প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিকের শেষ সিনেমা ‘কাগজ ২’। গতকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারটি দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। বলিউডের নামকরা তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সতীশ। বিশেষ করে ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর ও সতীশের ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের।
নিজের ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার শেয়ার করেছেন অনিল। সঙ্গে লিখেছেন একটি আবেগঘন বার্তা। অভিনেতা লিখেছেন, ‘এই সিনেমা একটু বেশিই স্পেশাল, আমার খুব প্রিয় বন্ধুর শেষ সিনেমা এটি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ওকে শেষবার পারফর্ম করতে দেখছি। এটা শুধু লক্ষ্য নয়, প্রত্যেক মানুষের আবেগ’।
সতীশ কৌশিকের আরও এক কাছের বন্ধু অনুপম খের। ‘কাগজ ২’তে সতীশ কৌশিকের পাশাপাশি অভিনয় করেছেন অনুপমও। সিনেমাটির পোস্টার শেয়ার করে একটি আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে।
অভিনেতা লিখেছে, ‘আমার প্রিয় সতীশ কৌশিক! আগামীকাল তোমার প্যাশন প্রোজেক্টের ট্রেলার রিলিজ ডেট। দুঃখিত, এটাই তোমার শেষ প্রোজেক্ট, কাগজ ২। বুঝতে পারি সিনেমার জন্য তোমার ক্রমশই নিজেকে উজাড় করে দেওয়াটা। এই সিনেমার প্রসার যেন বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারে, আমরা তা নিশ্চিত করব। তোমায় খুব ভালোবাসি।’
‘কাগজ ২’ সিনেমায় সতীশ কৌশিক ও অনুপম খেরের পাশাপাশি আরও অভিনয় করেছেন—দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যরা। পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। আর প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন ও গণেশ জৈন।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ ৬৬ বছর বয়সে মারা যান সতীশ কৌশিক। কাজ করেছেন একাধিক হিট বলিউড সিনেমায়। কখনো ‘ক্যালেন্ডার’, আবার কখনো ‘পাপ্পু পেজার’ একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। মৃত্যুর আগে ‘কাগজ ২’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার কাজ সেরেছিলেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পরই এবার ‘কাগজ ২’ মুক্তি পেতে চলেছে।
প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিকের শেষ সিনেমা ‘কাগজ ২’। গতকাল ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারটি দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। বলিউডের নামকরা তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সতীশ। বিশেষ করে ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর ও সতীশের ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের।
নিজের ইনস্টাগ্রামে সিনেমার ট্রেলার শেয়ার করেছেন অনিল। সঙ্গে লিখেছেন একটি আবেগঘন বার্তা। অভিনেতা লিখেছেন, ‘এই সিনেমা একটু বেশিই স্পেশাল, আমার খুব প্রিয় বন্ধুর শেষ সিনেমা এটি। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ওকে শেষবার পারফর্ম করতে দেখছি। এটা শুধু লক্ষ্য নয়, প্রত্যেক মানুষের আবেগ’।
সতীশ কৌশিকের আরও এক কাছের বন্ধু অনুপম খের। ‘কাগজ ২’তে সতীশ কৌশিকের পাশাপাশি অভিনয় করেছেন অনুপমও। সিনেমাটির পোস্টার শেয়ার করে একটি আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে।
অভিনেতা লিখেছে, ‘আমার প্রিয় সতীশ কৌশিক! আগামীকাল তোমার প্যাশন প্রোজেক্টের ট্রেলার রিলিজ ডেট। দুঃখিত, এটাই তোমার শেষ প্রোজেক্ট, কাগজ ২। বুঝতে পারি সিনেমার জন্য তোমার ক্রমশই নিজেকে উজাড় করে দেওয়াটা। এই সিনেমার প্রসার যেন বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারে, আমরা তা নিশ্চিত করব। তোমায় খুব ভালোবাসি।’
‘কাগজ ২’ সিনেমায় সতীশ কৌশিক ও অনুপম খেরের পাশাপাশি আরও অভিনয় করেছেন—দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যরা। পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। আর প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন ও গণেশ জৈন।
উল্লেখ্য, গত বছরের ৯ মার্চ ৬৬ বছর বয়সে মারা যান সতীশ কৌশিক। কাজ করেছেন একাধিক হিট বলিউড সিনেমায়। কখনো ‘ক্যালেন্ডার’, আবার কখনো ‘পাপ্পু পেজার’ একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। মৃত্যুর আগে ‘কাগজ ২’, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার কাজ সেরেছিলেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পরই এবার ‘কাগজ ২’ মুক্তি পেতে চলেছে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৩ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১৪ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১ দিন আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১ দিন আগে