বিনোদন ডেস্ক
‘খাকি’, ‘সুহাগ’, ‘সূর্যবংশী’সহ অনেক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন বলিউডের দুই অ্যাকশন হিরো অজয়-অক্ষয়। ১ নভেম্বর মুক্তি পাওয়া অজয়ের ‘সিংহাম অ্যাগেইন’-এ অতিথি চরিত্রে দেখা দিয়েছেন অক্ষয়। এ দুই অভিনেতা সম্প্রতি গিয়েছিলেন হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে। সেখানে অনেক বিষয়েই কথা বলেছেন তাঁরা। তবে গুরুত্বপূর্ণ হয়ে উঠে এল এই সময়ের বলিউড প্রসঙ্গ।
কয়েক বছর ধরেই বলিউডকে চ্যালেঞ্জে ফেলেছে দক্ষিণ ভারতীয় সিনেমা। বাজেট, গল্প, পারফরম্যান্স—সব দিক থেকে বলিউডকে সমানে টেক্কা দিচ্ছে দক্ষিণি ইন্ডাস্ট্রি। সিনেমা মুক্তির দিক থেকেও এ সব ইন্ডাস্ট্রি সুশৃঙ্খল। সেখানে বড় বাজেটের সিনেমাগুলো মুখোমুখি হয় না বললেই চলে।
অথচ, এদিক থেকে বলিউড অনেকটাই পিছিয়ে। প্রায়ই দেখা যায়, একাধিক বড় বাজেটের সিনেমা একইদিনে মুক্তি পায়। সাম্প্রতিক উদাহরণ দিয়েই বলা যায়, সিংহাম অ্যাগেইন ও ভুলভুলাইয়া থ্রি মুক্তি দেওয়া হয় একইদিনে। এতে দুটি সিনেমাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল, সেটা হয়নি কোনোটিরই।
এ পরিস্থিতি কেন এড়ানো যাচ্ছে না, প্রশ্ন রাখা হয়েছিল অক্ষয়ের কাছে। অক্ষয়ের স্পষ্ট জবাব, ‘কারণ, আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব। এটাই বড় কারণ।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। সত্যি কথা বলতে, বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
অজয় আরও বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা যারা একসঙ্গে কাজ শুরু করেছিলাম, শাহরুখ, সালমানসহ চার-পাঁচজন। আমরা কিন্তু কখনো দ্বন্দ্বে জড়াইনি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। পরস্পরকে সহযোগিতা করি। ধরা যাক, অক্ষয়ের কোনো সিনেমার সঙ্গে আমার সিনেমার মুক্তি নিয়ে সমস্যা তৈরি হলো। আমরা কিন্তু অনায়াসে একে অন্যকে ফোন করতে পারি। কীভাবে সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে কথা বলতে পারি। একেবারেই কোনো উপায় না পাওয়া গেলে হয়তো আমরা দুজন দুজনের সিনেমার প্রচারে যোগ দেব।’
কথাপ্রসঙ্গে অজয় টানেন ‘সন অব সর্দার’ সিনেমার কথা। এ সিনেমার টাইটেল নাকি অক্ষয়ের দেওয়া ছিল। টাইটেলটি পছন্দ হয় অজয়ের। তিনি অক্ষয়কে ফোন করে নামটি নিতে চান। অক্ষয়ও খুশি মনে দিয়ে দেন। অজয়ের দাবি, এটা পারস্পরিক সম্পর্কের ফল। কিন্তু এই কয়েকজন অভিনেতার বাইরে বলিউডে বন্ধুত্ব বা একতার দৃষ্টান্ত প্রায় দেখা যায় না বললেই চলে। অক্ষয় অবশ্য আশাবাদী। তিনি বলেন, ‘এই যে আমরা এখানে এই বিষয়ে আলোচনা করছি, এটা আশার কথা। কারণ নতুন প্রজন্মের অভিনেতারা হয়তো আমাদের কথা শুনবেন।’
‘খাকি’, ‘সুহাগ’, ‘সূর্যবংশী’সহ অনেক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন বলিউডের দুই অ্যাকশন হিরো অজয়-অক্ষয়। ১ নভেম্বর মুক্তি পাওয়া অজয়ের ‘সিংহাম অ্যাগেইন’-এ অতিথি চরিত্রে দেখা দিয়েছেন অক্ষয়। এ দুই অভিনেতা সম্প্রতি গিয়েছিলেন হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে। সেখানে অনেক বিষয়েই কথা বলেছেন তাঁরা। তবে গুরুত্বপূর্ণ হয়ে উঠে এল এই সময়ের বলিউড প্রসঙ্গ।
কয়েক বছর ধরেই বলিউডকে চ্যালেঞ্জে ফেলেছে দক্ষিণ ভারতীয় সিনেমা। বাজেট, গল্প, পারফরম্যান্স—সব দিক থেকে বলিউডকে সমানে টেক্কা দিচ্ছে দক্ষিণি ইন্ডাস্ট্রি। সিনেমা মুক্তির দিক থেকেও এ সব ইন্ডাস্ট্রি সুশৃঙ্খল। সেখানে বড় বাজেটের সিনেমাগুলো মুখোমুখি হয় না বললেই চলে।
অথচ, এদিক থেকে বলিউড অনেকটাই পিছিয়ে। প্রায়ই দেখা যায়, একাধিক বড় বাজেটের সিনেমা একইদিনে মুক্তি পায়। সাম্প্রতিক উদাহরণ দিয়েই বলা যায়, সিংহাম অ্যাগেইন ও ভুলভুলাইয়া থ্রি মুক্তি দেওয়া হয় একইদিনে। এতে দুটি সিনেমাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল, সেটা হয়নি কোনোটিরই।
এ পরিস্থিতি কেন এড়ানো যাচ্ছে না, প্রশ্ন রাখা হয়েছিল অক্ষয়ের কাছে। অক্ষয়ের স্পষ্ট জবাব, ‘কারণ, আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব। এটাই বড় কারণ।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। সত্যি কথা বলতে, বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
অজয় আরও বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা যারা একসঙ্গে কাজ শুরু করেছিলাম, শাহরুখ, সালমানসহ চার-পাঁচজন। আমরা কিন্তু কখনো দ্বন্দ্বে জড়াইনি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। পরস্পরকে সহযোগিতা করি। ধরা যাক, অক্ষয়ের কোনো সিনেমার সঙ্গে আমার সিনেমার মুক্তি নিয়ে সমস্যা তৈরি হলো। আমরা কিন্তু অনায়াসে একে অন্যকে ফোন করতে পারি। কীভাবে সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে কথা বলতে পারি। একেবারেই কোনো উপায় না পাওয়া গেলে হয়তো আমরা দুজন দুজনের সিনেমার প্রচারে যোগ দেব।’
কথাপ্রসঙ্গে অজয় টানেন ‘সন অব সর্দার’ সিনেমার কথা। এ সিনেমার টাইটেল নাকি অক্ষয়ের দেওয়া ছিল। টাইটেলটি পছন্দ হয় অজয়ের। তিনি অক্ষয়কে ফোন করে নামটি নিতে চান। অক্ষয়ও খুশি মনে দিয়ে দেন। অজয়ের দাবি, এটা পারস্পরিক সম্পর্কের ফল। কিন্তু এই কয়েকজন অভিনেতার বাইরে বলিউডে বন্ধুত্ব বা একতার দৃষ্টান্ত প্রায় দেখা যায় না বললেই চলে। অক্ষয় অবশ্য আশাবাদী। তিনি বলেন, ‘এই যে আমরা এখানে এই বিষয়ে আলোচনা করছি, এটা আশার কথা। কারণ নতুন প্রজন্মের অভিনেতারা হয়তো আমাদের কথা শুনবেন।’
দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৩ ঘণ্টা আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
৭ ঘণ্টা আগেহাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস।
৭ ঘণ্টা আগে