২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ৯ বছর পর ফিরছে টাইগার-কৃতি জুটি।
সম্প্রতি প্রকাশ পাওয়া গণপথের ট্রেলারের শুরুতেই উঠে এল এমন এক জগৎ, যেখানে রয়েছে দুঃখ, যন্ত্রণা, ভ্রষ্টাচার আর হতাশা। তাঁদের মসিহর জন্ম হলেই বদলে যাবে ভাগ্য, ভেঙে যাবে ধনী-গরিবের ভেদাভেদ। এরপর দেখা গেল একের পর এক শত্রুদের নিধনে মগ্ন টাইগার। দুর্ধর্ষ অ্যাকশনে মোড়া ২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে ছিল কৃতি শ্যাননের উজ্জ্বল উপস্থিতি। নানচাকু এক্সপার্ট কৃতির প্রেমে পাগল গুড্ডুর জীবনে আচমকাই ঘটবে দুর্ঘটনা। গুন্ডাদের হাতে মার খেয়ে সর্বস্ব হারিয়ে প্রতিশোধের লড়াইয়ে নামবে সে। চমক হিসেবে দেখা গেছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। পাগড়ি দিয়ে এক চোখ ঢাকা তাঁর। আঁচ করা গেল, টাইগারের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
ট্রেলার প্রকাশের পর থেকে নতুন চিন্তার এই সিনেমার প্রশংসার পাশাপাশি হচ্ছে সমালোচনা। অনেকে অ্যাকশন ও সায়েন্সের মিশ্রণের প্রশংসা করলেও কেউ কেউ ভিএফএক্স নিয়ে প্রশ্ন তুলেছেন। বক্স অফিসে সিনেমাটি ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন অনেকে।
দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে গণপথ। পূজা এন্টারটেইনমেন্ট এবং গুড কোম্পানির যৌথ প্রযোজনায় তৈরি এ সিনেমাকে লড়তে হবে কঙ্গনার ‘তেজাস’ ও যশ-দিব্যার ‘ইয়ারিয়া ২’ সিনেমার সঙ্গে।
২০৭০ সালের প্রেক্ষাপটে বিকাশ বহেল নির্মাণ করেছেন ‘গণপথ’। অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি এ সিনেমায় উঠে আসবে ভবিষ্যৎ দুনিয়ার ধনী-গরিবের লড়াইয়ের গল্প। এতে গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর নায়িকা হিসেবে রয়েছেন কৃতি শ্যানন। এ সিনেমা দিয়ে ৯ বছর পর ফিরছে টাইগার-কৃতি জুটি।
সম্প্রতি প্রকাশ পাওয়া গণপথের ট্রেলারের শুরুতেই উঠে এল এমন এক জগৎ, যেখানে রয়েছে দুঃখ, যন্ত্রণা, ভ্রষ্টাচার আর হতাশা। তাঁদের মসিহর জন্ম হলেই বদলে যাবে ভাগ্য, ভেঙে যাবে ধনী-গরিবের ভেদাভেদ। এরপর দেখা গেল একের পর এক শত্রুদের নিধনে মগ্ন টাইগার। দুর্ধর্ষ অ্যাকশনে মোড়া ২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে ছিল কৃতি শ্যাননের উজ্জ্বল উপস্থিতি। নানচাকু এক্সপার্ট কৃতির প্রেমে পাগল গুড্ডুর জীবনে আচমকাই ঘটবে দুর্ঘটনা। গুন্ডাদের হাতে মার খেয়ে সর্বস্ব হারিয়ে প্রতিশোধের লড়াইয়ে নামবে সে। চমক হিসেবে দেখা গেছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। পাগড়ি দিয়ে এক চোখ ঢাকা তাঁর। আঁচ করা গেল, টাইগারের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
ট্রেলার প্রকাশের পর থেকে নতুন চিন্তার এই সিনেমার প্রশংসার পাশাপাশি হচ্ছে সমালোচনা। অনেকে অ্যাকশন ও সায়েন্সের মিশ্রণের প্রশংসা করলেও কেউ কেউ ভিএফএক্স নিয়ে প্রশ্ন তুলেছেন। বক্স অফিসে সিনেমাটি ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন অনেকে।
দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে গণপথ। পূজা এন্টারটেইনমেন্ট এবং গুড কোম্পানির যৌথ প্রযোজনায় তৈরি এ সিনেমাকে লড়তে হবে কঙ্গনার ‘তেজাস’ ও যশ-দিব্যার ‘ইয়ারিয়া ২’ সিনেমার সঙ্গে।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৩ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
৫ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৭ ঘণ্টা আগে