বিনোদন ডেস্ক
বলিউডের লোকজনের ভালোবাসাকে নকল ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। সম্প্রতি ‘গদর-২’ নিয়ে এক সাক্ষাৎকার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সাক্ষাৎকারে সানি দেওল বলেন, ‘বলিউডে সবাই এসে আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার সঙ্গে এমনভাবে কথা বলবে, এমন ভাব করবে যেন ওরা আপনাকে ভীষণ ভালোবাসেন, তবে সে সবই ভুয়ো, নকল। বলিউডে অনেক লোক আমাকে পাজি বলেন, আমি বলি দয়া করে আমাকে পাজি বলবেন না কারণ আপনি পাজির অর্থ বোঝেন না। বড় ভাইয়ের প্রতি আলাদা ধরনের শ্রদ্ধা থাকে।’
সানি আরও বলেন, ‘এখানে (বলিউডে) অনেক কিছু আছে বা চলছে, তা হয়তো চলতেই থাকবে, কারণ ওরা আসলে ব্যক্তিগত জীবনে ভালো অভিনেতা, পর্দার জন্য ভালো অভিনেতা নয়।’
বলিউড নিয়ে কথা বলতে গিয়ে ভাই ববি দেওলের শুরুর সময়ের প্রসঙ্গ টানেন সানি। বলেন, ‘১৯৯০ সালে আমি আমার ভাই ববির ব্যাপারে অনেক প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম, তবে কোনো একটা কারণ দেখিয়ে কেউ কাজ করতে চাইছিল না। এমনকি তখন আমাদের সঙ্গে কেউ হাত মেলাতেও রাজি ছিল না।’
সানি দেওল আরও জানিয়েছেন তিনি ক্যারিয়ারে শুরুর দিকে কিছু পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যাঁরা বলিউডের কোনো গোত্রের অংশ নন। রাহুল রাওয়াল, জেপি দত্তের মতো পরিচালকের নাম নেন সানি দেওল। তিনি এই পরিচালকদের প্রসঙ্গে বলেন, ‘এই পরিচালকদের মধ্যে ‘‘আবেগ, আন্তরিকতা ও সততা’’ ছিল।’
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা গদর-২।
২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বলিউডের লোকজনের ভালোবাসাকে নকল ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। সম্প্রতি ‘গদর-২’ নিয়ে এক সাক্ষাৎকার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সাক্ষাৎকারে সানি দেওল বলেন, ‘বলিউডে সবাই এসে আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার সঙ্গে এমনভাবে কথা বলবে, এমন ভাব করবে যেন ওরা আপনাকে ভীষণ ভালোবাসেন, তবে সে সবই ভুয়ো, নকল। বলিউডে অনেক লোক আমাকে পাজি বলেন, আমি বলি দয়া করে আমাকে পাজি বলবেন না কারণ আপনি পাজির অর্থ বোঝেন না। বড় ভাইয়ের প্রতি আলাদা ধরনের শ্রদ্ধা থাকে।’
সানি আরও বলেন, ‘এখানে (বলিউডে) অনেক কিছু আছে বা চলছে, তা হয়তো চলতেই থাকবে, কারণ ওরা আসলে ব্যক্তিগত জীবনে ভালো অভিনেতা, পর্দার জন্য ভালো অভিনেতা নয়।’
বলিউড নিয়ে কথা বলতে গিয়ে ভাই ববি দেওলের শুরুর সময়ের প্রসঙ্গ টানেন সানি। বলেন, ‘১৯৯০ সালে আমি আমার ভাই ববির ব্যাপারে অনেক প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম, তবে কোনো একটা কারণ দেখিয়ে কেউ কাজ করতে চাইছিল না। এমনকি তখন আমাদের সঙ্গে কেউ হাত মেলাতেও রাজি ছিল না।’
সানি দেওল আরও জানিয়েছেন তিনি ক্যারিয়ারে শুরুর দিকে কিছু পরিচালকের সঙ্গে কাজ করেছেন, যাঁরা বলিউডের কোনো গোত্রের অংশ নন। রাহুল রাওয়াল, জেপি দত্তের মতো পরিচালকের নাম নেন সানি দেওল। তিনি এই পরিচালকদের প্রসঙ্গে বলেন, ‘এই পরিচালকদের মধ্যে ‘‘আবেগ, আন্তরিকতা ও সততা’’ ছিল।’
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা গদর-২।
২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে