করোনা-পরবর্তী সময়ে একাধিক বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যে কিছু সিনেমা নিয়ে চর্চা চলেছে, উন্মাদনা তৈরি হয়েছে বা সেগুলো বক্স অফিসে কোটির গণ্ডি পেরিয়েছে। এ অবস্থায় দর্শকদের হলে ফেরানো এবং বিনিয়োগের টাকা ওঠানোর সহজ ও নিশ্চিত পদ্ধতি হচ্ছে আগের হিট ছবির সিক্যুয়েল নিয়ে আসা। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি।
এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে। এবার জানা গেছে এ দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। তাঁরা একসঙ্গে এই ছবির তৃতীয় ভাগ আনতে চলেছেন। এখানে দেখা যাবে দুই জলির টক্কর। মুখোমুখি লড়াই হবে অক্ষয় ও আরশাদের।
ভারতের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলা সবশেষ প্রতিবেদনে জানিয়েছে, এক মাস ধরে ছবিটির শুটিং হবে রাজস্থানে। লোকেশনের প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এদিকে একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসার কথা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘মুন্নাভাই ৩’ হচ্ছে না। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সঞ্জয় দত্ত, তিনি, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া চেয়েছিলেন এই ছবি বানাতে, তবুও সেটা হচ্ছে না। তবে ‘‘জলি এলএলবি ৩’’ আসছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং।’ এমনটাই খোদ অভিনেতা জানিয়েছেন।
কথা প্রসঙ্গে আরশাদ আরও জানিয়েছেন তিনি চান যাতে গোলমাল ফ্র্যাঞ্চাইজির পরের ভাগ আসে। অভিনেতার কথায়, ‘আমি চাই একদিন ঘুম থেকে উঠেই যেন রোহিত শেঠির ফোন পাই, আর ও যেন আমাকে জানায় যে ওরা গোয়াতে গোলমাল ৫-এর শুটিং করছে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।
করোনা-পরবর্তী সময়ে একাধিক বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর মধ্যে কিছু সিনেমা নিয়ে চর্চা চলেছে, উন্মাদনা তৈরি হয়েছে বা সেগুলো বক্স অফিসে কোটির গণ্ডি পেরিয়েছে। এ অবস্থায় দর্শকদের হলে ফেরানো এবং বিনিয়োগের টাকা ওঠানোর সহজ ও নিশ্চিত পদ্ধতি হচ্ছে আগের হিট ছবির সিক্যুয়েল নিয়ে আসা। আর এবার সেই পথেই হাঁটতে চলেছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি।
এই ফ্র্যাঞ্চাইজির আসছে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে এই ছবির দুটি ভাগ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে সফলতার সঙ্গে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় আরশাদ ওয়ার্সিকে। ছবির দ্বিতীয় ভাগে তাঁর জায়গায় নেওয়া হয় অক্ষয় কুমারকে। এবার জানা গেছে এ দুই ভাগের দুই মুখ্য অভিনেতা একত্রিত হচ্ছেন। তাঁরা একসঙ্গে এই ছবির তৃতীয় ভাগ আনতে চলেছেন। এখানে দেখা যাবে দুই জলির টক্কর। মুখোমুখি লড়াই হবে অক্ষয় ও আরশাদের।
ভারতের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলা সবশেষ প্রতিবেদনে জানিয়েছে, এক মাস ধরে ছবিটির শুটিং হবে রাজস্থানে। লোকেশনের প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
এদিকে একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসার কথা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘মুন্নাভাই ৩’ হচ্ছে না। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সঞ্জয় দত্ত, তিনি, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া চেয়েছিলেন এই ছবি বানাতে, তবুও সেটা হচ্ছে না। তবে ‘‘জলি এলএলবি ৩’’ আসছে। খুব শিগগিরই শুরু হবে শুটিং।’ এমনটাই খোদ অভিনেতা জানিয়েছেন।
কথা প্রসঙ্গে আরশাদ আরও জানিয়েছেন তিনি চান যাতে গোলমাল ফ্র্যাঞ্চাইজির পরের ভাগ আসে। অভিনেতার কথায়, ‘আমি চাই একদিন ঘুম থেকে উঠেই যেন রোহিত শেঠির ফোন পাই, আর ও যেন আমাকে জানায় যে ওরা গোয়াতে গোলমাল ৫-এর শুটিং করছে।’
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’ ছবিতে দ্বিতীয়বারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় এবং আরশাদ। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গেছে ‘বচ্চন পাণ্ডে’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
২৩ মিনিট আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১০ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১১ ঘণ্টা আগে