Ajker Patrika

বক্স অফিসে হতাশ করল কপিল শর্মার ‘জুইগ্যাটো’

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫: ৪৫
বক্স অফিসে হতাশ করল কপিল শর্মার ‘জুইগ্যাটো’

গত শুক্রবার মুক্তি পেয়েছে কপিল শর্মা অভিনীত সিনেমা ‘জুইগ্যাটো’। মুক্তির দুই দিন পার হয়ে গেলেও বলিউডের বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে জানা যায় দুই দিনে সিনেমাটি আয় করেছে মাত্র এক কোটি রুপি। 

৪০৯টি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল মাত্র ৪৩ লাখ রুপি। গতকাল শনিবার এর আয় ছিল ৬২ লাখ রুপি। এত জনপ্রিয়তার পরেও বক্স অফিসে তাঁর ছবির এত করুন দশা দেখে হতাশ কপিল ভক্তরা। তবে বক্স অফিসে সুবিধা না করতে পারলেও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি। 

জুইগ্যাটো’ সিনেমায় কপিল আছেন মানসের ভূমিকায়। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে ফুড ডেলিভারি সংস্থায় কাজ নেয় সে। পরিবার অন্তঃপ্রাণ এ মানুষটি নিজের পরিবারের মুখে তিন বেলা খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে। কর্মজীবনে অতিরিক্ত ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারে না। ফলে, স্ত্রী সাহানার জীবনেও আসে পরিবর্তন। এসব প্রতিকূলতা কাটিয়ে কীভাবে একটি সুখী পরিবারের স্বপ্ন দেখে মানস, সেটাই ‘জুইগ্যাটো’ সিনেমার গল্প। 

এটি কপিলের তৃতীয় সিনেমা। কপিল মনে করছেন, ‘জুইগ্যাটো’ তাঁর অভিনয়জীবনের অন্যতম সেরা সুযোগ। 

সিনেমাটি পরিচালনা করেছেন নন্দিতা দাস। কপিল শর্মার সঙ্গে এ সিনেমায় দেখা যাবে সাহানা গোস্বামী ও সায়নী গুপ্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত