বিনোদন প্রতিবেদক, ঢাকা
বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এক বিশ্ব সুন্দরী প্রতিযোগী। প্রাক্তন মিস বার্বাডোজ লেইলানি ম্যাককনি দাবি করেছেন, প্রিয়াঙ্কা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন কারচুপি করে!
‘বিশ্ব সুন্দরী’ খেতাব জিতেই বলিউডে প্রবেশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এই জয় তিনি বাগিয়েছিলেন দুনম্বরি করে! লেইলানি নিজেও ২০০০ সালে ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা একটি ভিডিওতে লেইলানি অভিযোগ করেন, সেসময় ‘মিস ওয়ার্ল্ড’–এর কর্মকর্তারা প্রিয়াঙ্কার প্রতি পক্ষপাতিত্ব করেন। লেইলানি জানিয়েছেন, ২০০০ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার স্পনসরদের সঙ্গে প্রিয়াঙ্কার সখ্য ছিল।
লেইলানির কথায়, ‘আমি যে বছর মিস ওয়ার্ল্ডে গিয়েছিলাম। সেই পুরো মিস ওয়ার্ল্ড ইভেন্টের স্পনসর করেছিল ভারতীয় একটি কেবল স্টেশন। প্রিয়াঙ্কা ভারতীয় এই ব্র্যান্ডের কাছ থেকে বাড়তি সুযোগ নিয়েছিলেন। মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ সব সময় প্রিয়াঙ্কার প্রতি পক্ষপাতিত্ব করেছিলেন। অনুষ্ঠানের কোনো রিহার্সালেও প্রিয়াঙ্কা যেতেন না, এমনকি তাঁর বিছানায় খাবার পৌঁছে যেত।’
লেইলানি আরও বলেন, ‘প্রিয়াঙ্কাকে যখন বিজয়ীর মুকুট পরানো হয়েছিল, এমন অন্যায় দেখার পর অন্য প্রতিযোগীরা মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন। কারণ সবাই আগে থেকেই জানতেন, কারচুপি করা হয়েছিল মিস ওয়ার্ল্ডে এবং এটি প্রিয়াঙ্কা চোপড়া জিততে চলেছেন।’
প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘ তিন বছর পর নিজ দেশ ভারতে এসেছেন। বহু দিন পর ঘরে ফিরে ব্যস্ত নায়িকা লেইলানির অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক এক বিশ্ব সুন্দরী প্রতিযোগী। প্রাক্তন মিস বার্বাডোজ লেইলানি ম্যাককনি দাবি করেছেন, প্রিয়াঙ্কা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন কারচুপি করে!
‘বিশ্ব সুন্দরী’ খেতাব জিতেই বলিউডে প্রবেশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এই জয় তিনি বাগিয়েছিলেন দুনম্বরি করে! লেইলানি নিজেও ২০০০ সালে ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা একটি ভিডিওতে লেইলানি অভিযোগ করেন, সেসময় ‘মিস ওয়ার্ল্ড’–এর কর্মকর্তারা প্রিয়াঙ্কার প্রতি পক্ষপাতিত্ব করেন। লেইলানি জানিয়েছেন, ২০০০ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার স্পনসরদের সঙ্গে প্রিয়াঙ্কার সখ্য ছিল।
লেইলানির কথায়, ‘আমি যে বছর মিস ওয়ার্ল্ডে গিয়েছিলাম। সেই পুরো মিস ওয়ার্ল্ড ইভেন্টের স্পনসর করেছিল ভারতীয় একটি কেবল স্টেশন। প্রিয়াঙ্কা ভারতীয় এই ব্র্যান্ডের কাছ থেকে বাড়তি সুযোগ নিয়েছিলেন। মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ সব সময় প্রিয়াঙ্কার প্রতি পক্ষপাতিত্ব করেছিলেন। অনুষ্ঠানের কোনো রিহার্সালেও প্রিয়াঙ্কা যেতেন না, এমনকি তাঁর বিছানায় খাবার পৌঁছে যেত।’
লেইলানি আরও বলেন, ‘প্রিয়াঙ্কাকে যখন বিজয়ীর মুকুট পরানো হয়েছিল, এমন অন্যায় দেখার পর অন্য প্রতিযোগীরা মঞ্চ ছেড়ে চলে গিয়েছিলেন। কারণ সবাই আগে থেকেই জানতেন, কারচুপি করা হয়েছিল মিস ওয়ার্ল্ডে এবং এটি প্রিয়াঙ্কা চোপড়া জিততে চলেছেন।’
প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘ তিন বছর পর নিজ দেশ ভারতে এসেছেন। বহু দিন পর ঘরে ফিরে ব্যস্ত নায়িকা লেইলানির অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
৩ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
৩ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বেতন না পেয়ে প্রায়ই আন্দোলন করতে দেখা যায় এফডিসির কর্মচারীদের। এফডিসিকে আবারও চাঙা করতে সম্প্রতি কমানো হয়েছে শুটিং ফ্লোর ও যন্ত্রপাতির ভাড়া। এবার নজর দেওয়া হচ্ছে এফডিসির পাওনা টাকা আদায়ে। গতকাল নবনিযুক্ত ব্যবস্থাপনা...
৩ ঘণ্টা আগে‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক...
৩ ঘণ্টা আগে