গত শুক্রবার মুক্তি পেয়েছে কপিল শর্মা অভিনীত সিনেমা ‘জুইগ্যাটো’। মুক্তির দুই দিন পার হয়ে গেলেও বলিউডের বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে জানা যায় দুই দিনে সিনেমাটি আয় করেছে মাত্র এক কোটি রুপি।
৪০৯টি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল মাত্র ৪৩ লাখ রুপি। গতকাল শনিবার এর আয় ছিল ৬২ লাখ রুপি। এত জনপ্রিয়তার পরেও বক্স অফিসে তাঁর ছবির এত করুন দশা দেখে হতাশ কপিল ভক্তরা। তবে বক্স অফিসে সুবিধা না করতে পারলেও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি।
জুইগ্যাটো’ সিনেমায় কপিল আছেন মানসের ভূমিকায়। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে ফুড ডেলিভারি সংস্থায় কাজ নেয় সে। পরিবার অন্তঃপ্রাণ এ মানুষটি নিজের পরিবারের মুখে তিন বেলা খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে। কর্মজীবনে অতিরিক্ত ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারে না। ফলে, স্ত্রী সাহানার জীবনেও আসে পরিবর্তন। এসব প্রতিকূলতা কাটিয়ে কীভাবে একটি সুখী পরিবারের স্বপ্ন দেখে মানস, সেটাই ‘জুইগ্যাটো’ সিনেমার গল্প।
এটি কপিলের তৃতীয় সিনেমা। কপিল মনে করছেন, ‘জুইগ্যাটো’ তাঁর অভিনয়জীবনের অন্যতম সেরা সুযোগ।
সিনেমাটি পরিচালনা করেছেন নন্দিতা দাস। কপিল শর্মার সঙ্গে এ সিনেমায় দেখা যাবে সাহানা গোস্বামী ও সায়নী গুপ্তা।
গত শুক্রবার মুক্তি পেয়েছে কপিল শর্মা অভিনীত সিনেমা ‘জুইগ্যাটো’। মুক্তির দুই দিন পার হয়ে গেলেও বলিউডের বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে জানা যায় দুই দিনে সিনেমাটি আয় করেছে মাত্র এক কোটি রুপি।
৪০৯টি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল মাত্র ৪৩ লাখ রুপি। গতকাল শনিবার এর আয় ছিল ৬২ লাখ রুপি। এত জনপ্রিয়তার পরেও বক্স অফিসে তাঁর ছবির এত করুন দশা দেখে হতাশ কপিল ভক্তরা। তবে বক্স অফিসে সুবিধা না করতে পারলেও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি।
জুইগ্যাটো’ সিনেমায় কপিল আছেন মানসের ভূমিকায়। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে ফুড ডেলিভারি সংস্থায় কাজ নেয় সে। পরিবার অন্তঃপ্রাণ এ মানুষটি নিজের পরিবারের মুখে তিন বেলা খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে। কর্মজীবনে অতিরিক্ত ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারে না। ফলে, স্ত্রী সাহানার জীবনেও আসে পরিবর্তন। এসব প্রতিকূলতা কাটিয়ে কীভাবে একটি সুখী পরিবারের স্বপ্ন দেখে মানস, সেটাই ‘জুইগ্যাটো’ সিনেমার গল্প।
এটি কপিলের তৃতীয় সিনেমা। কপিল মনে করছেন, ‘জুইগ্যাটো’ তাঁর অভিনয়জীবনের অন্যতম সেরা সুযোগ।
সিনেমাটি পরিচালনা করেছেন নন্দিতা দাস। কপিল শর্মার সঙ্গে এ সিনেমায় দেখা যাবে সাহানা গোস্বামী ও সায়নী গুপ্তা।
সংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
১ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১৪ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১৪ ঘণ্টা আগে