। গায়ক নিক এখানে তাঁর গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন। এই ঘরেই রয়েছে বিশাল হোম থিয়েটার। প্রিয়াঙ্কার নিজস্ব বিশাল রান্নাঘর আছে বাংলোয়, আছে নিজস্ব বার, লাইব্রেরি। বাংলো খুবই খোলামেলা, চারপাশে পাহাড় ও সবুজ প্রকৃতি। প্রতি ঘরেই বিশাল বিশাল জানলা আর কাচের স্লাইডিং ডোর। এমনভাবে ঘরগুলো তৈরি যাতে ঘরে বসেই পাহাড় ও গাছপালা দেখা যায়।
প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তাঁদের মেয়ে মালতীকে প্রকৃতি আর সবুজের মাঝে খোলামেলা পরিবেশে বড় করার ইচ্ছা আছে তাঁদের। তাই শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে ওই প্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা।
বিয়ের পর থেকে নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাংলোতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার হয়েছে ভাইরাল। যার অন্দরমহল দেখে এক কথায় চমকে যেতে হয়। কিন্তু কিছু সমস্যায় রাতারাতি বাংলোটি ছেড়েছিলেন তাঁরা। কী এমন হয়েছিল যে বাংলো ছাড়তে হয়েছিল নিক-প্রিয়াঙ্কাকে, সে খবর নিয়ে বেশ হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার প্রিয়াঙ্কা জানিয়েছেন, সেই বাংলোকেই নতুন করে সাজিয়ে মনের মতো এক রাজপ্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা। মেয়ে মালতীকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের সেই ম্যানসনে এবার থেকে থাকবেন তাঁরা।
বিলাসবহুল এই বাংলোটির মূল্য ২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২১৯ কোটি টাকা (১ ডলার সমান ১০৯.৫১ টাকা ধরে)। সম্প্রতি বিলাসবহুল এই বাংলোটির বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান। যা দেখে যে কারও চোখ কপালে উঠবে। যেমন তার অন্দরসজ্জা, তেমনই প্রাসাদের চারপাশের প্রকৃতি সবুজে সবুজে ঘেরা। সম্প্রতি এই প্রাসাদেই দীপাবলি সেলিব্রেশনের ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় বিয়ে সেরে লস অ্যাঞ্জেলেসের ওই বিলাসবহুল বাংলো কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেই বাংলোর ছবি বহুবার তিনি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। গোটা বাড়ির দেয়াল দুধ সাদা নয়তো হালকা ক্রিম রঙের। বসার ঘরে তার সঙ্গে মেলানো ক্রিম রঙেরই সোফা। সঙ্গে কাঠের কফি টেবিল। পাথুরে দেয়াল। আর হালকা হলুদ আলো।
যে কারণে বাংলোটি ছেড়েছিলেন প্রিয়াঙ্কা-নিক
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বাড়িটি কেনার পর থেকেই সেখানে পানির সমস্যা ছিল। যা নিয়ে বিক্রেতার সঙ্গে একাধিকবার কথাও হয়েছিল তাঁদের। বাড়িতে পানি জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বাড়ির অন্দরমহলের সাজসজ্জাও নষ্ট হতে বসেছিল। কোথাও পানি চুঁইয়ে পড়ছিল। সুইমিং পুলের পাশ থেকে মূলত লিকেজ হচ্ছিল। যার বারণে বারবিকিউ এরিয়া পুরো নষ্ট হয়ে গিয়েছিল।
সেসময় যে মালিক লস অ্যাঞ্জেলেসের ওই বাংলো নিক-প্রিয়াঙ্কাকে বিক্রি করেছিলেন তাঁর বিরুদ্ধে মামলাও করেন জোনাস দম্পতি। বাধ্য হয়েই গত ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের সেই বিলাসবহুল বাংলো ছেড়ে অন্যত্র চলে যান নিক-প্রিয়াঙ্কা।
যা আছে এই বিলাসবহুল প্রাসাদে
২০ হাজার বর্গ ফুটের সে প্রাসাদে রয়েছে সাতটা বেডরুম, ১১ টা গোসলখানা। পোষ্যদের জন্য আলাদা ঘর ও বাথরুম। বাড়ির পেছন দিকে বিশাল সুইমিং পুল, বারবিকিউ প্লেস। পুলের লাগোয়া বিশাল বসার জায়গা। এটি প্রিয়াঙ্কার রোদ পোহানোর জায়গা। মাঝে মধ্যে এখানে বসেই প্রাতরাশও সেরে নেন তিনি। বাড়িতে নিজস্ব জিমও আছে তাঁর। সেই জিমে শারীরিক কসরতের ছবি প্রায় আসে ইনস্টাগ্রামে।
নিকের জন্য আলাদা ঘর তো রয়েছেই। নাম নিকস ডেন। গায়ক নিক এখানে তাঁর গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন। এই ঘরেই রয়েছে বিশাল হোম থিয়েটার। প্রিয়াঙ্কার নিজস্ব বিশাল রান্নাঘর আছে বাংলোয়, আছে নিজস্ব বার, লাইব্রেরি। বাংলো খুবই খোলামেলা, চারপাশে পাহাড় ও সবুজ প্রকৃতি। প্রতি ঘরেই বিশাল বিশাল জানলা আর কাচের স্লাইডিং ডোর। এমনভাবে ঘরগুলো তৈরি যাতে ঘরে বসেই পাহাড় ও গাছপালা দেখা যায়।
প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তাঁদের মেয়ে মালতীকে প্রকৃতি আর সবুজের মাঝে খোলামেলা পরিবেশে বড় করার ইচ্ছা আছে তাঁদের। তাই শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে ওই প্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
১১ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
১১ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
১৫ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
১৫ ঘণ্টা আগে