মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের বেশ কিছু বড় বাজেটের ছবি। এ তালিকায় রয়েছে ‘রাধে শ্যাম’, ওম রাউতের ‘আদিপুরুষ’ এবং প্রশান্ত নীলের ‘সালার’। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ‘রাধে শ্যাম’। ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’ এবং ২০২২ সালেই আসছে ‘সালার’। শোনা যাচ্ছে, আরও বেশ কিছু নতুন ছবি রয়েছে প্রভাসের ঝুলিতে।
প্রভাস মানেই বড় আয়োজন আর চমক। যেমন, খবর রটেছে, সন্দ্বীপ রেড্ডির ‘স্পিরিট’ ছবিটি করছেন প্রভাস। মোট ৮টি ভাষায় মুক্তি পাবে এই ছবি—তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম, কান্নড়, মান্দারিন, কোরিয়ান ও জাপানিজ। এটি প্রভাসের ২৫তম ছবি। ২৪তম ছবি হবে প্রশান্ত নীলের পরিচালনায়। এখনো ছবিটির নাম চূড়ান্ত হয়নি। ‘সালার’-এর পর আবারও এই নির্মাতার সঙ্গে কাজ করবেন প্রভাস। ছবিটি মিথলজিক্যাল গল্পের। ‘বাহুবলী’ থেকেও বড় আয়োজনে এই ছবি বানানোর পরিকল্পনা চলছে।
নাগ অশ্বীনের ‘প্রজেক্ট কে’ ছবিতে অভিনয় করবেন প্রভাস। এতে প্রভাসের পাশাপাশি অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোনও অভিনয় করবেন। বলিউড পরিচালক সিদ্ধার্থ আনন্দ শেষ করে এনেছেন ‘পাঠান’ ছবির কাজ, পরিকল্পনা শুরু করেছেন পরবর্তী ছবি নিয়ে। পরের ছবিতেও নায়কের ভূমিকায় প্রভাসকেই চাইছেন সিদ্ধার্থ। অন্যদিকে প্রভাসের হোম ব্যানার ‘ইউভি ক্রিয়েশন’ থেকে ‘সাহো’ খ্যাত ডিরেক্টর সুজিতের সঙ্গে একটি ছবির ব্যাপারে কথা চলছে।
নিজের ওজন নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন প্রভাস। সম্প্রতি প্রভাসের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে, অভিনেতার ওজন অনেকটাই বেড়ে গেছে। তাই ওজন কমানোর চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যাবেন অভিনেতা। এরই মধ্যে পুরোনো চেহারায় ফিরতে বিশেষ ডায়েট শুরুর পরিকল্পনা করেছেন। ছবির পরিচালকেরাও বসে নেই। কেন হঠাৎ প্রভাসের ওজন বেড়েছে, এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন।
‘রেবেল’ নামেই পরিচিত ছিলেন ভারতের দক্ষিণের এই সুপারস্টার। কিন্তু ‘বাহুবলী’ ছবিতে অভিনয়ের পর সেই নাম পাল্টে গেছে। এখন সবাই তাকে ‘বাহুবলী’ তারকা নামেই জানেন। ছবিটিতে অভিনয় করে তাক লাগিয়ে দেন তেলুগু এ অভিনেতা। দেশ-বিদেশে প্রশংসার পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অমূল্য রতনে পরিণত হয়েছেন প্রভাস। তাইতো একের পর এক বিগ বাজেটের ছবিতে কাজ করছেন তিনি। শোনা যাচ্ছে, হলিউড ছবিতেও অভিনয় করবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলিউডের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। ভৌতিক গল্পের ছবিটির চিত্রনাট্যও পাঠিয়েছে প্রতিষ্ঠান থেকে। তবে এ বিষয়ে মুখ খোলেননি প্রভাস।
মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের বেশ কিছু বড় বাজেটের ছবি। এ তালিকায় রয়েছে ‘রাধে শ্যাম’, ওম রাউতের ‘আদিপুরুষ’ এবং প্রশান্ত নীলের ‘সালার’। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ‘রাধে শ্যাম’। ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’ এবং ২০২২ সালেই আসছে ‘সালার’। শোনা যাচ্ছে, আরও বেশ কিছু নতুন ছবি রয়েছে প্রভাসের ঝুলিতে।
প্রভাস মানেই বড় আয়োজন আর চমক। যেমন, খবর রটেছে, সন্দ্বীপ রেড্ডির ‘স্পিরিট’ ছবিটি করছেন প্রভাস। মোট ৮টি ভাষায় মুক্তি পাবে এই ছবি—তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম, কান্নড়, মান্দারিন, কোরিয়ান ও জাপানিজ। এটি প্রভাসের ২৫তম ছবি। ২৪তম ছবি হবে প্রশান্ত নীলের পরিচালনায়। এখনো ছবিটির নাম চূড়ান্ত হয়নি। ‘সালার’-এর পর আবারও এই নির্মাতার সঙ্গে কাজ করবেন প্রভাস। ছবিটি মিথলজিক্যাল গল্পের। ‘বাহুবলী’ থেকেও বড় আয়োজনে এই ছবি বানানোর পরিকল্পনা চলছে।
নাগ অশ্বীনের ‘প্রজেক্ট কে’ ছবিতে অভিনয় করবেন প্রভাস। এতে প্রভাসের পাশাপাশি অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোনও অভিনয় করবেন। বলিউড পরিচালক সিদ্ধার্থ আনন্দ শেষ করে এনেছেন ‘পাঠান’ ছবির কাজ, পরিকল্পনা শুরু করেছেন পরবর্তী ছবি নিয়ে। পরের ছবিতেও নায়কের ভূমিকায় প্রভাসকেই চাইছেন সিদ্ধার্থ। অন্যদিকে প্রভাসের হোম ব্যানার ‘ইউভি ক্রিয়েশন’ থেকে ‘সাহো’ খ্যাত ডিরেক্টর সুজিতের সঙ্গে একটি ছবির ব্যাপারে কথা চলছে।
নিজের ওজন নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন প্রভাস। সম্প্রতি প্রভাসের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে, অভিনেতার ওজন অনেকটাই বেড়ে গেছে। তাই ওজন কমানোর চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যাবেন অভিনেতা। এরই মধ্যে পুরোনো চেহারায় ফিরতে বিশেষ ডায়েট শুরুর পরিকল্পনা করেছেন। ছবির পরিচালকেরাও বসে নেই। কেন হঠাৎ প্রভাসের ওজন বেড়েছে, এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন।
‘রেবেল’ নামেই পরিচিত ছিলেন ভারতের দক্ষিণের এই সুপারস্টার। কিন্তু ‘বাহুবলী’ ছবিতে অভিনয়ের পর সেই নাম পাল্টে গেছে। এখন সবাই তাকে ‘বাহুবলী’ তারকা নামেই জানেন। ছবিটিতে অভিনয় করে তাক লাগিয়ে দেন তেলুগু এ অভিনেতা। দেশ-বিদেশে প্রশংসার পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অমূল্য রতনে পরিণত হয়েছেন প্রভাস। তাইতো একের পর এক বিগ বাজেটের ছবিতে কাজ করছেন তিনি। শোনা যাচ্ছে, হলিউড ছবিতেও অভিনয় করবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলিউডের একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। ভৌতিক গল্পের ছবিটির চিত্রনাট্যও পাঠিয়েছে প্রতিষ্ঠান থেকে। তবে এ বিষয়ে মুখ খোলেননি প্রভাস।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১০ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১০ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১০ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১০ ঘণ্টা আগে