মঙ্গলবার মুম্বাইয়ে বসেছিল তারকাদের আসর। এদিন রাতে অনুষ্ঠিত হল ৬৭তম উলফ৭৭৭ নিউজ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কৃতি শ্যানন, বিদ্যা বালান, তাপসী পান্নু, কিয়ারা আদভানি, করণ জোহর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান থেকে শুরু করে টালিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীও উপস্থিত ছিলেন এ আয়োজনে।
গত এক বছরে বলিউডে অনেক বদল এসেছে। অনেক সুপারহিট হিরোও বক্সঅফিসে নাকানি চুবানি খাচ্ছেন। অনেক আলোচিত সিনেমাও সেভাবে ব্যবসা করতে পারছে না। এরমধ্যেও বেশ কিছু সিনেমা নজর কেড়েছে সমালোচক থেকে শুরু করে দর্শকদের। এ বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তাঁদের হাতেই তুলে দেওয়া হল সেরার সম্মান। এবার ‘৮৩’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে কৃতি শ্যাননের হাতে।
এছাড়া সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারটি নিয়েছেন বিদ্যা বালান (শেরনি)। একই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল (সর্দার উধাম)। সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত বিষ্ণু বর্ধনের সিনেমা ‘শেরশাহ’। পরিচালক সুভাষ ঘাইকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা।
৬৭তম ফিল্মফেয়ারে সেরা হলেন যাঁরা
সেরা অভিনেতা: রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধাম)
সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)
সেরা পরিচালক: বিষ্ণু বর্ধন (শেরশাহ)
সেরা সিনেমা (জনপ্রিয় ক্যাটাগরি): শেরশাহ
সেরা সিনেমা (সমালোচক ক্যাটাগরি): সর্দার উধাম
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): সাই তামহাঙ্কর (মিমি)
সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ (সর্দার উধাম)
সেরা নবাগত অভিনয়শিল্পী (পুরুষ): ইহান ভাতফর (নাইনটি নাইন সং)
সেরা নবাগত অভিনয়শিল্পী (নারী): শর্বরী ওয়াগ (বান্টি অওর বাবলি টু)
সেরা নবাগত পরিচালক: সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)
সেরা মিউজিক অ্যালবাম: শেরশাহ
সেরা গীতিকার: কৌশর মুনির, (লেহরা দো- ৮৩)
সেরা গায়ক: বি প্রাক, (মান ভারিয়া ২.০- শেরশাহ)
সেরা গায়িকা: আশীষ কৌর, (রাতা লামবিয়া- শেরশাহ)
সেরা সিনেমাটোগ্রাফি: অভিক মুখোপাধ্যায় (সর্দার উধাম)
আজীবন সম্মাননা পুরস্কার: সুভাষ ঘাই
মঙ্গলবার মুম্বাইয়ে বসেছিল তারকাদের আসর। এদিন রাতে অনুষ্ঠিত হল ৬৭তম উলফ৭৭৭ নিউজ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কৃতি শ্যানন, বিদ্যা বালান, তাপসী পান্নু, কিয়ারা আদভানি, করণ জোহর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান থেকে শুরু করে টালিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীও উপস্থিত ছিলেন এ আয়োজনে।
গত এক বছরে বলিউডে অনেক বদল এসেছে। অনেক সুপারহিট হিরোও বক্সঅফিসে নাকানি চুবানি খাচ্ছেন। অনেক আলোচিত সিনেমাও সেভাবে ব্যবসা করতে পারছে না। এরমধ্যেও বেশ কিছু সিনেমা নজর কেড়েছে সমালোচক থেকে শুরু করে দর্শকদের। এ বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তাঁদের হাতেই তুলে দেওয়া হল সেরার সম্মান। এবার ‘৮৩’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে কৃতি শ্যাননের হাতে।
এছাড়া সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারটি নিয়েছেন বিদ্যা বালান (শেরনি)। একই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল (সর্দার উধাম)। সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত বিষ্ণু বর্ধনের সিনেমা ‘শেরশাহ’। পরিচালক সুভাষ ঘাইকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা।
৬৭তম ফিল্মফেয়ারে সেরা হলেন যাঁরা
সেরা অভিনেতা: রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধাম)
সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)
সেরা পরিচালক: বিষ্ণু বর্ধন (শেরশাহ)
সেরা সিনেমা (জনপ্রিয় ক্যাটাগরি): শেরশাহ
সেরা সিনেমা (সমালোচক ক্যাটাগরি): সর্দার উধাম
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): সাই তামহাঙ্কর (মিমি)
সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ (সর্দার উধাম)
সেরা নবাগত অভিনয়শিল্পী (পুরুষ): ইহান ভাতফর (নাইনটি নাইন সং)
সেরা নবাগত অভিনয়শিল্পী (নারী): শর্বরী ওয়াগ (বান্টি অওর বাবলি টু)
সেরা নবাগত পরিচালক: সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)
সেরা মিউজিক অ্যালবাম: শেরশাহ
সেরা গীতিকার: কৌশর মুনির, (লেহরা দো- ৮৩)
সেরা গায়ক: বি প্রাক, (মান ভারিয়া ২.০- শেরশাহ)
সেরা গায়িকা: আশীষ কৌর, (রাতা লামবিয়া- শেরশাহ)
সেরা সিনেমাটোগ্রাফি: অভিক মুখোপাধ্যায় (সর্দার উধাম)
আজীবন সম্মাননা পুরস্কার: সুভাষ ঘাই
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে