Ajker Patrika

‘লোকে দেখবে আর জ্বলবে’—কাকে ইঙ্গিত করে বললেন নিমরাত

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৫: ৫৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিষেক বচ্চনের সঙ্গে নিমরাত কৌরের প্রেমর গুঞ্জনের চর্চায় মুখর বলিউডসহ সামাজিক মাধ্যম। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের কারণের তীর এই অভিনেত্রীর দিকেই। এরই মধ্যে ইনস্টাগ্রামে রিল শেয়ার করে যেন বোমা ফাটালেন নিমরাত, যা রীতিমতো হতবাক করেছে নেটিজেনদের।

ওই ভিডিওতে নিমরাত বলেন, ‘লোকে দেখবে, আর জ্বলবে।’ নেটিজেনরা মনে করছেন, অভিষেক ও তাঁকে নিয়ে যে গুঞ্জন উঠেছে, রিলসের মধ্যে দিয়েই যেন এর জবাব দিলেন অভিনেত্রী।

২০২২ সালে মুক্তি পায় অভিষেক-নিমরাতের অভিনীত সিনেমা ‘দসভি’। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরাতের ঘনিষ্ঠতা শুরু; এমন গুঞ্জন চাউর হয়। শোনা যায়, সিনেমার শুটিং-এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরাত। আর এর জেরেই ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে এতেও দূরত্ব কমেনি এই দম্পতির।

এদিকে নিমরাতের সঙ্গে ছেলের নাম জড়ানোয় নাকি বেজায় বিরক্ত বচ্চন পরিবার। সম্প্রতি বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘অভিষেক বর্তমানে অন্য় অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছে। তাঁর ছবির প্রচারও চলছে। সম্ভবত এ কারণে এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরাতের অন্তত এগিয়ে আসা উচিত।’

তিনি এ-ও জানান, অভিষেকের সঙ্গে নিমরাতের প্রেমের খবর একেবারেই ভুয়া। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না।

সম্প্রতি ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরাত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। অভিষেকের সঙ্গে সরাসরি সম্পর্কের কথা না বললেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘আমি সিঙ্গেল। কোনো সম্পর্কে নেই।’ পাশাপাশি সিঙ্গেল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত