মোহনলাল অভিনীত ও জিতু জোসেফ পরিচালিত মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর সিনেমাটির রিমেক করে ব্যবসায়িক সফলতা পেয়েছে বলিউড। শুধু তাই নয়, অজয় দেবগন অভিনীত সিনেমাটি দর্শকদের অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া পেয়েছে।
এবার জানা গেছে, সিনেমাটির রিমেক হতে যাচ্ছে হলিউডে। তবে এই সাসপেন্স থ্রিলার সিনেমাটির হলিউড রিমেকের ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক, সিনেমাটি কার সেটা নিয়ে চলছে আলোচনা। দৃশ্যম কি মোহনলালের নাকি অজয়ের? এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে এ বিতর্ক।
হলিউডে দৃশ্যমের রিমেকে ঘোষণার সময় জানানো হয় যে, এটি অজয় দেবগন অভিনীত দৃশ্যমের রিমেক। আর তাতেই আপত্তি দর্শকদের একাংশের। তাঁরা ভুল শুধরে দিয়ে টুইটারের সেই পোস্টে জানিয়েছেন, সিনেমাটি আদতে মোহনলালের। তিনি এবং জিতু জোসেফই প্রথম এই মাস্টারপিস বানান। পরে সেটা বলিউড রিমেক করে।
এক নেটিজেন এদিন লিখেছেন, ‘অজয়ের নয় দৃশ্যম মোহনলালের।’ কেউ আবার লিখেছেন, ‘ভুলটা ঠিক করুন। এটা মোহনলালের ছবি, অজয়ের নয়।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘দৃশ্যম মানেই মোহনলাল। কিন্তু বলিউড রিমেক বানিয়ে সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে।’
উল্লেখ্য, মোহনলাল অভিনীত দৃশ্যম মুক্তি পায় ২০১৩ সালে। সেটি পরিচালনা করেছিলেন জিতু জোসেফ। পরবর্তীতে ২০১৫ সালে বলিউড রিমেক বানায় সেই সিনেমার। একই নামে মুক্তি পায় এটি। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় অজয় দেবগন এবং শ্রিয়া শরণকে। ছবিটির পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। সেটিও বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। মালায়লাম ভার্সনের ‘দৃশ্যম ২’ অবশ্য এক বছর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল।
মোহনলাল অভিনীত ও জিতু জোসেফ পরিচালিত মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর সিনেমাটির রিমেক করে ব্যবসায়িক সফলতা পেয়েছে বলিউড। শুধু তাই নয়, অজয় দেবগন অভিনীত সিনেমাটি দর্শকদের অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া পেয়েছে।
এবার জানা গেছে, সিনেমাটির রিমেক হতে যাচ্ছে হলিউডে। তবে এই সাসপেন্স থ্রিলার সিনেমাটির হলিউড রিমেকের ঘোষণার পরই শুরু হয়েছে বিতর্ক, সিনেমাটি কার সেটা নিয়ে চলছে আলোচনা। দৃশ্যম কি মোহনলালের নাকি অজয়ের? এক্স হ্যান্ডেলের ট্রেন্ডিংয়ে রয়েছে এ বিতর্ক।
হলিউডে দৃশ্যমের রিমেকে ঘোষণার সময় জানানো হয় যে, এটি অজয় দেবগন অভিনীত দৃশ্যমের রিমেক। আর তাতেই আপত্তি দর্শকদের একাংশের। তাঁরা ভুল শুধরে দিয়ে টুইটারের সেই পোস্টে জানিয়েছেন, সিনেমাটি আদতে মোহনলালের। তিনি এবং জিতু জোসেফই প্রথম এই মাস্টারপিস বানান। পরে সেটা বলিউড রিমেক করে।
এক নেটিজেন এদিন লিখেছেন, ‘অজয়ের নয় দৃশ্যম মোহনলালের।’ কেউ আবার লিখেছেন, ‘ভুলটা ঠিক করুন। এটা মোহনলালের ছবি, অজয়ের নয়।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘দৃশ্যম মানেই মোহনলাল। কিন্তু বলিউড রিমেক বানিয়ে সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে।’
উল্লেখ্য, মোহনলাল অভিনীত দৃশ্যম মুক্তি পায় ২০১৩ সালে। সেটি পরিচালনা করেছিলেন জিতু জোসেফ। পরবর্তীতে ২০১৫ সালে বলিউড রিমেক বানায় সেই সিনেমার। একই নামে মুক্তি পায় এটি। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় অজয় দেবগন এবং শ্রিয়া শরণকে। ছবিটির পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। সেটিও বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। মালায়লাম ভার্সনের ‘দৃশ্যম ২’ অবশ্য এক বছর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল।
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
৩ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৩ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৬ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৬ ঘণ্টা আগে