Ajker Patrika

অভিনয় ছেড়ে ইলিয়ানা কি যুক্তরাষ্ট্রে থিতু হচ্ছেন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৬: ০০
অভিনয় ছেড়ে ইলিয়ানা কি যুক্তরাষ্ট্রে থিতু হচ্ছেন

মা হওয়ার চার মাসের মাথায় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিনয় ছেড়ে স্বামী সন্তানসহ যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন ইলিয়ানা। অভিনেত্রী লাইট-ক্যামেরা-অ্যাকশন রেখে ছেলে এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চান।

তবে ভারত ছাড়ার ব্যাপারে ইলিয়ানার কাছ থেকে সরাসরি কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। অভিনেত্রীর কাছের এক স্বজন জানিয়েছেন, পরিবারকে বেশি সময় দিতে ইলিয়ানা এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, মাইকেল দোলান নামের এক তরুণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইলিয়ানা। গত ৬ আগস্ট ইলিয়ানা তার সন্তানের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে জানান, ১ আগস্ট তার ছেলে হয়েছে। ছেলের নাম তিনি রেখেছেন কোয়া ফিনিক্স দোলান।

সন্তান কোয়া ফিনিক্স দোলানের সঙ্গে দারুণ সময় কাটছে ইলিয়ানারদক্ষিণী সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও হিন্দি ছবির দর্শকের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডি’ক্রুজ। অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর তাঁকে দেখা যায় ‘রেইড’, ‘বাদশাহো’সহ বলিউডের বেশ কয়েকটি সিনেমায়। ২০০৬ সালে ‘দেবদতাসু’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক। এরপর থেকে তেলেগু সিনেমাতেই বেশি দেখা গেছে ইলিয়ানাকে। মাঝে করেছেন তামিল ও কন্নড় ছবিও। ২০১২ সালে সর্বশেষ তামিল সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী, ‘নানবান’ নামে সিনেমাটি প্রশংসিত হয়েছিল অনেক।

ইলিয়ানাকে সর্বশেষ দেখা যায় হিন্দি সিনেমা ‘দ্য বিগ বুল’-এ। অভিষেক বচ্চনের সঙ্গে সেই সিনেমাটি মুক্তি পায় দুই বছর আগে। চলতি বছর দুই সিনেমায় দেখা যাবে ইলিয়ানাকে, যার একটি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’র আরেকটি ‘লাভার্স’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত